পটুয়াখালী সুহৃদ সমাবেশের প্রতিভা অন্বেষণের কুইজ প্রতিযোগিতা সম্প্রতি লতিফ মিউনিসিপ্যাল সেমিনারিতে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা সঞ্চালনায় ছিলেন সমকালের জেলা প্রতিনিধি ও জেলা সুহৃদ সমন্বয়ক মুফতী সালাহউদ্দিন। উপস্থিত ছিলেন– সুহৃদ উপদেষ্টা কবি ও লেখক গাজী হানিফ, সংগঠনের জেলা আহ্বায়ক পলাশ চন্দ্র হাওলাদার, সদস্য সচিব সাইয়ারা আফিয়া ঝুমুর, নির্বাহী সদস্য কাজী রফিকুল ইসলাম রাহাত, সরকারি কলেজ শাখার সভাপতি মো.

নাজমুল খান, সিনিয়র সহসভাপতি ফারহানা ইয়াসমিন ছন্দা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক সরকারি মহিলা কলেজ শাখার সিনিয়র সহসভাপতি রাবিনা আক্তার আমরিন, সরকারি কলেজ শাখার প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক মো. রাহাতুল্লাহ, কার্যনির্বাহী সদস্য আল-কাইয়ুম, মো. রাকিবুল ইসলাম ও পলিটেকনিক ইনস্টিটিউটের সুহৃদ মোহাম্মদ রাব্বি প্রমুখ। 
২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম কাজী রফিকুল ইসলাম রাহাত, দ্বিতীয় রাকিবুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করেন জিয়াউর রহমান। অন্যদিকে ২৮ ফেব্রুয়ারি কুইজ প্রতিযোগিতায় কাজী রফিকুল ইসলাম রাহাত প্রথম, জিয়াউর রহমান দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেন সুহৃদ মোহাম্মদ রাব্বি। পরে বিজয়ী সুহৃদদের হাতে পুরস্কার তুলে দেন সুহৃদ নেতারা। এর আগে সুহৃদদের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়, ঈদের পর প্রতিভা অন্বেষণে বিতর্কভিত্তিক উপস্থিত বক্তৃতার প্রতিযোগিতা অনুষ্ঠানের। আলোচনায় সুহৃদরা বলেন, প্রতিযোগিতা জ্ঞানার্জনের আগ্রহ বাড়ায়। তাই এ কর্মসূচি অব্যাহত রাখতে হবে। v
সুহৃদ পটুয়াখালী

উৎস: Samakal

কীওয়ার্ড: ল ইসল ম অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

নির্বাচনে ‘ইসলামপন্থীদের একটি বাক্স’ দিতে একমত দুই দল

আগামী জাতীয় নির্বাচনে ‘ইসলামপন্থীদের একটি বাক্স’ দেওয়ার ব্যাপারে একমত হয়েছে জমিয়তে ওলামায়ে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ বিষয়ে কৌশল নির্ধারণে অন্য সমমনা ইসলামী সংগঠনগুলোর সঙ্গে কার্যকর আলোচনার জন্য উভয় দল আন্তরিকভাবে চেষ্টা করবে।

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে দুই দলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আজ শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সভায় বর্তমান দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আলোচনায় উভয় দল ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে এবং দেশপ্রেমিক গণমানুষের প্রত্যাশা বাস্তবায়নে আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের একটি বাক্স দেওয়ার ব্যাপারে একমত হয়েছে।’

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম, জমিয়তে ওলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহসভাপতি মাওলানা আবদুল কুদ্দুস কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমদ, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া ও মাওলানা ফজলুল করিম কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • ভূমি লুট চলছে, ঠেকানো যাচ্ছে না বোরহান-শাহানকে
  • নির্বাচনে ‘ইসলামপন্থীদের একটি বাক্স’ দিতে একমত দুই দল