নারায়ণগঞ্জ শহরের চাষাড়া বালুর মাঠে ছুরিকাঘাতে নিহত ছাত্রদলকর্মী অপূর্বর দায়িত্ব নিয়ে তার দাফন সম্পন্ন করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ।

সোমবার (১০ মার্চ) বাদ আছর নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ছাত্রদল কর্মী অপূর্বর জানাজা অনুষ্ঠিত হয়। 

এতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.

সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, সাইফুল আলম সজিব, সদস্য সাইফুল ইসলাম আপন, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজিব, মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ শিবলীসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এদিকে সকাল থেকেই ভিক্টোরিয়া হাসপাতালে অবস্থান করেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে মহানগর যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ভীড় জমায় ছাত্রদল কর্মী অপূর্বর মৃত দেহের জন্য। 

দুপুরের পর পর ময়নাতদন্ত শেষে অপূর্বর মৃত দেহ লাশ বাহি এসি গাড়ি ব্যবস্থা করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বাদ আছর জানাজার ব্যবস্থা করেন। এরপরও অপূর্ব মৃতদেহ মাসদাইরের বাড়িতে নিয়ে যায়। বাদ মাগরিব সেখানে জানাজার শেষে মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে সমাহিত করা হয়। 

এর আগে গত রবিবার রাতে ঘটনা শুনা মাত্রই নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ হাসপাতালে ছুটে যান এবং নিহত ছাত্রদলকর্মী অপূর্বর দাফন কাফনসহ সম্পূর্ণ দায়িত্ব নেন।

উল্লেখ্য, গত রবিবার চাষাড়ার বালুর মাঠ এলাকায় এক বৃদ্ধের সাথে বাক-বিতন্ডায় জড়ায় ছিনতাইকারী সম্রাট। এসময় মিছিল শেষে যাওয়ার পথে বাক-বিতন্ডা করতে নিষেধ করে ছাত্রদল কর্মী অপূর্ব। নিষেধ করার কারণেই তার বুক বরাবর চাকু দিয়ে আঘাত করে সম্রাট।

এসময় সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তখন উত্তেজিত জনতা ছিনতাইকারীকে মারধর শুরু করে করে পুলিশে সোপর্দ করে।  ছাত্রদল কর্মী অপূর্ব (২০), মাসদাইর এলাকার খোকন মিয়ার ছেলে।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ছ ত র দল ন র য়ণগঞ জ সদস য স ব এনপ

এছাড়াও পড়ুন:

ওমরাহ হজ্ব পালনে সৌদি আরবে গেছেন অধ্যাপক মামুন মাহমুদ 

পবিত্র ওমরাহ হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। সঙ্গে তাঁর স্ত্রী বদরুন নাহার বাবলিও রয়েছেন।

শনিবার বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলার একটি বিমানে করে অধ্যাপক মামুন মাহমুদ ও তাঁর স্ত্রী বদরুন নাহার বাবলিও সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন। ওমরাহ শেষে ১৭ মার্চ তাঁরা দেশে ফিরবেন বলে জানিয়েছেন অধ্যাপক  মামুন মাহমুদ। 

এসময় তিনি আরও বলেন, আজকে আমি পবিত্র ওমরা হজ্ব পালনের জন্য পবিত্র নগরী মক্কায় যাচ্ছি। আমি দলীয় নেতাকর্মীসহ নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া চাচ্ছি। দোয়া করবেন যেন আমি পবিত্র ওমরা হজ্ব পালন শেষে সুখ সালামতে আপনাদের মাঝে ফিরে আসতে পারি। 

আমি পবিত্র ওমরা পালন কালে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য এবং নারায়ণগঞ্জবাসী ও বিএনপি ও নেতাকর্মীদের প্রতি দোয়া করবো।

দোয়া করবো দেশে গণতন্ত্র যেন পূর্ণ উদ্ধারসহ ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়। আপনারাও আমার জন্য দোয়া করবেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • শোক সমবেদনা জানাতে দাদা সেলিমের বাসায় মহানগরী জামায়াতে নেতৃবৃন্দ 
  • নারী ও শিশু ধর্ষনের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট’র প্রতিবাদী সমাবেশ ও মশাল মিছিল  
  • নারায়ণগঞ্জে এনসিডি ব্যবস্থাপনা ও ডিজিটালাইজেশন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • আড়াইহাজারে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল  
  • চব্বিশের আন্দোলনে দুইচোখ হারানো মাহাবুবকে দেখতে গেলেন মহানগরী জামায়াত নেতৃবৃন্দ
  • প্রকৃত নিয়মানুযায়ী যাকাত দিলে যাকাত দেওয়ার মানুষ পাওয়া যাবে না - মাইনুদ্দিন
  • হাসিনার মতোই পালিয়ে গেছে ওসমান পরিবার : রফিউর রাব্বি
  • রূপগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা
  • ওমরাহ হজ্ব পালনে সৌদি আরবে গেছেন অধ্যাপক মামুন মাহমুদ