সুনামগঞ্জের মধ্যনগরে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে মোহাম্মদ আলী নামে একজন নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ওই ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত হোসেন আলী তালুকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাহিরপুর থেকে কয়লাসহ বিভিন্ন মালবাহী লরিগাড়ি মহিষখলা বাজারের ওপর দিয়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যাতায়াত করে। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোক্তার হোসেন ও বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হযরত আলীর নেতৃত্বে এসব লরিগাড়ি থেকে চাঁদা আদায় করা হয়। মোক্তার হোসেন ও হযরত আলী একে অপরের চাচাতো ভাই। 

গত কয়েকদিন ধরে বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান সিকদার ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের কর্মী হারুন মিয়া এ চাঁদাবাজি তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালায়। বিষয়টি নিয়ে উভয়পক্ষের মাঝে দ্বন্দ্ব শুরু হয়। সোমবার বিকেলে মহিষখলা বাজারে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে এ নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মোক্তার হোসেন ও হযরত আলীর লোকজন হাসান ও হারুনের ওপর চড়াও হয়। সন্ধ্যায় মহিষখলা বাজারে সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। সংঘর্ষে মোহাম্মদ আলী আঘাত পেয়ে গুরুতর আহত হন এবং কিছুক্ষণ পর মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ আহমেদ জানান, দু’পক্ষের সংঘর্ষে মোহাম্মদ আলী নামে একজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ আধুনিক সদর হাসাপাতালে পাঠানো হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ঘর ষ ব এনপ ছ ত রদল ছ ত রদল র স ঘর ষ

এছাড়াও পড়ুন:

চলন্ত ট্রাকের চাকা বিস্ফোরণের পর রিংয়ের আঘাতে বিচ্ছিন্ন হলো পথচারীর পা

নাটোরের বড়াইগ্রামে চলন্ত ট্রাকের চাকা বিস্ফোরণ হলে চাকার সঙ্গে থাকা লোহার রিং ছিটকে একজন পথচারীর পায়ে লাগে। এতে ওই পথচারীর ডান পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বনপাড়া-কুষ্টিয়া মহাসড়কের বড়াইগ্রামের ধানাইদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত পথচারীর নাম দুলাল প্রামাণিক (৪২)। তিনি পার্শ্ববর্তী লালপুর উপজেলার কদিমচিলান ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ইটভাটার শ্রমিক।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় একটি ইটভাটায় কাজ সেরে দুলাল প্রামাণিক মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় বিআরবি ক্যাবলস–এর একটি ট্রাক কুষ্টিয়া থেকে ঢাকায় যাওয়ার সময় ওই স্থানে পৌঁছালে সামনের বাঁ পাশের চাকা বিস্ফোরণ হয়। এতে চাকার সঙ্গে থাকা লোহার রিং ছুটে গিয়ে দুলালের ডান পায়ের হাঁটুর নিচে লাগে। এতে তাঁর পা প্রায় বিচ্ছিন্ন হয়ে সামান্য ঝুলে থাকে। স্থানীয় মানুষেরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে বনপাড়া আমেনা হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, ঘটনার পর ট্রাকটি ফেলে চালক পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান আছে।

সম্পর্কিত নিবন্ধ

  • চাঁদাবাজি করতে গিয়ে কামরাঙ্গীরচরে গণপিটুনিতে ২ জন নিহত
  • হিন্দু ব্যক্তির আইডি হ্যাক: ফোন জমা থানায়, তবু ইসলামবিরোধী পোস্ট
  • সাহসী, সুন্দরী যে ফিলিস্তিনি বিশ্বে আলোড়ন তুলেছিলেন
  • মহানবীর (সা.) সময়ে স্বাবলম্বী নারীদের পেশা
  • নড়াইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
  • রাষ্ট্রীয় স্বীকৃতি ইয়াংওয়ানের চেয়ারম্যান কিহাক সাংকে
  • দিনাজপুরের বনতাড়া গ্রামে ৭ দিন আতঙ্কের পর এল সম্প্রীতির বার্তা
  • নেত্রকোনায় কৃষক আনোয়ারুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
  • ‘ও খোদা, এই ট্রাক দি আঁই কিরমু’
  • চলন্ত ট্রাকের চাকা বিস্ফোরণের পর রিংয়ের আঘাতে বিচ্ছিন্ন হলো পথচারীর পা