বনানীতে ট্রাক চাপায় পোশাকশ্রমিক নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার
Published: 11th, March 2025 GMT
রাজধানীর বনানীতে মিনিট্রাকের চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় জড়িত ট্রাক চালককে আটক করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইউনিট। রাজধানী ঢাকা থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সোমবার রাতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুনরাজধানীতে শ্রমিক নিহতের জেরে সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি৩ ঘণ্টা আগেপুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কর্মস্থলে যাওয়ার সময় সোমবার পৌনে সাতটার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় কলাবাহী একটি মিনিট্রাকের চাপায় মিনারা (১৯) নামের এক পোশাকশ্রমিক নিহত হন। আহত হন সুমাইয়া আক্তার (১৯) নামের আরেক পোশাকশ্রমিক। মিনারা বনানীর মাসুদ অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন।
ট্রাকচাপায় মিনারা নিহতের ঘটনা জানাজানি হলে সাতটার দিকে বনানী ও আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে বনানীসহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এ যানজটের প্রভাব রাজধানী অন্যত্র ছড়িয়ে পড়ে।
প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর বেলা দেড়টার দিকে সড়ক ছেড়ে যান শ্রমিকেরা। এর পর থেকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মিয়ানমারে আটক ২০ বাংলাদেশি দেশে ফিরেছেন
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হওয়া ২০ বাংলাদেশি দেশে ফিরেছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্র অভিযানে তারা চট্টগ্রাম বন্দরে পৌঁছান। মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের এমআইটিটি বন্দর থেকে নৌ বাহিনীর জাহাজ বিএনএস সমুদ্র অভিযান তাদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনেন।
নৌবাহিনীর মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও নাগরিকত্ব যাচাইয়ের পর বাংলাদেশ দূতাবাস প্রত্যাবাসনের ব্যবস্থা গ্রহণ করে। গত কয়েক মাস ধরে তারা মিয়ানমারে আটক ছিলেন।
চট্টগ্রামের জেলা প্রশাসন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মিয়ানমারে আটক ২০ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে এনেছে নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্র অভিযান। বিকেল সোয়া ৫টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে ফিরিয়ে আনা নাগরিকদের স্ব স্ব অভিভাবকদের নিকট হস্তান্তর করা হবে।
ঢাকা/রেজাউল/এস