বিয়ে নিয়ে এমন সব জটিল প্রশ্নের জবাব মিলবে ছোট পর্দার আলোচিত জুটি ইয়াশ রোহান ও তটিনী অভিনীত নতুন নাটকে। এই দুজনকে নিয়ে ‘বউয়ের বিয়ে’ নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির গল্প লিখেছেন কামরুন্নাহার দিপা, চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দীন।

জানা গেছে, কামরুল ইসলামের সিনেমাটোগ্রাফিতে সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে, এখন রয়েছে সম্পাদনার টেবিলে। এ নাটকে উঠে এসেছে মফস্‌সল শহরের পাশাপাশি দুই বাড়ির পারিবারিক বিবাদ ও প্রেমের গল্প।

‘বউয়ের বিয়ে’ প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসান বলেন, ‘ঈদের নাটক হিসেবে আমরা মজার একটি প্লট বেছে নিয়েছি। যাকে বলে খাঁটি রোমান্টিক কমেডি।

‘বউয়ের বিয়ে’ নাটকে তটিনী ও ইয়াশ। নির্মাতার সৌজন্যে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রিয়ালে ভিনিসিয়ুস ও এমবাপ্পের বোঝাপড়ায় ঘাটতি দেখেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী

রিয়াল মাদ্রিদের খেলার ধরনের সঙ্গে মানিয়ে নিতে কিলিয়ান এমবাপ্পেকে খুব একটা বেগ পেতে হয়নি। সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে এরই মধ্যে ২৭ গোল করেছেন ফরাসি তারকা, সতীর্থদের দিয়ে করিয়েছেন ৪ গোল।

কিন্তু এমবাপ্পে মাদ্রিদে পা রাখার পর সবাই দেখার অপেক্ষায় ছিলেন তাঁর সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম ও রদ্রিগোকে কোন পজিশনে, কোন ভূমিকায় খেলান কোচ কার্লো আনচেলত্তি। এমবাপ্পেকে শুরু থেকেই খেলাতে গিয়ে আনচেলত্তি অন্য তিন ফরোয়ার্ডের একজনকে বসিয়ে রাখবেন কি না, এমন প্রশ্নও উঠেছিল।

তবে রিয়াল কোচ উপায় ঠিকই বের করে ফেলেছেন। এমবাপ্পে ও ভিনিসিয়ুস খেলছেন স্ট্রাইকারের ভূমিকায়, বেলিংহাম ও রদ্রিগো খেলছেন তাঁদের পেছনে, কখনো কখনো দুই উইংয়ে। লা লিগায় পরশু রায়ো ভায়েকানোর বিপক্ষে ২–১ ব্যবধানে জয়ের ম্যাচেও এই ফরমেশন খেলিয়েছেন আনচেলত্তি। রিয়ালের গোল দুটি ভিনি আর এমবাপ্পেই করেছেন।

রিয়াল মাদ্রিদের চার তারকা ফরোয়ার্ড (বাঁ থেকে) এমবাপ্পে, রদ্রিগো, ভিনিসিয়ুস ও বেলিংহাম

সম্পর্কিত নিবন্ধ