রবির অর্থনীতি বিভাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
Published: 10th, March 2025 GMT
পবিত্র মাহে রমজান উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) অর্থনীতি বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টেগোর লেকচার থিয়েটারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বিজন কুমারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.
এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ফিরোজ আহমেদ বলেন, “স্রষ্ঠা যে দিকনির্দেশনা দিয়েছেন সেগুলো পালন করতে হবে। আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি রমজান পেল কিন্তু নিজের গুনাহ মাফ করতে পারল না তার মতো আর হতভাগা আর নেই।’ আল্লাহ রব্বুল আলামীন নিজ হাতে রোজাদারদের পুরস্কার দিবেন। সেজন্য আমাদের রোজা রাখার মতো করে রাখতে হবে।”
ঢাকা/হাবিবুর/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বনানীতে পথচারীকে চাপা দেওয়া ট্রাকচালক গ্রেপ্তার
রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহতের ঘটনায় জড়িত ট্রাক চালককে গ্রেপ্তার করেছে ডিবি সাইবার ক্রাইম ইউনিট। রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই চালকের নাম টিটন ইসলাম।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সোমবার রাতে তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, সোমবার সকাল ছয়টার দিকে বনানী এলাকায় চেয়ারম্যান বাড়ি ইউটার্নে ট্রাকচাপায় দুজন নিহত হন। নিহত একজনের নাম মিনারা আক্তার। তিনি একজন পোশাক শ্রমিক। অপরজনের পরিচয় জানা যায়নি। এই ঘটনায় সকাল থেকে বনানী চেয়ারম্যানবাড়ি সড়কের উভয়পাশ অবরোধ করেন দুটি কারখানার পোশাক শ্রমিকরা। এতে বনানী ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর অন্যান্য এলাকাতেও। রোজার মধ্যে তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
সোমবার সকাল থেকে পোশাক শ্রমিকদের অবরোধের কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ থাকে। রাজধানীর খিলগাঁও, ফার্মগেট, কারওয়ানবাজার, মহাখালী, মিরপুর, মগবাজারেও বনানীর যানজটের প্রভাব পড়ে। অফিসগামী মানুষরা রোজা রেখে যানজটে তীব্র ভোগান্তির কথা জানিয়েছেন।