তিন দিনের সফরে মঙ্গলবার (১১ মার্চ) ঢাকায় আসছেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদুয়া টাঙ্গারা। তার সফরে বাংলাদেশ ও গাম্বিয়ার মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সমঝোতা স্মারক সই হবে।

ঢাকা সফরকা‌লে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকা‌রের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ কর‌বেন। তি‌নি পররাষ্ট্র উপদেষ্টা মো.

তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে বৈঠক কর‌বেন।

এ ছাড়া, চার সদস্য বিশিষ্ট গাম্বিয়ার সফরকারী দল ফার্মাসিউটিক্যাল এসোসিয়েশন এবং ঢাকা চেম্বারের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই সফরটা গাম্বিয়ার আগ্রহে হচ্ছে। গাম্বিয়া বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে চায়। আর আমরা আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী। যাতায়াত এবং যোগাযোগ যেন বাড়ে সেজন্য আমরা গাম্বিয়ার সঙ্গে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সমঝোতা স্মারক সই হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হওয়া বৈঠকে এটি সই হবে।

ফার্মাসিউটিক্যালসে গাম্বিয়ার আগ্রহ আছে। বাণিজ্য উপদেষ্টার সঙ্গে হওয়া বৈঠকে ব্যবসা-বাণিজ্য ইস্যুতে আলোচনা হবে। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং রোহিঙ্গা প্রসঙ্গে আলোচনা হবে। রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার অবদান অনেক। তারা আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুতে আমাদের অনেক বড় সমর্থন দিচ্ছে।  

প্রসঙ্গত, ২০১৯ সালে প্রথমবার ঢাকা সফর করেছিলেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

ঢাকা/হাসান/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ ম ব য় র পরর ষ ট রমন ত র উপদ ষ ট

এছাড়াও পড়ুন:

জাতিসংঘ মহাসচিবকে নিরাপত্তা দিবে এসএসএফ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আগামী ১৩ মার্চ তার আসার কথা রয়েছে। এই সফরে তিনি চার দিন বাংলাদেশে থাকবেন। তার নিরাপত্তায় নিয়োজিত থাকবে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।

এজন্য জাতিসংঘ মহাসচিবকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে সরকার।

গত ৬ মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। 

তাতে বলা হয়- সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২(ক)-এ প্রদত্ত ক্ষমতা বলে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে আগামী ১৩-১৬ মার্চ পর্যন্ত বাংলাদেশ সফরকালীন ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করিল।

আইনে বলা আছে, ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ অর্থ সরকার কর্তৃক, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কোনও বিদেশি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এবং এই আইনের উদ্দেশ্যগুলো পূরণকল্পে, অনুরূপ ব্যক্তি বলে ঘোষিত অন্য কোনও ব্যক্তিও এর অন্তর্ভুক্ত হবেন।

আইন অনুযায়ী ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকে’ বিশেষ নিরাপত্তা বাহিনী দৈহিক নিরাপত্তা দিয়ে থাকে।

এর আগে ২০১৮ সালের জুলাই মাসে বাংলাদেশ সফরে এসেছিলেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস। সেই হিসেবে এটি তার দ্বিতীয় সফর।

জাতিসংঘের সদর দফতর জানিয়েছে, তিনি ইফতার অনুষ্ঠানে যোগ দিতে কক্সবাজারে যাবেন এবং মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং শরণার্থীদের আশ্রয় কেন্দ্রে উদারভাবে কাজ করে আসা স্থানীয় বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

সফরকালে তিনি ঢাকায় থাকবেন, সেখানে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহম্মদ ইউনূস, তরুণ নারী ও পুরুষ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

ঢাকা/হাসান/টিপু

সম্পর্কিত নিবন্ধ

  • জাতিসংঘ মহাসচিবকে নিরাপত্তা দিবে এসএসএফ