খাগড়াছড়িতে পর্যটক অপহরণ করে মুক্তিপণ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪
Published: 10th, March 2025 GMT
খাগড়াছড়িতে আট পর্যটককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় দায়ের করা মামলায় এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে দীঘিনালা উপজেলার চিটিং টিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন– বেলাল হোসেন, আজিবুর রহমান, সহিদুল ও সুফিয়া বেগম।
এজাহারে বলা হয়, গত ২ মার্চ রাজশাহীর পুঠিয়া উপজেলার বাসিন্দা মোখলিলুর রহমান ও তাঁর সাত বন্ধু সাজেকের উদ্দেশ্যে রওনা করেন। পরদিন তারা খাগড়াছড়ি জেলা সদরে নেমে সকাল সাড়ে ৯টার দিকে মাহিন্দ্রযোগে সাজেকের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে তারা অপহরণের শিকার হন। তাদের কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোট ৭ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ বাবদ আদায় করে অপহরণকারীরা।
এ ঘটনায় ভুক্তভোগী মো.
দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: অপহরণ
এছাড়াও পড়ুন:
সুন্দরবনে অপহৃত ছয় নারীসহ ৩৩ জেলে উদ্ধার
সুন্দরবনে অপহৃত ছয় নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
এর আগে, বুধবার বিকেলে তাদের উদ্ধার করা হয়। একই দিন সকালে ছয় নারীসহ ৩৩ জেলেকে অপহরণ করে বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা। উদ্ধারকৃত জেলেদের বাড়ি খুলনার কয়রা থানার বিভিন্ন এলাকায়। তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সিয়াম-উল-হক বলেন, ‘‘সুন্দরবন সংলগ্ন খুলনার কয়রা এলাকায় মাছ ও কাঁকড়া ধরার সময় ৩৩ জেলেকে অপহরণ করে বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা। পরে জনপ্রতি ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করা হয়।’’
তিনি আরো বলেন, ‘‘খবর পেয়ে সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা। এ সময় বনদস্যুরা ফাঁকা গুলি ছুঁড়ে গহীন বনে পালিয়ে যায়। পরে দস্যুদের আস্তানায় তল্লাশি চালিয়ে ছয় নারীসহ অপহৃত ৩৩ জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় তাদের ব্যবহৃত ১৬টি নৌকাও।’’
ঢাকা/শহিদুল/রাজীব