ম্যাচ তখন শেষ। হার্দিক পান্ডিয়ারা চ্যাম্পিয়নস ট্রফি জয়ের উদ্‌যাপনে ব্যস্ত। এই সময়ে হার্দিকের সাক্ষাৎকার নিতে গেছেন উপস্থাপক যতীন সাপরু।

ম্যাচ নিয়ে কাটাছেঁড়া নয়, আনন্দের মুহূর্তে হার্দিককে যতীন প্রশ্ন করলেন উদ্‌যাপন নিয়ে। সেই প্রশ্নের উত্তরেই হার্দিকের মুখে শোনা গেছে সেই ভাইরাল কথাটি—ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম, হোয়াট হ্যাপেনিং।

হার্দিককে কী বলেছিলেন যতীন? উপস্থাপক ভারতীয় অলরাউন্ডারকে বলেছিলেন, ‘ তুমি তো এখন দলের সিনিয়র ক্রিকেটার। এখনো কি আগের মতো অনুভূতি হয়? জুনিয়রদের উদ্‌যাপন দেখে কী মনে হয়?’

তখনই যতীন কয়েকজন জুনিয়র ক্রিকেটারদের প্রতি ইঙ্গিত করে বলেছেন—এই দেখো এরা তো লাইভে চলে গেছে। এই কথার জবাবে পান্ডিয়া বলেন এভাবে, ‘হ্যাঁ, ওরা লাইভ করছে। সেখানে বলছে, ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম, হোয়াট হ্যাপেনিং।’

ফাইনাল জেতার পর ভারত দল.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ ইন ল

এছাড়াও পড়ুন:

দেবদাসে শুরু, প্রথম ছবিতেই বাজিমাত

ফেসবুক

সম্পর্কিত নিবন্ধ