বিসিবির কেন্দ্রীয় চুক্তি ঘোষণা, কে কত বেতন পাবেন
Published: 10th, March 2025 GMT
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার কেন্দ্রীয় চুক্তিভূক্ত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। চলতি মার্চ থেকে তালিকা অনুযায়ী, বিসিবি থেকে বেতন-ভাতা পাবেন ক্রিকেটাররা।
বিসিবির কেন্দ্রীয় তালিকায় ‘এ প্লাস’ ক্যাটাগরিতে আছেন কেবল ডানহাতি পেসার তাসকিন আহমেদ। তিনি মাসে বোর্ড থেকে দশ লাখ টাকা বেতন পাবেন।
‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে জাতীয় দলের তিন সিনিয়র ক্রিকেটারকে। তারা হলেন- অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী মিরাজ ও লিটন দাস। তারা ৮ লাখ টাকা করে মাসে বেতন পাবেন।
কেন্দ্রীয় চুক্তিতে শান্তদের মতো ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন মুশফিকুর রহিম। কিন্তু ওয়ানডে থেকে অবসর নেওয়ায় তাকে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। ওই ক্যাটাগরিতে আছেন মোট ৭ জন। তারা হলেন- মুশফিকুর রহিম, মমিুনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা। ৬ লাখ টাকা করে বেতন পাবেন।
বিসিবির কেন্দ্রীয় চুক্তির ২২ জনের তালিকায় নাম আছে ৩৯ বছর বয়সী ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের। কিন্তু বিসিবিকে তিনি অনুরোধ করেছেন, কেন্দ্রীয় চুক্তিতে তার নাম না রাখার জন্য। যে কারণে মার্চ থেকে কেন্দ্রীয় চুক্তিভুক্ত হবেন না তিনি। ‘বি’ ক্যাটাগরিভুক্ত হিসেবে বেতন পাবেন ফেব্রুয়ারি পর্যন্ত।
কেন্দ্রীয় চুক্তির ‘সি’ ক্যাটাগরিতে আছেন ৮ ক্রিকেটার। তারা হলেন- সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী, তানজিদ তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শেখ মাহেদী। তারা ৪ লাখ টাকা বেতনের ক্যাটাগরিতে আছেন। ‘ডি’ গ্রুপে থাকা দুই ক্রিকেটার হলেন পেসার খালেদ আহমেদ ও স্পিনার নাসুম আহমেদ। তারা ২ লাখ টাকা বেতন পাবেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নড়াইলে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
নড়াইলের লোহাগড়া উপজেলায় সাত বছরের এক মেয়েশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। মামলার পর আজ সোমবার বিকেলে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন উপজেলার একটি গ্রামের পান্নু মোল্যা (৩৮) ও পান্নু মোল্যার ভাবি (৩২)। পান্নু শিশুটিকে ধর্ষণচেষ্টা করেন; আর তাঁর ভাবি এ ঘটনা কাউকে না জানাতে শিশুটিকে হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী শিশুটির মা প্রথম আলোকে বলেন, ‘মেয়ের ইজ্জতের কথা ভেবে এবং স্থানীয়ভাবে বিচার পাব—এমন আশায় প্রথমে চুপ ছিলাম; কিন্তু স্থানীয়ভাবে কোনো বিচার পায়নি। পরে মামলা করেছি। আমি এ ঘটনার ন্যায্য বিচার চাই।’
পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্টেনে শিশু শ্রেণিতে পড়ে। ৬ মার্চ সকাল ১০টার দিকে মেয়েটি স্কুল থেকে বাড়িতে ফেরে। পরে খাওয়াদাওয়া শেষ করে বাড়ির পাশে পান্নুদের বাড়িতে বরই কুড়াতে যায়। তখন মেয়েটিকে বরই খেতে দেওয়ার কথা বলে ঘরে নিয়ে ধর্ষণচেষ্টা করেন পান্নু। একপর্যায়ে শিশুটি ঘর থেকে বের হয়ে যায়। এ সময় পান্নুর ভাবি শিশুটিকে ঘটনাটি কাউকে না বলার জন্য নিষেধ করে। তবে মেয়েটি বাড়িতে ফিরে তার মাকে সব বলে দেয়।
এ ঘটনায় সোমবার বিকেলে লোহাগড়া থানায় পান্নু মোল্যা ও তাঁর ভাবিকে আসামি করে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন শিশুটির মা।
লোহাগড়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বলেন, মামলার পরপরই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।