রাজধানীর গুলশান এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সজল হোসেন পলাশ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আজ সোমবার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটি মাদ্রাসায় পড়াশোনা করে।

গুলশান থানা-পুলিশ আজ দুপুরে শারীরিক পরীক্ষার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যায়।

শিশুটির মা বলেন, তাঁদের পূর্বপরিচিত সজল পেশায় গাড়িচালক। পাশের বাসায় থাকেন। মাঝেমধ্যে তাঁদের বাসায় আসা-যাওয়া করতেন। গতকাল তিনি কাজে গেলে ভবনের চারতলার চিলেকোঠায় নিয়ে তাঁর শিশুমেয়েকে ধর্ষণ করেন সজীব। পরে তিনি সন্ধ্যায় বাসায় এসে বিষয়টি জানতে পেরে গুলশান থানায় গিয়ে মামলা করেন।

আরও পড়ুনধর্ষণের শিকার কিশোরীকে সালিসে ডেকে অপবাদ, আত্মহত্যা৩ ঘণ্টা আগে

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) নাঈম উদ্দিন সুজন বলেন, এ ঘটনায় সজলকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে দুপুরে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে ফরেনসিক পরীক্ষা করানো হয়েছে। পরে ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়েছে।

আরও পড়ুননিরাপত্তা শঙ্কায় আদালতে নেওয়া যায়নি আসামিদের, রিমান্ড শুনানিও হয়নি০৯ মার্চ ২০২৫আরও পড়ুনলালমাটিয়ায় দুই তরুণীকে লাঞ্ছিত করার অভিযোগে রিংকুকে হেফাজতে নিল পুলিশ৩ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পিএসসি জরুরি সভায় বসেছে, আসতে পারে কিছু সিদ্ধান্ত

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোসহ পিএসসি’র সংস্কারের দাবিতে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ও অবস্থানের পরিপ্রেক্ষিতে জরুরি সভায় বসেছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। পিএসসির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে এ সভা শুরু হয়। পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম সভায় সভাপতিত্ব করছেন।

পিএসসির একটি সূত্র জানিয়েছে, বেলা আড়াইটার দিকে সভা শুরু হয়। সভা থেকে চাকরিপ্রার্থীদের দাবি সংবলিত যেকোনো সিদ্ধান্ত আসতে পারে। চলমান নানা পরিস্থিতি নিয়ে সভায় আলোচনা হবে।

আরও পড়ুনযেসব নিরাপত্তাঝুঁকিতে আছে পিএসসি, কী বলছেন চেয়ারম্যান৫ ঘণ্টা আগে

এর আগে সকালে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোসহ পিএসসি’র সংস্কারের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন একদল চাকরিপ্রার্থী। বৃহস্পতিবার দুপুরের পরে তাঁরা সেখান থেকে পাবলিক সার্ভিস কমিশন-পিএসসির দিকে যেতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের প্রথমে বাধা দেন। পরে চাকরিপ্রার্থীদের জোর করে নির্বাচন কমিশন থেকে পিএসসির যাওয়ার পথ থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এ সময় চাকরিপ্রার্থীদের হাতে ছিল বিভিন্ন স্লোগানের প্ল্যাকার্ড। প্ল্যাকার্ডে ‘৮ মে করব দে’, ‘ড্রিম পিএসসি’ , ‘ফ্যাসিজম নট অ্যালাউড’সহ নানা স্লোগান লেখা ছিল।

সম্পর্কিত নিবন্ধ