সাবেক উপাচার্য, দুজন সাবেক সংসদ সদস্যসহ ১০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
Published: 10th, March 2025 GMT
একজন সাবেক উপাচার্য, দুজন সাবেক সংসদ সদস্যসহ ১০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ সোমবার এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম আবদুস সুবহানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ছাড়া রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিন ও তাঁর স্ত্রী এলিনা আক্তারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এর বাইরে নেত্রকোনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইফতেখার উদ্দিন তালুকদার, তাঁর স্ত্রী ইসমত আরা, ছেলে ইবনাম ইফতেখার, মেয়ে সুমাইয়া মৌরমি ইফতি ও সাইবা মৌরমী ইশমার বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান ও তাঁর স্ত্রী সাদিয়া আইনুনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুদক আদালতকে জানিয়েছে, উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। প্রত্যেকেই বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পরে আদালত পৃথক আবেদনগুলোর শুনানি নিয়ে প্রত্যেকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে যত রেকর্ড
রোববার রাতে পর্দা পড়েছে চ্যাম্পিয়নস ট্রফির। ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ১৯ দিনের টুর্নামেন্ট অদলবদল হয়েছে রেকর্ড বইয়ের অনেক পাতাতেই। কী কী রেকর্ড হলো, আর ব্যাটিং ও বোলিংয়ে শীর্ষ পাঁচেই বা কারা আছেন...এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে যত রেকর্ড
• চ্যাম্পিয়নস ট্রফিতে রেকর্ড তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। পেছনে ফেলেছে দুবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে।
• চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে এক টুর্নামেন্টে সবচেয়ে বেশি ছক্কা—১৪০। ভেঙেছে ২০১৭ সালের রেকর্ড—১১৩টি।
• এক আসরে সবচেয়ে বেশি সেঞ্চুরি এবারই (১৪)। পেছনে পড়েছে ২০০২ ও ২০১৭ সালের ১০ সেঞ্চুরি।
• চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত দুটি ইনিংসই এবার হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের বেন ডাকেট ১৬৫ রান করে ভাঙেন ২০০৪ সালে নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টলের রেকর্ড (১৪৫)। ডাকেটের রেকর্ডটা ৪ দিন পরই কেড়ে নেন ইব্রাহিম জাদরান। আফগানিস্তান ওপেনার ইংল্যান্ডের বিপক্ষে করেন ১৭৭ রান।
• চ্যাম্পিয়নস ট্রফি ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি করেছেন ডেভিড মিলার। নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ৬৭ বলে সেঞ্চুরি করে বীরেন্দর শেবাগ ও জশ ইংলিসের রেকর্ড ভাঙেন প্রোটিয়া ব্যাটসম্যান।
রেকর্ড ৭০৭ রান হয়েছে অস্ট্রেলিয়া–ইংল্যান্ড ম্যাচে