Samakal:
2025-04-30@14:28:26 GMT

অবশেষে কাজটি শেষ হল

Published: 10th, March 2025 GMT

অবশেষে কাজটি শেষ হল

বছর কয়েক আগেও দেশীয় ওটিটি কনটেন্ট মানেই যেন অভিনেতা শ্যামল মাওলার উপস্থিতি। বলতে গেলে ওটিটি কনটেন্ট হলেই নির্মাতারা ভরসা করতেন শ্যামল মাওলাতে। এখন তো প্রত্যেক শিল্পীই ওটিটির কাজের প্রতি মনোযোগী। ওটিটির কাজের আগে নাটকেও নিয়মিত ছিলেন শ্যামল মাওলা। অথচ অভিনেত্রী সাবিলা নূরের সঙ্গে এই অভিনেতার কখনও কাজ করা হয়নি। তথ্যটি সাবিলার মুখ থেকেই জানা গেল।

সাবিলা নূরও সময়ের জনপ্রিয় অভিনেত্রী। তাঁর ওপরও নির্মাতারা চোখ বন্ধ করে ভরসা রাখতে পারেন। তারপরও তাদের একসঙ্গে কাজ হয়নি। এবার হয়েছে। তারা ‘মাকড়শা’ নামের একটি নাটকের মাধ্যমে জুটি হয়ে প্রথমবার কোনো কাজ করলেন। রেবেকা সুলতানা কেয়ার গল্পে নাটকটি পরিচালনা করেছেন রাগিব রায়হান পিয়াল। 

নাটকটি নিয়ে সাবিলা বললেন, “মাকড়শা” নাটকটির শুটিং বেশ আগেই করা। আমাকে যখন নির্মাতা পিয়াল গল্পটা পাঠিয়েছেন তখনই আমার মনে হয়েছে এই কাজটির সঙ্গে আমার যুক্ত হওয়া উচিত। এরপর যখন আমাকে জানানো হয় এতে আমার বিপরীতে শ্যামল ভাইয়া কাজ করবেন। সেটা নিয়েও আমি বেশ এক্সাইটেড ছিলাম। কারণ ওনার সঙ্গে আগে কখনও আমার কাজ হয়নি। ওনার কাজ আমি দেখেছি। তাঁর অভিনয় আমার দারুণ পছন্দ। অবশেষে কাজটি শেষ হয়েছে। এতে আমি একজন হাউজওয়াইফের চরিত্র করেছি। যে চরিত্রটিতে নানা ভেরিয়েশন আছে।”

নামের মতোই নাটকটির গল্পেও সাসপেন্স আর থ্রিলারে ভরপুর বলে মন্তব্য করলেন নির্মাতা পিয়াল। এই ঈদুল ফিতরে নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে জানান নির্মাতা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন টকট

এছাড়াও পড়ুন:

গান নিয়েই আমার সব ভাবনা

কর্নিয়া। তারকা কণ্ঠশিল্পী। অনলাইনে প্রকাশ পাচ্ছে বেলাল খানের সঙ্গে গাওয়া তাঁর দ্বৈত গান ‘তুমি ছাড়া নেই আলো’। এ আয়োজন ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তাঁর সঙ্গে–

‘ভাঙা ঘর’ ও ‘আদর’-এর পর প্রকাশ পাচ্ছে ‘তুমি ছাড়া নেই আলো’। একনাগাড়ে দ্বৈত গান গেয়ে যাচ্ছেন, কারণ কী? 

