বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হলেন জিয়াউদ্দীন হায়দার
Published: 10th, March 2025 GMT
স্বাস্থ্য, পুষ্টি এবং উন্নয়নবিশেষজ্ঞ জিয়াউদ্দীন হায়দারকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য করেছে বিএনপি। সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এ কথা জানিয়েছেন।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, জিয়াউদ্দীন হায়দার এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার ৩৫টির বেশি দেশে টেকসই স্বাস্থ্য, পুষ্টি এবং উন্নয়ন উদ্যোগে কাজ করেছেন। বেসরকারি সংস্থা ব্র্যাকের গবেষণা ও মূল্যায়ন বিভাগে, থাইল্যান্ডে খাদ্য ও কৃষি সংস্থায়, কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়, সুইজারল্যান্ডে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন এবং অস্ট্রিয়ায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় কাজ করেছেন তিনি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ
এছাড়াও পড়ুন:
কক্সবাজারে এসএসসি পরীক্ষা দিতে পারল না ১৩ শিক্ষার্থী
কক্সবাজারের উখিয়ায় প্রবেশপত্র না পাওয়ায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি হলদিয়া পালং আদর্শ বিদ্যা নিকেতন বিদ্যালয়ের ১৩ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) পরীক্ষার দিন সকালে তারা প্রবেশপত্র সংগ্রহ করতে গিয়ে বিদ্যালয়ের গেটে তালা ঝুলতে দেখে হতভম্ব হয়ে পড়ে।
এ ঘটনায় ক্ষুব্ধ পরীক্ষার্থী ও অভিভাবকরা সড়ক অবরোধ, বিক্ষোভ ও ভাঙচুর চালায়। শিক্ষার্থীদের অভিযোগ, সময়মতো রেজিস্ট্রেশন ও ফরম পূরণের টাকা দিলেও বোর্ডে তাদের ফরম জমা দেওয়া হয়নি।
পরীক্ষার্থী মাসুমা আক্তারের অভিভাবক নুরুল আলম বলেন, “সব টাকা দিয়েছি, মেয়েটা সারাদিন কান্নাকাটি করেছে। স্কুলে গেলে দেখি তালাবদ্ধ, কেউ নেই।”
উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার বদরুল আলম বলেন, “১৩ জন শিক্ষার্থীর কারোই বোর্ডে ফরম পূরণ হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হোসেন চৌধুরী বলেন, “বিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার ৩০ মিনিট আগে আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা বোর্ডে খোঁজ নিয়ে জানতে পারি, তাদের ফরম পূরণই হয়নি। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব প্রতিষ্ঠানের কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে।”
তিনি আরও বলেন, “ভুক্তভোগী অভিভাবকরা লিখিত অভিযোগ দিলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/তারেকুর/এস