Samakal:
2025-04-10@01:54:15 GMT

শ্রমজীবী মানুষের সঙ্গে ইফতার

Published: 10th, March 2025 GMT

শ্রমজীবী মানুষের সঙ্গে ইফতার

ফরিদপুরের শ্রমজীবী মানুষের সঙ্গে খোলা আকাশের নিচে বসে ইফতারি সারলেন সমকাল সুহৃদ সমাবেশের সদস্যরা। গত ৬ মার্চ সন্ধ্যায় ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে (শহর শাখা) শতাধিক ভ্যান, রিকশাচালকসহ খেটে খাওয়া মানুষের সঙ্গে ইফতারি সারেন ফরিদপুরের সুহৃদরা। 
এ সময় উপস্থিত ছিলেন– সুহৃদ উপদেষ্টা অধ্যাপক আলতাফ হোসেন, ফরিদপুর সুহৃদের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সহসভাপতি নাজমুল ইসলাম মিরান ও হারুনার রশিদ, সাধারণ সম্পাদক আবরাব নাদিম ইতু, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম, নারী সম্পাদক শামীমা নাসরিন শিমু, সহ-স্বেচ্ছাসেবী সদস্যরা। শিক্ষক, স্বেচ্ছাসেবী নেতা, সাংবাদিক ও শিক্ষার্থীদের সঙ্গে একসঙ্গে বসে ইফতার করতে পেরে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্রমজীবী মানুষ।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় আয়োজন সম্পর্কে সংগঠনের উপদেষ্টা অধ্যাপক আলতাফ হোসেন বলেন, ‘পবিত্র রমজান আমাদের সামাজিক ন্যায্যতার শিক্ষা দেয়। সমাজের শ্রেণিবৈষম্য বিলোপের তাগিদ দেয় এই মাস। সংযমসাধন ও ধনী-দরিদ্রের বৈষম্য কমিয়ে আনতে পারলেই সার্থক হবে আমাদের এই ইবাদত। তিনি বলেন, সব শ্রেণির মানুষকে নিয়ে একসঙ্গে ইফতার করার মানসিকতা ও চর্চা বাড়াতে পারলেই প্রকৃত অর্থে বৈষম্যের বিরুদ্ধে কাজ করা হবে। সমকাল সুহৃদ সমাবেশ বিগত বছরগুলোর মতো এবারও একই উদ্যোগ নিয়েছে। আমরা আমাদের সব উদ্যোগের মধ্য দিয়ে সাম্য ও মানবতার বার্তা সমাজে পৌঁছে দিতে চাই।’ v
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, ফরিদপুর
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইফত র ইফত র

এছাড়াও পড়ুন:

নাটক নয়, মিরাক্কেলের জামিল সত্যিই বিয়ে করলেন

বহু নাটকে বর-বধূর সাজে সেজেছেন অভিনয় করেছেন ‘মীরাক্কেল’ খ্যাত জামিল হোসেন ও মুনমুন। নাটকে তারা সংসারও করেছন। সেই তারা যখন বিয়ের ছবি প্রকাশ করলেন সবাই ভাবলো হয়তো এটা নাটকেরই কোনো দৃশ্য। কিন্তু না নাটকের এই জুটি এবার সত্যি সত্যিই বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন। 

রোববার ঢাকার উত্তরার একটি রেস্তোঁরায় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে জামিল ও মুনমুনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ের বিষয়টি জানিয়ে গতকাল রাতে জামিল তাঁর স্ত্রীর সঙ্গে একটি ছবি  পোস্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ জামিলের পোস্ট করা সেই স্থিরচিত্রে ভক্তদের পাশাপাশি বিনোদন অঙ্গনে তাঁদের দুজনের শুভাকাঙ্ক্ষীরা শুভকামনা জানিয়েছেন।

তাদের বিয়ের একাধিক ছবি ও ভিডিও ক্লিপস শেয়ার করেছেন অভিনেত্রী মনিরা মিঠু। ক্যাপশনে লেখেন, আমাদের প্রিয় জামিল-মুনমুনের বিয়ে হলো। বর-কনের জন্য সবাই অন্তর থেকে দোয়া করবেন।

মূলত একসঙ্গে অভিনয়ের সূত্র ধরেই একে অপরের সঙ্গে পরিচয় ও কাছে আসা। একসময় তারা একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নেন।  জামিল বলেন,  ‘বছরখানেক আগে আমাদের দুজনের পরিচয়। মুনমুনও অভিনয় করে। অভিনয়ের সূত্রে পরিচয় হলেও একটা সময় আমাদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হয়। আমরা ভাবলাম, সম্পর্কটা আরও এগিয়ে নেওয়ার। এরপর দুজনের পরিবারের সঙ্গে কথা হয়। দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের দিনক্ষণ ঠিক হয় এবং আমরা বিয়ে করি। 

জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল’ দিয়ে বিনোদন অঙ্গনে পরিচিতি পান জামিল হোসেন। এরপর অভিনয়ে ব্যস্ত হয়ে ওঠেন।   নাটকে অভিনয়ের পাশাপাশি নাটক প্রযোজনার সঙ্গেও জড়িত আছেন। অভিনয়ে তাঁর অভিষেক ঘটে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’-এ অংশগ্রহণের পর। এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগী ছিলেন তিনি। বিজ্ঞাপনচিত্রের মডেল হয়ে পরিচিতি পেয়েছেন মুনমুন। এরপর নাম লেখান টিভি নাটকে। অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় করে পরিচিতি পেয়েছেন। ‘কাগজ’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

সম্পর্কিত নিবন্ধ

  • তবে কি মাহওয়াশের প্রেমে মজেছেন চাহাল 
  • তবে কি মহওয়াশের প্রেমে মজেছেন চাহাল 
  • ওয়াক্‌ফ নিয়ে ভারতের মণিপুরে বিক্ষোভ, পশ্চিমবঙ্গে না চালুর ঘোষণা মমতার
  • মা আমাকে বিয়ে না করারই পরামর্শ দিয়েছেন: বিবৃতি
  • বৈশাখের কয়েক পদ
  • চারঘাটে মদ্যপানে দুজনের মৃত্যু, পুলিশ বলছে ‘অসুস্থ হয়ে মারা গেছেন’
  • টাঙ্গাইলে একসঙ্গে চার সন্তান প্রসব 
  • মির্জাপুরে একসঙ্গে চার সন্তান প্রসব, জীবিত ৩ নবজাতক
  • নাটক নয়, মিরাক্কেলের জামিল সত্যিই বিয়ে করলেন
  • দাম্পত্য সম্পর্ক নতুনভাবে রাঙিয়ে নেওয়ার চার উপায়