শ্রোতাদের চাওয়া আর নিজের ভালো লাগা থেকেই দ্বৈত গান গাওয়া, এর বাইরে আলাদা কোনো কারণ নেই। কারণ, সব সময় ভাবনায় এটাই থাকে, যে কাজটি করছি, তা শ্রোতার প্রত্যাশা পূরণ করবে কিনা। সেটি একক, না দ্বৈত গান– তা নিয়ে খুব একটা ভাবি না। তা ছাড়া রুবেল খন্দকারের সঙ্গে গাওয়া ‘ভাঙা ঘর’ ও অশোক সিংয়ের সঙ্গে গাওয়া ‘আদর’ গান দুটি যেমন ভিন্ন ধরনের, তেমনি বেলাল খানের সঙ্গে গাওয়া ‘তুমি ছাড়া নেই আলো’ অনেকটা আলাদা। আসল কথা হলো, যা কিছু করি, তার পেছনে শ্রোতার ভালো লাগা-মন্দ লাগার বিষয়টি প্রাধান্য পায়। 

দ্বৈত গানের সহশিল্পী হিসেবে নতুনদের প্রাধান্য দেওয়ার কারণ?

সহশিল্পীর কণ্ঠ ও গায়কি যদি শ্রোতার মনোযোগ কেড়ে নেওয়ার মতো হয়, তাহলে সে তরুণ, নাকি তারকা– তা নিয়ে ভাবার প্রয়োজন পড়ে না। এমন তো নয় যে, নতুন শিল্পীরা ভালো গাইতে পারে না। তা ছাড়া তারকা শিল্পী ছাড়া দ্বৈত গান গাইব না– এই কথাও কখনও বলিনি। তাই দ্বৈত গানে তারকাদের পাশাপাশি নতুনদের সহশিল্পী হিসেবে বেছে নিতে কখনও আপত্তি করিনি। 

প্রতিটি আয়োজনে নিজেকে নতুন রূপে তুলে ধরার যে চেষ্টা, তা কি ভার্সেটাইল শিল্পী প্রতিষ্ঠা পাওয়ার জন্য? 

হ্যাঁ, শুরু থেকেই ভার্সেটাইল শিল্পী হিসেবে পরিচিতি গড়ে তুলতে চেয়েছি। এ কারণে কখনও টেকনো, কখনও হার্ডরক, আবার কখনও ফোক ফিউশনের মতো মেলোডি গান কণ্ঠে তুলেছি। গায়কির মধ্য দিয়ে নিজেকে বারবার ভাঙার চেষ্টা করছি। সব সময়ই নিরীক্ষাধর্মী গান করতে ভালো লাগে। একই ধরনের কাজ বারবার করতে চাই না বলেই নানা ধরনের গান করছি। নিজেকে ভেঙে সব সময়ই নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা জারি রাখছি।

প্রযোজক হিসেবে নিজের চ্যানেলের জন্য নতুন কী আয়োজন করছেন? 

আয়োজন থেমে নেই। তবে কবে নতুন গান প্রকাশ করব– তা এখনই বলতে পারছি না। কারণ একটাই, অন্যান্য কাজের মতো গান তো ঘড়ি ধরে কিংবা সময় বেঁধে তৈরি করা যায় না। একেকটি গানের পেছনে অনেক সময় দিতে হয়। কোনো কোনো গানের কথা-সুর-সংগীতের কাটাছেঁড়া চলে দিনের পর দিন। এরপর যখন তা সময়োপযোগী হয়েছে বলে মনে হয়, তাখনই প্রকাশ করি। 

গান গাওয়ার পাশাপাশি মডেলিং বা অভিনয় করার ইচ্ছা আছে? 

সত্যি এটাই, গান নিয়েই আমার সব ভাবনা। তারপরও অনেকের অনুরোধে কয়েকটি পত্রিকার ফ্যাশন পাতার জন্য মডেল হিসেবে কাজ করেছি। তবে মডেল হব– এমন ইচ্ছা নিয়ে কাজ করিনি। অভিনয় নিয়েও কিছু ভাবি না। অন্য কোনো পরিচয়ে পরিচিত হতে চাই না।

সম্পর্কিত নিবন্ধ

  • শততম ম্যাচটি স্মরণীয় করে রাখতে চান ইয়ামাল
  • নির্মাতার ঘোষণার অপেক্ষায় চিত্রাঙ্গদা
  • শিশুর মাথা ঘামে কেন
  • কাঠফাটা রোদ্দুরে তপ্ত হাওয়া
  • গান নিয়েই আমার সব ভাবনা