ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবয়াক মামুন হোসাইন হত্যা কান্ডের বিচারের দাবিতে  মানববন্ধন করেছে ফতুল্লা থানা  বিএনপি ও অঙ্গ সংগঠনের  নেতা কর্মীরা।

সোমবার বেলা ১১ টার দিকে নারায়নগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে এ মানববন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের নিকট স্মারকলিপি দেয় নেতা কর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন,ফ্যাসিস্ট হাসিনা সরকার বৈষম্য বিরোধী আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যায়। একই সাথে পালিয়ে যায় তার দোসররা। সে সকল দোসররা পালিয়ে থেকে তাদের অনুসারিদেরকে দিয়ে অর্থের বিনিময়ে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করে তুলতে হত্যা,ছিনতাই,ডাকাতি, লুটতরাজ,ধর্ষন সহ নানা অপরাধমূলক কর্মকান্ডের জন্ম দিচ্ছে।

এরই ধারাবাহিকতায় নারায়নগঞ্জের গডফাদার শামীম ওসমানের অন্যতম দোসর ফতুল্লার কুতুবআইল তথা ফতুল্লা শিল্পঞ্চলের গডফাদার আকতার ও সুমনের অর্থায়নে ভাড়াটে কিলাররা গুলি করে মামুন কে। আকতার -সুমন সহ  সকল আসামীদরে গ্রেফতার করে শাস্তির মুখোমুখি না করা পর্যন্ত নেতাকর্মীরা রাজপথে থাকার অঙ্গীকার করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন শিকদার,ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন,

ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহ আলম পাটোয়ারী, জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান,ফতুল্লা থানা বিএনপির  ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী,  তাতি দলের সভাপতি ইউনুস মাস্টার,সাধারন সম্পাদক ইমন, ফতুল্লা থানা স্বেচ্ছা সেবকদলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম লিটন,এস,কে শাহিন,হারুনুর রশীদ হারুন,আরিফ প্রধান সহ নিহতের পরিবারের সদস্যরা।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

প্রধান আসামির জামিন বাতিল করে শাস্তির দাবিতে বিক্ষোভ

বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর জামিন বাতিল করে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সাধুরপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি আয়োজন করা হয়।

দাসেরহাট বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে ইউনিয়ন পরিষদের সামনের সড়কে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তারা অবিলম্বে নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউপির বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর জামিন বাতিল করে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। মানববন্ধনে সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা বলেন, একাধিক মামলার আসামি বাবু জামিনে এসে আবারও ইউনিয়ন পরিষদের চেয়ার দখলের পাঁয়তারা করছেন। সাধুরপাড়া ইউনিয়নে কোনো খুনি, সন্ত্রাসী থাকবে না। তাঁকে সাধুরপাড়ার জনগণ অবাঞ্ছিত ঘোষণা করেছে। প্রয়োজনে এলাকাবাসী তাঁকে প্রতিহত করবে। 
উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ জুন রাত ১০টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের পাটহাটি এলাকায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে কুপিয়ে জখম করা হয়। ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ১৭ জুন ২২ জনের নামে থানায় হত্যা মামলা করেন নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম। মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউপির বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু কয়েক মাস আগে হাইকোর্ট থেকে জামিন পান।
গত বছরের ২৭ আগস্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। অভিযুক্তরা হলেন– প্রধান আসামি মাহমুদুল আলম বাবু, রাকিবিল্লাহ রাকিব, রেজাউল করিম, শরিফ মিয়া, মনিরুজ্জামান মনির, বাদশা মিয়া, মো. শাহজালাল, শফিকুল ইসলাম ও তোফাজ্জল মিয়া। পুনঃতদন্তের দাবি জানিয়েছেন মামলার বাদী মনিরা বেগম।

সম্পর্কিত নিবন্ধ

  • গাজায় গণহত্যা বন্ধে ঢাবিতে সাদা দলের মানববন্ধন, প্রয়োজনে যুদ্ধে নাম লেখাতে রাজি
  • প্রধান আসামির জামিন বাতিল করে শাস্তির দাবিতে বিক্ষোভ
  • টাকা আত্মসাৎকারীকে জামিন দেওয়ায় গ্রাহকদের ক্ষোভ
  • জামালপুরে সাংবাদিক রব্বানি হত্যা মামলার আসামিদের বিচারের দাবিতে বিক্ষোভ
  • টাঙ্গাইলে ৭ দাবিতে এ আই টেকনিশিয়ানদের কর্মবিরতি
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে সানির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • এক ঘণ্টা দোকান বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, আরও দুজন গ্রেপ্তার
  • চট্টগ্রামে পদোন্নতি বঞ্চিত ফরেস্টার ও ফরেস্ট গার্ডদের মানবন্ধন
  • শিশু তাবিবের হাতে প্ল্যাকার্ড ‘বাবা হত্যার বিচার চাই’
  • লবণের ন্যায্যমূল্য চায় এনসিপি