সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে তালা দিয়ে বিক্ষোভ করেছেন ইন্টার্ন চিকিৎসকরা, যার পরিপ্রেক্ষিতে বিঘ্নিত হচ্ছে হাসপাতালের চিকিৎসা। এদিকে ইন্টার্নরা বলছেন, বাধ্য না হলে একজন চিকিৎসক কাজ বন্ধ করেন না।
সোমবার ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলে। দাবি মানা না হলে মঙ্গলবার পূর্ণ দিবস কর্মবিরতিরও ঘোষণা দেওয়া হয়। ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধসহ পাঁচ দফা দাবিতে গত কয়েকদিন ধরে কর্মবিরতি ও বিক্ষোভ করছেন ইন্টার্ন চিকিৎসকরা। 
তরুণ এই চিকিৎসকরা বলেন, ডাক্তার পদবি শুধু এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারীদের জন্য সীমিত রাখতে হবে। দেশে প্রচলিত আইন অনুযায়ী, এমবিবিএস অথবা বিডিএস ছাড়া কেউ চিকিৎসক পরিচয় দিতে পারবে না। এ সময়  দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ এবং বিসিএসের চাকরিতে প্রবেশ বয়সসীমা ৩৪ বছর পর্যন্ত বাড়ানো, মানহীন বেসরকারি মেডিকেল কলেজ বন্ধ এবং বিএমডিসি চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের রায় বিলম্ব না করার দাবি জানানো হয়।
এ ব্যাপারে ইন্টার্ন চিকিৎসক কমিটির সমন্বয়ক ইমদাদ হাসান বলেন, তারা দাবি জানিয়েছেন। না মানলে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু। তারা মানুষের সেবায় ফিরতে চান। ন্যায্য বিষয়গুলো সংশ্লিষ্টরা যথাযথভাবে দেখভাল করলে তাদের আন্দোলন করতে হতো না।
এদিকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে দুপুরে বিক্ষোভে অংশ নেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মিড লেভেলের চিকিৎসকরাও।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: চ ক ৎসকর

এছাড়াও পড়ুন:

মাগুরার সেই শিশুটি চোখের পাতা খুলেছে: ডেপুটি প্রেস সচিব

মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটি চোখের পাতা খুলেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। চিকিৎসকরা আশা করছেন, আগামী দুই-এক দিনের মধ্যে তার স্বাস্থ্যের উন্নতি হবে।

সোমবার (১০ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন শিশুটি চোখের পাতা খুলেছে।

এর আগে, চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির ফুসফুসে বাতাস জমে যাওয়ার কারণে অস্ত্রোপচার করা হয়েছে এবং বুকে টিউব বসানো হয়েছে। অক্সিজেন স্বল্পতার কারণে শিশুটির মস্তিষ্কেও ক্ষতি হয়েছে।

শিশুটির মা জানিয়েছেন, তিনি হাসপাতালে শিশুটির শয্যাপাশে রয়েছেন, তবে মেয়েটির কোনো নড়াচড়া নেই। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন তাকে সুস্থ করার জন্য।

রবিবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী শিশুটিকে দেখতে সিএমএইচে যান এবং হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার নির্দেশ দেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দোষীরা কোনোভাবেই ছাড় পাবে না।

ধর্ষণের ঘটনায় মাগুরা আদালত চত্বরের সামনে রবিবার বিক্ষোভ করেন ছাত্র-জনতা। তারা ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের মৃত্যুদণ্ডের দাবি জানান। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা শঙ্কার কারণে আসামিদের আদালতে হাজির এবং রিমান্ড আবেদন করা হয়নি।

এদিকে, ধর্ষণের ঘটনায় শিশুটির বোনের শ্বশুর, বোনের স্বামী, ভাশুর এবং শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা/হাসান/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ

  • মাগুরার সেই শিশুটি চোখের পাতা খুলেছে: ডেপুটি প্রেস সচিব
  • ওসমানী মেডিকেলের বহির্বিভাগে তালা দিয়ে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ
  • মাগুরার সেই শিশুটি চোখের পাতা নেড়েছে, তবে উন্নতি খুব সামান্য: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • নিটোরে কর্মীদের সঙ্গে জুলাই আহতদের মারামারি
  • মাগুরার শিশুটি চোখের পাতা নেড়েছে
  • সেবা বন্ধের হুঁশিয়ারি রামেক হাসপাতালের চিকিৎসকদের
  • দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি স্থগিত চিকিৎসকদের
  • আজ থেকে বিসিএস চিকিৎসকদের কর্মবিরতি
  • আজ থেকে বিসিএস চিকিৎসকদের কলম বিরতি