৩ লাশ উদ্ধারের পর নেত্রকোনায় ধনু নদের তীরে কান্নার রোল
Published: 10th, March 2025 GMT
নেত্রকোনার খালিয়াজুরিতে ধনু নদের তীরে কান্নার রোল পড়েছে। শখের বশে মাছ ধরতে গিয়ে গ্রামবাসীদের ধাওয়া খেয়ে ডুবে মারা যাওয়া তিন মাছশিকারির মরদেহ উদ্ধারের পর স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় তাঁদের পাশে থাকা লোকজনের মধ্যেও শোকের ছায়া নেমে আসে। আজ সোমবার বিকেলে নদের নাউটানা ও পেটনা এলাকা থেকে লাশ তিনটি উদ্ধারের পর এ দৃশ্য দেখা যায়।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন আটপাড়া উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের শহিদ মিয়া (৪৯), মদন উপজেলার বাগজান গ্রামের আবদুল রুকন মিয়া (৪৮) ও কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি গ্রামের হৃদয় মিয়া (৩২)।
শহিদ মিয়ার লাশ উদ্ধারের খবর পেয়ে তাঁর বড় ভাইয়ের ছেলে মো.
সেখানে উপস্থিত থাকা শহিদ মিয়ার বড় মেয়ে ঝুমা আক্তার (২২) বলছিলেন, ‘আমার আব্বার এইভাবে মৃত্যু হইব আমরা কোনো দিনই ভাবছি না। কেউ আমার আব্বারে বাঁচাইল না। আমার আব্বা পানিতে ডুবে খুব কষ্ট কইরা মরছে। অহন কারে আব্বা ডাকবাম?’ তিনি জানান, শনিবার ভোরে শহিদ মিয়াসহ গ্রামের ২৫ জনের মতো হাওরে মাছ শিকার করতে বাড়ি থেকে রওনা দেন। এরপর ওই দিন দুপুর থেকে তাঁরা নিখোঁজের খবর পান।
লাশ উদ্ধার হওয়া তিনজনের একজন হলেন আটপাড়া উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের শহীদ মিয়া। তাঁর মৃত্যুর খবরে বাড়িতে স্বজনদের কান্নার রোল পড়ে যায়উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপজ ল র
এছাড়াও পড়ুন:
ধর্ষণের বিরুদ্ধে অভিনয় শিল্পীর প্রতিবাদ
‘অপরাধের ফাঁসি নিশ্চিত করা হোক’ এমন লেখা ব্যানার নিজ শরীরে জড়িয়ে লক্ষ্মীপুর শহরের অলি-গলিতে হেঁটে বেড়াচ্ছেন স্থানীয় এক অভিনয় শিল্পী।
নিজের অবস্থান থেকে ধর্ষণের মতো অপরাধে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে এই উদ্যেগ নিয়েছেন বলে জানান রিয়াজ হোসেন জাকির নামের এই শিল্পী।
রিয়াজ হোসেন জাকিরের শরীরে জড়ানো ব্যানারে লেখা ছিল, ‘মা-বোনদের ইজ্জত সম্মান রক্ষার্থে নরপশু ধর্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তি ও ফাঁসি কার্যকরের দাবিতে সোচ্চার হওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান।’
আরো পড়ুন:
ধর্ষণ থেকে বাঁচতে রুবেলের পরামর্শ
রাজশাহীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
রবিবার (৯ মার্চ) দুপুরে শহরের চকবাজার মসজিদের সামনে কথা হলে রিয়াজ হোসেন জাকির বলেন, “বাংলাদেশের একজন নাগরিক এবং একজন সাংস্কৃতিককর্মী হিসেবে আমি ধর্ষণের তীব্র নিন্দা জানাচ্ছি। আগামীতে আমাদের দেশে যেন এ ধরনের অপরাধ কেউ না করে সেজন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।”
তিনি আরো বলেন, “দেশের বিভিন্ন জায়গায় সম্প্রতি যেসব ধর্ষণের ঘটনা ঘটেছে, তার সুষ্ঠু তদন্ত এবং দ্রুততম সময়ের মধ্যে দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দেখতে চাই। বিশেষ করে মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।”
এর আগে, গতকাল শনিবার এই শিল্পীকে লক্ষ্মীপুর শহরের সাব-রেজিষ্ট্রি অফিস এলাকায় শরীরে ব্যানার নিয়ে হেঁটে যেতে দেখা যায়।
জাকির হোসেন রিয়াজ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা লক্ষ্মীপুর জেলা শাখার অভিনয় শিল্পী। তিনি লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর গ্রামের বাসিন্দা।
ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