বিশাল একটি ব্যাংক তৈরি করা হয়েছে। নতুন ব্যাংকটি একসময় চালুও করা হলো। অ্যাকাউন্ট খুলতে এসে সাধারণ মানুষ জানতে পারলেন, এটা সত্যিকারের কোনো ব্যাংক নয়। শুটিংয়ের জন্য বানানো হয়েছে। ব্যাংক ডাকাতির সত্যি ঘটনা অবলম্বনে নির্মীয়মাণ একটি সিনেমার শুটিংয়ের জন্য তৈরি হয়েছিল এই ব্যাংক। সিনেমাটির নাম ‘ডগ ডে আফটারনুন’। মুক্তির ৫০ বছরপূর্তিতে সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে হাজির হয়ে আড্ডায় এ রকম অনেক গল্পই করে গেলেন অভিনেতা আল পাচিনো। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটির জন্য অস্কারে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছিলেন আল পাচিনো।

যুক্তরাষ্ট্রের আমেরিকান সিনেমাথেক থিয়েটারে সিডনি লুমেট পরিচালিত সিনেমাটির সাম্প্রতিক প্রদর্শনীতে হাজির হয়েছিলেন ধারণক্ষমতার চেয়ে বেশি দর্শক। সেখানে হাজির হয়ে সেই সময়ের বন্ধু, সহকর্মীদের স্মরণ করে আল পাচিনো জানান, সিনেমাটির শুটিং থেকেই ইন্ডাস্ট্রিতে অনেককে বন্ধু হিসেবে পেয়েছিলেন তিনি।
৮৪ বছর বয়সী এই অভিনেতার দীর্ঘ ক্যারিয়ারের সেরা চরিত্রের একটি ছিল এই সিনেমার সনি। সেই সিনেমার ৫০ বছর উদ্‌যাপনে হাজির হয়ে শুরুতেই তিনি বলেন, ‘আমি “গডফাদার” করলাম, সেটারও ৫০ বছর উদ্‌যাপিত হয়েছে। পরে “গডফাদার ২” করলাম, সেটারও ৫০ বছর উদ্‌যাপিত হয়েছে। এখন আরেকটি উদ্‌যাপন পাওনা ছিল।’

‘ডগ ডে আফটারনুন’–এর দৃশ্য। আইএমডিবি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ জ র হয় ৫০ বছর

এছাড়াও পড়ুন:

দেবদাসে শুরু, প্রথম ছবিতেই বাজিমাত

ফেসবুক

সম্পর্কিত নিবন্ধ