দক্ষিণি সিনেমার খোঁজখবর রাখলে আপনার প্রদীপ রঙ্গানাথানের নাম শোনার কথা। গত কয়েক বছরে ‘কোমালি’, ‘লাভ টুডে’র মতো আলোচিত সিনেমা বানিয়েছেন তিনি। কেবল পরিচালনা করেননি, ‘লাভ টুডে’তে নায়কের চরিত্রে অভিনয়ও করেছেন। প্রদীপের নতুন সিনেমা ‘ড্রাগন’ বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। কে এই প্রদীপ? জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

প্রদীপ ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। বছর দশেক আগে কয়েকটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা বানিয়ে আলোচনায় আসেন। নিজেই অভিনয় করতেন। একই সঙ্গে সামলাতেন পরিচালনা, সম্পাদনার দায়িত্বও।

‘ড্রাগন’–এর পোস্টার থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এক টাকায় মিলছে হাজার টাকার পণ্য

রমজান উপলক্ষে চট্টগ্রামে এক টাকা দিয়ে কেনা যাচ্ছে হাজার টাকার পণ্য। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ সুযোগ করে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। গতকাল সোমবার নগরীর ২ নম্বর গেট বিপ্লব উদ্যানে এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। 

‘এক টাকায় রোজার বাজার’ নামে এ কর্মসূচিতে প্রতিদিন প্রায় ৫০০ পরিবার চাল, ছোলা, ডাল, তেল, ডিম, মুরগি, মাছসহ ১৮ ধরনের পণ্য কিনতে পারবে। বাজারে আসা সুবিধাবঞ্চিতরা এক টাকা দিলে পাবেন এক টাকা মূল্যমানের ২০টি টোকেন। এরপর সেই টোকেন বিভিন্ন কাউন্টারে দিয়ে এক কেজি চাল এক টাকা, এক কেজি ছোলা দুই টাকা, এক ডজন ডিম দুই টাকা, এক লিটার তেল চার টাকা ও একটি মুরগি ছয় টাকা হিসাবে কিনতে পারবেন। সেই হিসাবে একজন সর্বোচ্চ দেড় হাজার টাকা পর্যন্ত পণ্য কিনতে পারছেন।

সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বিদ্যানন্দের এই এক টাকায় রোজার বাজারে এসে মনে হচ্ছে, শায়েস্তা খাঁর আমল ফিরে এসেছে। অভাবী মানুষ এখান থেকে এক টাকায় হাজার টাকার বেশি মূল্যের পণ্য বাছাই করে কিনতে পারছেন। এ আইডিয়া অভাবনীয় প্রশংসার দাবি রাখে। বিদ্যানন্দকে দেখে যদি সমাজের অন্যান্য বিত্তবান এগিয়ে আসেন, তাহলে এই রমজানে মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের পরিচালক জামাল উদ্দিন বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দুর্মূল্যের এ সময়ে ৫০০ দরিদ্র পরিবার এক টাকা দিয়ে কমপক্ষে এক হাজার টাকার পণ্য কিনতে পারছেন, যা একটু হলেও স্বস্তি নিয়ে আসবে। বাজারের পদ্ধতি বুঝিয়ে দিতে আমরা স্বেচ্ছাসেবকও রেখেছি। নগরের বিভিন্ন জায়গায় ক্রমান্বয়ে এমন ১০টি বাজার আমরা বসাব।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলায়মান, মেয়রের একান্ত সচিব মারুফুল হক মারুফ, রাজনৈতিক সচিব জিয়া উদ্দিন উপস্থিত ছিলেন। 

সম্পর্কিত নিবন্ধ