নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরির মাধ্যমে ওপেনএআইয়ের ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট। এরই মধ্যে ব্যবহারকারীদের দেওয়া বিভিন্ন যুক্তি পর্যালোচনা করে উত্তর জানাতে সক্ষম নতুন এআই মডেল তৈরির কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফটের দাবি, ‘এমএআই’ নামের এআই মডেলটি ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম।

মাইক্রোসফট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের অন্যতম প্রধান বিনিয়োগকারী। তবে দীর্ঘ মেয়াদে ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটির ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব এআই মডেল তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফট তাদের প্রধান এআই পণ্য মাইক্রোসফট ৩৬৫ কোপাইলটে ওপেনএআইয়ের প্রযুক্তির পাশাপাশি নিজেদের ও তৃতীয় পক্ষের বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি এআই মডেল যুক্ত করতে আগ্রহী। নতুন এ উদ্যোগের ফলে বিকল্প প্রযুক্তি ব্যবহারের সুযোগ তৈরির পাশাপাশি ব্যয় কমাতে চায় প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফটের এমএআই মডেলটি মূলত ধাপে ধাপে বিশ্লেষণ করে জটিল সমস্যার সমাধান করতে পারে। এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকারিতা পরিমাপের এক পরীক্ষায় মডেলটি ওপেনএআই ও অ্যানথ্রপিকের তৈরি এআই মডেলগুলোর প্রায় সমপর্যায়ের কাজ করতে সক্ষম হয়েছে।

এমএআই মডেলটি ২০২৫ সালের মধ্যেই উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে মাইক্রোসফটের। এটি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) হিসেবে সফটওয়্যার নির্মাতাদের জন্য উন্মুক্ত করা হতে পারে, যা বিভিন্ন অ্যাপে সংযুক্ত করা যাবে। তবে নতুন এআই মডেলটির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি মাইক্রোসফট এবং ওপেনএআই।

সূত্র: রয়টার্স, ইন্ডিয়ান এক্সপ্রেস

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ত কর

এছাড়াও পড়ুন:

নিজস্ব এআই মডেল আনছে মাইক্রোসফট, যে সুবিধা পাওয়া যাবে

নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরির মাধ্যমে ওপেনএআইয়ের ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট। এরই মধ্যে ব্যবহারকারীদের দেওয়া বিভিন্ন যুক্তি পর্যালোচনা করে উত্তর জানাতে সক্ষম নতুন এআই মডেল তৈরির কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফটের দাবি, ‘এমএআই’ নামের এআই মডেলটি ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম।

মাইক্রোসফট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের অন্যতম প্রধান বিনিয়োগকারী। তবে দীর্ঘ মেয়াদে ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটির ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব এআই মডেল তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফট তাদের প্রধান এআই পণ্য মাইক্রোসফট ৩৬৫ কোপাইলটে ওপেনএআইয়ের প্রযুক্তির পাশাপাশি নিজেদের ও তৃতীয় পক্ষের বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি এআই মডেল যুক্ত করতে আগ্রহী। নতুন এ উদ্যোগের ফলে বিকল্প প্রযুক্তি ব্যবহারের সুযোগ তৈরির পাশাপাশি ব্যয় কমাতে চায় প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফটের এমএআই মডেলটি মূলত ধাপে ধাপে বিশ্লেষণ করে জটিল সমস্যার সমাধান করতে পারে। এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকারিতা পরিমাপের এক পরীক্ষায় মডেলটি ওপেনএআই ও অ্যানথ্রপিকের তৈরি এআই মডেলগুলোর প্রায় সমপর্যায়ের কাজ করতে সক্ষম হয়েছে।

এমএআই মডেলটি ২০২৫ সালের মধ্যেই উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে মাইক্রোসফটের। এটি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) হিসেবে সফটওয়্যার নির্মাতাদের জন্য উন্মুক্ত করা হতে পারে, যা বিভিন্ন অ্যাপে সংযুক্ত করা যাবে। তবে নতুন এআই মডেলটির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি মাইক্রোসফট এবং ওপেনএআই।

সূত্র: রয়টার্স, ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্পর্কিত নিবন্ধ