সর্বোচ্চ ১০ লাখ বেতন তাসকিনের, ১০ হাজার বেড়ে শান্তর ৮ লাখ
Published: 10th, March 2025 GMT
বেতন কাঠামো সহ ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার এ+ ক্যাটাগরিতে থাকা একমাত্র ক্রিকেটার তাসকিন আহমেদ পাবেন মাসিক সর্বোচ্চ ১০ লাখ টাকা।
আর অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ মেহেদী হাসান মিরাজ লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম এ ক্যাটাগরি থেকে মাসিক বেতন পাবেন ৮ লাখ টাকা করে। এই চার জনের মধ্যে একমাত্র মুশফিক শুধু টেস্ট সংস্করণে আছেন।
২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে শান্ত তিন সংস্করণে এ+ ক্যাটাগরিতে ছিলেন শান্ত। এবার ক্যাটাগরি এক ধাপ নিচে নামলেও বেতন বেড়েছে ১০ হাজার। তিন সংস্করণ মিলিয়ে শান্তর বেতন ৭ লাখ ৯০ হাজার ছিল।
আরো পড়ুন:
ইনানীতে সেনাপ্রধান
প্রতিযোগিতামূলক ক্রীড়া আয়োজন সুস্থ জাতি গঠনে সহায়তা করবে
ডিপিএল: প্রথম দিন মাঠে নামবে আবাহনী-মোহামেডান
সোমবার (১০ মার্চ) এক বিবৃতি দিয়ে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি। ২০২৫ সালের জন্য ২২ ক্রিকেটারকে চুক্তিতে রেখেছে বোর্ড। শেষ মুহুর্তে নাম প্রত্যাহার করায় চুক্তিতে নেই মাহমুদউল্লাহ রিয়াদ।
বি ক্যাটাগরিতে থাকা মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা পাবেন মাসিক ৬ লাখ টাকা করে। একই ক্যাটাগরি থেকে মার্চ পর্যন্ত বেতন পাবেন মুশফিক ও মাহমুদউল্লাহ।
সি ক্যাটাগরি থেকে সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজীদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজীম হাসান সাকিব ও শেখ মেহেদী হাসান পাবেন ৪ লাখ টাকা করে।
আর সবশেষ ডি ক্যাটাগরি থেকে নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ পাবেন ২ লাখ টাকা করে।
ঢাকা/রিয়াদ/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৮ মার্চ ২০২৫)
লা লিগায় রাতে খেলতে নামছে বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগে আলাদা ম্যাচে খেলবে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি।ইংলিশ প্রিমিয়ার লিগ⚽
নটিংহাম–ম্যানচেস্টার সিটি
সন্ধ্যা ৬–৩০ মি. ????স্টার স্পোর্টস সিলেক্ট ১
ব্রাইটন–ফুলহাম
রাত ৯টা ????স্টার স্পোর্টস সিলেক্ট ২
লিভারপুল–সাউদাম্পটন
রাত ৯টা ????স্টার স্পোর্টস সিলেক্ট ১
ব্রেন্টফোর্ড–অ্যাস্টন ভিলা
রাত ১১–৩০ মি. ????স্টার স্পোর্টস সিলেক্ট ১
ইউপি ওয়ারিয়র্স–রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
রাত ৮টা ????স্টার স্পোর্টস ১
বায়ার্ন মিউনিখ–বোখুম
রাত ৮-৩০ মি. ????সনি স্পোর্টস টেন ২
বরুসিয়া ডর্টমুন্ড–অগ্সবুর্গ
রাত ৮-৩০ মি. ????সনি স্পোর্টস টেন ১
বার্সেলোনা–ওসাসুনা
রাত ২টা ????জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট