মাঝরাতে পরিচালক স্বামীকে পুলিশে দিলেন অভিনেত্রী
Published: 10th, March 2025 GMT
নাটকের নির্মাতা আদিবাসী মিজান ভালোবেসে বিয়ে করেন অভিনেত্রী মানসী প্রকৃতি। তবে তাদের দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছিল, যা এবার প্রকাশ্যে এলো। রবিবার (গতকাল) স্বামী আদিবাসী মিজানকে ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের হাতে তুলে দেন মানসী প্রকৃতি।
সেই মুহূর্তে ফেসবুক লাইভে ছিলেন মানসী এসময় তিনি বলেন, ‘একজন মানুষ যদি মদখোর, জুয়াখোর হয়, তাহলে তার আর কী থাকে? মদ খেয়ে সে আমার নামে উল্টাপাল্টা ফেসবুকে লিখে যাচ্ছে। আমাকে নিয়ে সে যে সব কথা বলছে, তার প্রমাণ দিতে বলেছি, প্রয়োজনে লাইভে আসতে বলেছি। আমি আর মেনে নিতে পারছি না।’
লাইভে দেখা যায়, আদিবাসী মিজান চিৎকার করছেন। মানসী আরও অভিযোগ করেন, ‘মিজান বলছে, নিলয় ভাইয়ের (নিলয় আলমগীর) সঙ্গে কাজ করতে পারিনি বলে আমি তাকে মেরেছি! আমি তাকে কেন মারব? রোজার সময় সে রোজা না রেখে মদ খেয়ে যাচ্ছিল, বাজে সব কথা বলছিল।’
অভিনেত্রীর কথায়, ‘আমি বাধ্য হয়ে লাইভে এসেছি ওকে পুলিশে দিতে। প্রতিদিন সে বাইরে রাত কাটায়, নেশা করে, জুয়া খেলে। তাকে হাজারবার বলেও কোনো লাভ হয়নি। আমি ওর মা, বোনের কাছে সাহায্য চেয়েছি, তাকে বোঝানোর জন্য। কিন্তু কিছুই হয়নি, বরং সে আমার নামে আজেবাজে কথা বলছে। এখন আর সহ্য করা সম্ভব না।’
নাটকের পাশাপাশি সিনেমাতেও কাজ করছেন মানসী প্রকৃতি। তবে এই মুহূর্তে তিনি ব্যস্ত নাটক নিয়ে। সম্প্রতি তিনি ‘দুই বউ বয়রা’, ‘বেক্কল না সোজা’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। ‘বউ বেক্কল’ নাটকের সিক্যুয়েলও আসছে শিগগিরই।
এছাড়া, পরিচালক ফরিদুল হাসানের ‘হাউজ হাসবেন্ড’, গোলাম সোহরাব দোদুলের ‘মিলন হবে কত দিনে’, এবং আদিবাসী মিজানের ‘বেক্কলের মেলা’ ধারাবাহিক নাটকে কাজ করছেন তিনি। মানসী অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে রয়েছে ‘শেষ কথা’, ‘যন্ত্রণা’, ও ‘জল শ্যাওলা’।
.উৎস: Samakal
কীওয়ার্ড: অভ ন ত র
এছাড়াও পড়ুন:
আর্জেন্টিনার বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কাঁদছে মেসির হৃদয়
লিওনেল মেসির রোজারিওর বাড়ি থেকে বাহিয়া ব্লাঙ্কার দূরত্ব মোটামুটি কম নয়। বিমানে গেলে সোয়া পাঁচ ঘণ্টার মতো লাগে, গাড়িতে গেলে ১০ থেকে ১২ ঘণ্টা। তা মেসির বাড়ি থেকে এত দূরের কোনো জনপদের খবর হঠাৎ বলা কেন! সেখানে যে আকস্মিক বন্যায় মারা গেছে কমপক্ষে ১৬ জন মানুষ। আর বাহিয়া ব্লাঙ্কার বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সমবেদনা জানিয়ে আবেগপ্রবণ বার্তা দিয়েছেন।
আর্জেন্টিনায় মেসি যে থাকেন না, সেটা সবারই জানা। তাঁর নিজের বাড়ি রোজারিওতেই যাওয়া হয় কালেভদ্রে। তাতে কি, দেশের মানুষের জীবন যখন বিপন্ন, কাঁদছে তাঁর মন। তাই তো নিজের ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, ‘বাহিয়া ব্লাঙ্কায় কী হচ্ছে, আমরা নিবিড়ভাবে তার খোঁজখবর রাখছি।’
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসি