নারী নির্যাতন ও ধর্ষণের বিচারের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ
Published: 11th, March 2025 GMT
দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে তারা।
বিক্ষোভ মিছিলটি রাজু ভাস্কর্য থেকে বের হয়ে ক্যাম্পাস শ্যাডো প্রদক্ষিণ করে সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে এসে শেষ হয়।
এর আগে রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক নওশীন মুস্তারী বলেন, ‘এই যে নারীদের ওপর ধর্ষণ–নিপীড়ন, এটা দিনে দিনে কেন বাড়ছে? আমরা দেখেছি কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারীকে হেনস্তার শিকার হতে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় যদি তাকে এমন হেনস্তার শিকার হতে হয় তাহলে সারা দেশের চিত্রটা কী?’
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী বলেন, ‘বিগত সরকারের সময়ে আমরা দেখেছি ছাত্রলীগ, যুবলীগের নেতা–কর্মীদের দ্বারা নারীরা ধর্ষণের শিকার হয়েছে। সেগুলোর কোনো বিচার হয়নি। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরেও, যে অভ্যুত্থানে আপনারা জানেন নারী কী বিরাট ভূমিকা রেখেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নতুন বাংলাদেশেও একই রকম বৈষম্য, ধর্ষণ নিপীড়নের ঘটনাগুলো ঘটছে। নারীদের জীবনে কোনো পরিবর্তন আসেনি।’
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রগতি বর্মণের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইডেন কলেজ শাখার সভাপতি শাহিনুর আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সাগরে চার ট্রলারে ডাকাতি, তিন জেলে গুলিবিদ্ধ, ৭০ লাখ টাকার মালামাল লুট
প্রতীকী ছবি