বন্দরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা সভা ও মহড়া
Published: 10th, March 2025 GMT
বন্দর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা অফিসের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান'র নির্দেশনায় পিআইও মো. এরশাদ হোসেন'র সভাপতিত্বে অগ্নি নির্বাপনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বন্দর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশন অফিসার সঞ্জয় খান।
ওই সময় ধামগড় ইউনিয়ন চেয়ারম্যান মো.
পরে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লেগে গেলে তা কিভাবে নিভাতে হয় সে বিষয়ে একটি মহড়া প্রদর্শন করেন, এতে উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীগন অংশগ্রহন করেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ উপজ ল
এছাড়াও পড়ুন:
ঝালকাঠিতে সুহৃদের নতুন কমিটি
সমকালের সুহৃদ সমাবেশ ঝালকাঠি জেলা ইউনিটের কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখা কার্যালয়ে বিকেল ৪টায় এ কমিটি গঠন উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। সভায় কমিটির প্রধান উপদেষ্টা নির্বাচিত হন বিশিষ্ট কবি ও সাহিত্যিক আল আমিন বাকলাই। উপদেষ্টা নির্বাচিত হওয়ার পর নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সোনিয়া আক্তারকে সভাপতি, এসএম জুয়েলকে সহসভাপতি এবং মোহাম্মদ সাদিকুল ইসলাম আশিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এ ছাড়া সীমান্ত দত্তকে সহ-সাধারণ সম্পাদক, নিলয় আহম্মদকে সাংগঠনিক সম্পাদক, চাঁদনী আক্তার আরজুকে সহসাংগঠনিক সম্পাদক, রাতিকুল ইসলাম রাহাতকে কোষাধ্যক্ষ, রিয়া মনিকে প্রচার সম্পাদক, মোহাম্মদ আফরিনকে শিক্ষাবিষয়ক সম্পাদক, জান্নাতুল ফেরদৌসকে দপ্তর সম্পাদক, তাহিদা আক্তারকে সাংস্কৃতিক সম্পাদক, উজ্জ্বল দুয়ারীকে সমাজকল্যাণবিষয়ক সম্পাদক, রাকিবুল রায়হানকে ক্রীড়া সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন– মমিনুল হাসান সিয়াম, উজ্জ্বল দাস, চম্পা বেগম, হৃদয় দাস, রাতুল সাহা, জুবাইদা মিম। মোট ২০ সদস্যের এ কমিটি করা হয়েছে। সামাজিক-সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার পাশাপাশি তরুণদের সংগঠন চর্চায় উৎসাহিত করার প্রত্যয়ে এ কমিটি ঝালকাঠি জেলায় কাজ করবে– এমনটাই প্রত্যাশা নবগঠিত কমিটির। v
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, ঝালকাঠি