ডাকাতের চরিত্র ফুটিয়ে তুলতে কী করেছিলেন পাচিনো
Published: 11th, March 2025 GMT
বিশাল একটি ব্যাংক তৈরি করা হয়েছে। নতুন ব্যাংকটি একসময় চালুও করা হলো। অ্যাকাউন্ট খুলতে এসে সাধারণ মানুষ জানতে পারলেন, এটা সত্যিকারের কোনো ব্যাংক নয়। শুটিংয়ের জন্য বানানো হয়েছে। ব্যাংক ডাকাতির সত্যি ঘটনা অবলম্বনে নির্মীয়মাণ একটি সিনেমার শুটিংয়ের জন্য তৈরি হয়েছিল এই ব্যাংক। সিনেমাটির নাম ‘ডগ ডে আফটারনুন’। মুক্তির ৫০ বছরপূর্তিতে সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে হাজির হয়ে আড্ডায় এ রকম অনেক গল্পই করে গেলেন অভিনেতা আল পাচিনো। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটির জন্য অস্কারে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছিলেন আল পাচিনো।
যুক্তরাষ্ট্রের আমেরিকান সিনেমাথেক থিয়েটারে সিডনি লুমেট পরিচালিত সিনেমাটির সাম্প্রতিক প্রদর্শনীতে হাজির হয়েছিলেন ধারণক্ষমতার চেয়ে বেশি দর্শক। সেখানে হাজির হয়ে সেই সময়ের বন্ধু, সহকর্মীদের স্মরণ করে আল পাচিনো জানান, সিনেমাটির শুটিং থেকেই ইন্ডাস্ট্রিতে অনেককে বন্ধু হিসেবে পেয়েছিলেন তিনি।
৮৪ বছর বয়সী এই অভিনেতার দীর্ঘ ক্যারিয়ারের সেরা চরিত্রের একটি ছিল এই সিনেমার সনি। সেই সিনেমার ৫০ বছর উদ্যাপনে হাজির হয়ে শুরুতেই তিনি বলেন, ‘আমি “গডফাদার” করলাম, সেটারও ৫০ বছর উদ্যাপিত হয়েছে। পরে “গডফাদার ২” করলাম, সেটারও ৫০ বছর উদ্যাপিত হয়েছে। এখন আরেকটি উদ্যাপন পাওনা ছিল।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সবজির দাম বাড়তি, বাজারে সংকট সয়াবিনের
ঈদের আগে নিত্যপণ্যের দাম অনেকটা কম ছিল। ঈদের পর থেকে বাজারের প্রায় সব ধরনের সবজির দামই কমবেশি বেড়েছে। এর মধ্যে বেশির ভাগ সবজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ১০০ টাকার মধ্যে, যা আগের তুলনায় প্রায় ২০ টাকা বেশি। আগে ছিল ৪০ থেকে ৮০ টাকার মধ্যে। তবে চালের দাম অপরিবর্তিত রয়েছে।
এছাড়াও বাজারে সয়াবিন তেলের সংকট চলছে। আগের চেয়ে নির্ধারিত দাম না বাড়লেও অনেক দোকানে সয়াবিন তেল নেই। যে কারণে অনেকে বোতলের গায়ের দামের চেয়ে কেজিপ্রতি ৫ টাকা বেশি দামে বিক্রি করছেন দোকানিরা। আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বিক্রেতারা বলছেন, বাজারে বর্তমানে চাহিদার তুলনায় সবজির সরবরাহ কম। শীতের অধিকাংশ সবজি শেষ হয়ে গেছে আর গ্রীষ্মের অনেক সবজি এখনো বাজারে কম। এ কারণে দাম বেড়েছে।
রাজধানীর মোহাম্মদপুর টাউনহল মার্কেটে গিয়েও সবজির বাজার বেশি দেখতে পাওয়া যায়। বেসরকারি চাকরি করা মো. বুলবুল সমকালকে জানান, ১০০ টাকা দরে আধা কেজি বরবটি ও করলা কিনেছেন তিনি। বলেন, ঈদের আগে সব সবজি ৬০ টাকার আশপাশে ছিল। ঈদের পরে দাম প্রায় ২০ টাকার মতো বেড়ে গেছে।
এছাড়া খুচরা পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৫ টাকা বেড়ে ৩৫-৪৫ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া আলু, আদা, রসুন, চাল ও আলুর দাম আগের মতোই রয়েছে।
এদিকে বাজারে আবারও সয়াবিন তেলের কিছুটা সংকট দেখা দিয়েছে। অনেক দোকানেই তেল পাওয়া যাচ্ছে না। কিছু দোকানে পাওয়া গেলেও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণে। অর্থাৎ কোনো দোকানে ৫ লিটারের বোতলজাত তেল থাকলেও এক-দুই লিটারের বোতল পাওয়া যাচ্ছে না। আবার কোনো কোনো দোকানে প্রতি লিটারে নির্ধারিত দাম ১৭৫ টাকা থেকে বাড়িয়ে ১৮০ টাকা বিক্রি হতে দেখা গেছে।
হাতিরপুল বাজারের বিক্রেতা রাজীব আহসান বলেন, কোম্পানি তেল দেয় না। ঈদের পর থেকে অর্ডার নিচ্ছে না। যে কারণে ৫ টাকা বেশি দিয়ে বাইরে থেকে কিনে আনি।
আরেক বিক্রেতা বলেন, আজ ঈদের পর প্রথম একটা কোম্পানি তেল দিয়ে গেছে। দুই লিটারের মাত্র তিন কাটন তেল। আর বলেছে, দাম বাড়ানোর আগে মাল দেবে না। নতুন রেট এলে তেল পাবেন।
প্রসঙ্গত, সয়াবিন তেলের দাম প্রতি লিটারে একলাফে ১৮ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকরা। তবে বাণিজ্য মন্ত্রণালয়ে দুই দফা বৈঠকের পরও দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি।
এর আগে ঈদের ছুটির আগে শেষ কর্মদিবস ২৭ মার্চ ট্যারিফ কমিশনে এ বিষয়ে চিঠি দিয়ে ১ এপ্রিল থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৩ টাকা হবে বলে জানায় পরিশোধন কারখানার মালিকদের ওই সংগঠন। সেই হিসাবে লিটারে দাম বাড়ছে ১৮ টাকা। তবে দাম বাড়ানোর জন্য সরকারের অনুমতি এখনো মেলেনি। যে কারণে দফায় দফায় বৈঠক হচ্ছে।