এতিম শিশুসহ দুই মাদ্রাসার ৮০০ শিক্ষার্থীর জন্য প্রথম আলোর ইফতার
Published: 10th, March 2025 GMT
এতিম শিশুসহ দুটি মাদ্রাসার ৮০০ শিক্ষার্থীর জন্য আজ সোমবার ইফতার ও রাতের খাবারের আয়োজন করেছে প্রথম আলো। মাদ্রাসা দুটি হলো রাজধানীর তেজগাঁওয়ের মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসা ও মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদ্রাসা।
এই দুটি মাদ্রাসা পরিচালনা করে রহমতে আলম ইসলাম মিশন। এই মিশনের অধীনে মাদ্রাসার ভেতরে ছেলে ও মেয়েদের এতিমখানা রয়েছে। ইফতারের আগে প্রথম আলোর প্রশাসন বিভাগের পক্ষ থেকে এতিমখানার ছেলেমেয়ে ও শিক্ষার্থীদের হাতে খাবার তুলে দেওয়া হয়। ইফতারি হিসেবে ছিল খেজুর, বেগুনি, ছোলা, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, জিলাপি ও ফ্রুট ড্রিংকস। সঙ্গে রাতের খাবার হিসেবে দেওয়া হয় কাচ্চি বিরিয়ানি।
ইফতারের আগে এতিমখানায় সংক্ষিপ্ত আলোচনা ও মোনাজাত করেন মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও রেক্টর মাওলানা আবু সালেহ মুহাম্মদ তাজুল আলম। মোনাজাতে দেশ ও প্রথম আলোর সার্বিক কল্যাণ ও উন্নতি কামনা করা হয়। পাশাপাশি ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমান, ট্রান্সকম গ্রুপের পরিচালনা পর্ষদের প্রয়াত সদস্য আরশাদ ওয়ালিউর রহমান, ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমানের ছোট মেয়ে শাজনীন তাসনিম রহমান এবং প্রথম আলো পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
তেজগাঁওয়ের মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসায় প্রথম আলো আয়োজিত ইফতার মাহফিলে সংক্ষিপ্ত আলোচনায় মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও রেক্টর মাওলানা আবু সালেহ মুহাম্মদ তাজুল আলম। ঢাকা, ১০ মার্চ.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম আল রহম ন ইফত র
এছাড়াও পড়ুন:
তুমি এই প্রেজেন্টেশন নিজে বানিয়েছ?
আগের পর্বআরও পড়ুনকী নিয়ে এত ভাবছে মাখন২০ ঘণ্টা আগে