কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে যুবক
Published: 11th, March 2025 GMT
কক্সবাজারে এক মার্কিন নারীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে তারেকুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ মার্চ) বিকেলে শহরের ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ওই মার্কিন নারীর স্বামী জাতিসংঘের একটি সংস্থায় কক্সবাজার কার্যালয়ে কর্মরত, তিনি স্বামীর কর্মসূত্রে কক্সবাজারে থাকছেন। সোমবার সকাল ৮টার দিকে ওই নারী শহরের সার্কিট হাউস সড়কে হাঁটতে বের হন। এ সময় অভিযুক্ত তারেকুল ইসলাম তাকে অনুসরণ করেন এবং কাছে গিয়ে সখ্য গড়ে তোলার চেষ্টা চালান। একপর্যায়ে তিনি জোর করে ওই নারীকে জড়িয়ে ধরেন। এরপর ওই নারী চিৎকার করলে তারেকুল পালিয়ে যান।
পুলিশ বিষয়টি জানতে পেরে অভিযান শুরু করে। দীর্ঘ ছয় ঘণ্টা পর বিকেল ৫ টার দিকে শহরের ঝাউতলা এলাকা থেকে তারেকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
কক্সবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
তিনি আরও জানান, তারেকুল ইসলাম ২০২২ সালের ১২ নভেম্বর এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। সে সময় তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়। কিছু মাস কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পান।
ঢাকা/তারেকুর/টিপু
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ত র ক ল ইসল ম
এছাড়াও পড়ুন:
দেবদাসে শুরু, প্রথম ছবিতেই বাজিমাত
ফেসবুক