ডিপসিকের পর এবার আলোচনায় চীনে তৈরি নতুন এআই এজেন্ট
Published: 11th, March 2025 GMT
চীনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি ‘ডিপসিক এআই’ মডেল গত জানুয়ারি মাসে উন্মুক্তের পরপরই বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। এবার চীনে তৈরি নতুন এআই এজেন্ট ‘মানুস’ নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি মনিকা নামের একটি স্টার্টআপ পরীক্ষামূলকভাবে এআই এজেন্টটি উন্মুক্ত করেছে। এআই এজেন্টটি স্বাধীনভাবে চিন্তা ও সিদ্ধান্ত নিতে সক্ষম হওয়ায় এরই মধ্যে প্রযুক্তিবিশ্বে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় যুক্তরাষ্ট্রের আধিপত্যকে হুমকির মুখে ফেলছে চীন।
জানা গেছে, মানুস নামের এআই এজেন্টটি বাস্তব যেকোনো সমস্যার সমাধান করতে সক্ষম। শুধু তা–ই নয়, এআই এজেন্টটি কাজে লাগিয়ে বিভিন্ন কাজ করার পাশাপাশি সহজেই বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের ধরন অনুযায়ী ওয়েবসাইট তৈরি করা সম্ভব। এরই মধ্যে অনলাইনে এআই এজেন্টটির একাধিক ভিডিও প্রকাশ করা হয়েছে। প্রকাশের পরপরই ভিডিওগুলো প্রযুক্তিপ্রেমীদের কাজে ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে।
নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, মানুস বিশ্বের প্রথম স্বয়ংসম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট। কারণ, এটি বিভিন্ন বিষয়ে স্বাধীনভাবে চিন্তা ও পরিকল্পনা করতে পারে। পাশাপাশি পূর্ণাঙ্গ ফলাফলও সরবরাহ করে থাকে। ফলে এআই এজন্টটির মাধ্যমে সহজেই ভ্রমণের পরিকল্পনা প্রণয়ন, শেয়ারবাজার বিশ্লেষণ, শিক্ষকদের জন্য ইন্টারঅ্যাকটিভ শিক্ষাক্রম তৈরি এবং বিভিন্ন বিমা নীতির তুলনামূলক বিশ্লেষণ করা সম্ভব।
ম্যানাস এআই এজেন্টের নির্মাতা প্রতিষ্ঠান মনিকা জানিয়েছে, মানুস এআই এজেন্ট বিভিন্ন জটিল কাজ করতে পারে। ব্যবহারকারীর পছন্দ ও প্রয়োজন অনুযায়ী নিজেকে ক্রমাগত উন্নত করতে সক্ষম এআই এজেন্টটি এরই মধ্যে জিআইএআইএ বেঞ্চমার্কে ওপেনএআইয়ের ডিপরিসার্চের তুলনায় ভালো ফলাফল প্রদর্শন করেছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মডেল মেঘনা আলম ৩০ দিনের জন্য কারাগারে
‘মিস আর্থ বাংলাদেশ ২০২০’ বিজয়ী মডেল মেঘনা আলমকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত ডিবি পুলিশের আবেদনের পরিপ্রক্ষিতে এ আদেশ দেন।
আদালত সূত্র জানিয়েছে, ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ৩(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে মেঘনা আলমকে ৩০ দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রাখার আদেশ দিয়েছেন আদালত।
এর আগে গত বুধবার সন্ধ্যায় ফেসবুকে মেঘনা আলমের লাইভ চলার মধ্যেই তার অভিযোগ অনুযায়ী বাসার ‘দরজা ভেঙে’ পুলিশ পরচয়ধারীরা ভেতরে প্রবেশের পরপরই লাইভটি বন্ধ হয়ে যায়। ১২ মিনিটের বেশি সময় ধরে চলা লাইভটি এরপর ডিলিটও হয়ে যায়।
আটকের আগে মেঘনা আলম ফেইসবুক লাইভে এসে বাসার ‘দরজা ভেঙে পুলিশ পরচয়ধারীরা’ ভেতরে প্রবেশের চেষ্টা করছে বলে অভিযোগ করেন। তাকে আটক করার পরপরই লাইভটি বন্ধ হয়ে যায়। ১২ মিনিটের বেশি সময় ধরে চলা ওই লাইভ এরপর তার আইডি থেকে ডিলিট হয়ে যায়। তবে এর আগেই ফেইসবুকে তা ছড়িয়ে পড়ে।
মডেল ও মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলম ২০২০ সালের ৫ অক্টোবর মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন।
ঢাকা/মামুন/শাহেদ