বলিউডে মিস্টার পারফেকশনিস্ট আমির খান। ১৯৭৩ সালে শিশুশিল্পী হিসেবে সিনেমার পর্দায় যাত্রা এ অভিনেতার। অভিনয় করেছেন ‘কেয়ামাত সে কেয়ামাত তাক’, ‘ধুম’,‘পিকে’,‘দাঙ্গাল’-এর মতো জনপ্রিয় ছবিতে। ক্যারিয়ারে অর্জন করেছেন কোটি কোটি অনুরাগীর ভালোবাসা। আগামী ১৪ মার্চ ৬০ বছরে পা রাখবেন অভিনেতা। বিশেষ আয়োজনে মধ্যে দিয়ে উদযাপন করা হবে এবারের জন্মদিন। খবর আনন্দ বাজারের।
গত রোববার চিত্রনাট্যকার জাভেদ আখতার জানিয়েছেন, ১৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত আমির অভিনীত জনপ্রিয় ছবিগুলো দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে দেখতে পাবেন অনুরাগীরা। এই আয়োজনের নাম দেওয়া হয়েছে, ‘আমির খান: সিনেমা কা যাদুগর’।
বলি তারকার জন্মদিন ঘিরে অনুষ্ঠান আয়োজন ঘোষণায় কেন জাভেদ আখতারকে আমন্ত্রণ জানানো হলো এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘আমার লেখা চিত্রনাট্যেই প্রথম অভিনয় তার। এমনকি আমিরের ক্যারিয়ারে কবাস্টার সিনেমার চিত্রনাট্যও লিখেছেন তিনি।’
জানা গেছে, আমির তার এবারের জন্মদিনে একটি জাঁকজমকপূর্ণ, তারকাখচিত পার্টির আয়োজন করবেন। যেখানে উপস্থিত থাকবেন সালমান খান, শাহখ খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, কারিনা কাপুর খান, হৃত্বিক রোশন, রানী মুখার্জি, সাইফ আলী খানের মতো তারকারা।
আমির খানকে শেষবার দেখা গিয়েছিল ‘লাল সিং চাড্ডা’ সিনেমায়। তাকে এবার দেখা যাবে ‘সিতারে জামিন পার’ সিনেমায়। এটি ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘তারে জামিন পার’-এর সিক্যুয়েল।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ডিসি-এসপিকে লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের কৃতজ্ঞতা
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান কার্যক্রম সফলভাবে সমাপ্ত করায় মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া ও জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
এ সময় উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ফুল দিয়ে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে শুভেচ্ছা জানান ও মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান সুন্দরভাবে আয়োজনের জন্য জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কর্মকার, লাঙ্গলবন্দ স্নান উদযাপনে জেলা প্রশাসন কর্তৃক গঠিত উপদেষ্টা কমিটির উপদেষ্টা শিখণ সরকার শিপন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তিলোত্তমা দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস, সহ-সভাপতি সাংবাদিক উত্তম সাহা, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, তারক দাস, অভিজিৎ রায়, দিলীপ দাস, অনুপম সরকার প্রমুখ।