সাড়ে ৬ হাজার লিটার সয়াবিন তেল মজুত, এক পরিবেশককে জরিমানা
Published: 11th, March 2025 GMT
তথ্য ছিল দোকানের ভেতরে মজুত করে রাখা হয়েছে ৪২৩ কার্টন (৬ হাজার ৭০০ লিটার) বোতলজাত সয়াবিন। পাশাপাশি তিন শতাধিক কার্টন পাম তেলও রাখা হয়েছে। অভিযানে গিয়ে এমন তথ্যের সত্যতা পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তৎক্ষণাৎ এসব তেল জব্দ করে পাইকারি দরে বিক্রি করে দেওয়া হয়।
সোমবার চট্টগ্রাম নগরের খতিবের হাট এলাকায় এ অভিযান পরিচালনা করে সংস্থাটি। এ সময় মেসার্স এম এম এন্টারপ্রাইজে এসব তেলের মজুত পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির কর্ণধার মো.
জিজ্ঞাসাবাদে মো. মহিউদ্দিন কর্মকর্তাদের কাছে স্বীকার করেন, তিনি অন্য পণ্য কেনার শর্ত সাপেক্ষে ক্রেতাদের কাছে সয়াবিন তেল বিক্রি করে আসছিলেন।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ ও সহকারী পরিচালক আনিছুর রহমান।
মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ‘তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে আমরা কৃত্রিম সংকটের প্রমাণ পাই। এ কারণে দোকানিকে জরিমানা করা হয়েছে।’
এদিন একই অভিযানে নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় আল রায়া সুপারশপে মেয়াদোত্তীর্ণ চানাচুর, নকল পণ্য বিক্রি, অনুমোদনহীন দুধ ও ঘি বিক্রি এবং সয়াবিন তেল গুদামজাত করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
হারানো, চুরি ও ছিনতাই হওয়া ১০৬ মুঠোফোন মালিকদের ফিরিয়ে দিল ডিএমপি
হারানো, চুরি ও ছিনতাই হওয়া ১০৬টি মুঠোফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মুঠোফোন হারানো, চুরি ও ছিনতাই হওয়ার বিভিন্ন ঘটনায় সংশ্লিষ্ট মালিকদের করা সাধারণ ডায়েরি (জিডি) ও অভিযোগের পরিপ্রেক্ষিতে ধানমন্ডি থানার পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গত এক মাসে ২৮টি মুঠোফোন উদ্ধার করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সময় হাজারীবাগ থানার পুলিশ হারিয়ে যাওয়া, চুরি ও ছিনতাই হওয়া ৭৮টি মুঠোফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দেয়।
হারিয়ে যাওয়া মুঠোফোনগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মালিকেরা পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। মুঠোফোন ফিরে পেয়ে অনেকে এ সময় আবেগপ্রবণও হয়ে পড়েন।