সোমবার ছিল নবম রোজা। এদিন বিকেলে মেট্রোরেলে অস্বাভাবিক ভিড় ছিল। একদিকে অফিস খোলা, অন্যদিকে সকাল থেকে সড়কে গণপরিবহন চলাচলে স্থবিরতা। ফলে যাত্রীদের পুরো চাপ গিয়ে পড়ে মেট্রোরেলে। বিকেলে অফিস ছুটির আগেই মতিঝিল থেকে উত্তরামুখী মেট্রোর কামরায় উপচে পড়ে মানুষ। কোনো কোনো স্টেশনে বগির ভেতরে ঠেলে ঠেলে মানুষের জায়গা করে দিচ্ছিলেন বাইরে অপেক্ষারত অন্য যাত্রীরা। এরপরও মেট্রোরেলের ভেতরে জায়গা হচ্ছিল না, বন্ধ হচ্ছিল না দরজা। তখন ঘোষণা দিয়ে দিয়ে দরজা থেকে সরে দাঁড়াতে বলা হচ্ছিল যাত্রীদের।

বেলা সাড়ে তিনটা থেকেই মতিঝিল থেকে শুরু হয় বাড়িমুখী মানুষের ঢল। মতিঝিলে অবস্থিত আইএফআইসি ব্যাংকের প্রধান শাখার একজন কর্মকর্তা বলছিলেন, ভিড়ের চাপে তাঁর কাঁধের ব্যাগের ফিতাটি ছুটে যাওয়ার উপক্রম হয়েছিল।

আইএফআইসি ব্যাংকের কয়েকজন ব্যাংক কর্মকর্তা একসঙ্গে যাতায়াত করেন। তাঁদের কাছ থেকে জানা গেল, রোজার নতুন সময়সূচি অনুযায়ী আড়াইটার সময় ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে যায়। অফিস চারটা পর্যন্ত হলেও অনেকেই রোজার জন্য বেলা তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যেই বের হয়ে মেট্রো স্টেশনমুখে ছুটতে শুরু করেন। চারটার মধ্যে মতিঝিল স্টেশনে চলে আসেন।

কোনোরকমে ঠেলেঠুলে ভেতরে প্রবেশ করা গেছে। অনেকেই তখন মেট্রোতে প্রবেশের অপেক্ষায়। ঢাকা, ১০ মার্চ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: মত ঝ ল

এছাড়াও পড়ুন:

নারী দিবস উদ্‌যাপন করল আইএফআইসি ব্যাংক

ছবি: সংগৃহীত

সম্পর্কিত নিবন্ধ