বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার সহকারী আল-আমিন (১৮) নিহত হন। মৃত্যুর সাত মাস পর তার লাশ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার একটি কবর থেকে উত্তোলন করা হয়েছে। 

সোমবার (১০ মার্চ) দুপুরে শ্রীনগরের বালাসুর কাশেম নগর কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ, উত্তরা পশ্চিম থানা ও শ্রীনগর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।  

২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার উত্তরায় গুলিবিদ্ধ হন আল-আমিন। পরে তাকে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন ময়নাতদন্ত ছাড়াই গ্রামের বাড়ি শ্রীনগর উপজেলার কাশেমনগর কবরস্থানে তাকে দাফন করা হয়।

আরো পড়ুন:

নেত্রকোণার ধনু নদ থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

ট্যাপ থেকে বের হচ্ছিল রক্তযুক্ত পানি, ট্যাংকে পাওয়া গেল লাশ

নিহতের বাবা আইয়ুব খলিফা জানান, অভিনেত্রী তানজিন তিশার সহকারী হিসেবে কাজ করত তার ছেলে। সেই সুবাদে ঢাকায় বসবাস করত সে। জুলাই অভ্যুত্থানের তার ছেলে নিহত হয়। এ ঘটনায় ২০২৪ সালে বড় ভাই বাদল খলিফা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা করে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই শাহীন মাহমুদ বলেন, “ময়নাতদন্তের জন্য কবর থেকে সাত মাস পর তোলা হয়েছে নিহত আল আমিনের লাশ। লাশটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

ঢাকা/রিটন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ র নগর র সহক র

এছাড়াও পড়ুন:

সবচেয়ে বেশি আয় করা ১০ নারী ক্রীড়াবিদ কারা

মেয়েদের খেলায় দর্শক বাড়ছে, টিভি স্বত্বের দাম বাড়ছে, সেই সঙ্গে আগ্রহ বাড়ছে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলোরও। এই সবকিছুর যোগফলে আয় বাড়ছে নারী ক্রীড়াবিদদেরও। ২০২৪ সালে সবচেয়ে বেশি আয় করা ১৫ নারী খেলোয়াড়ের মোট আয় ২২ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা আগের বছরের চেয়ে ২৭ শতাংশ বেশি। ২০২৩ সালে অন্তত এক কোটি আয় করা নারী খেলোয়াড় ছিলেন ৬ জন, যা পরের বছর বেড়ে দাঁড়িয়েছে ১১-তে।

বেশি আয় করা নারী ক্রীড়াবিদদের বেশির ভাগই টেনিসের। ক্রীড়া-বাণিজ্যবিষয়ক মার্কিন ডিজিটাল প্ল্যাটফর্ম স্পোর্টিকোর তথ্য বলছে, গত বছর সবচেয়ে বেশি আয় করা শীর্ষ ৭ নারী ক্রীড়াবিদের ৫ জনই টেনিসের। বেশি আয় করা ক্রীড়াবিদদের মধ্যে যুক্তরাষ্ট্রের খেলোয়াড়ই বেশি।

২০২৪ সালে সবচেয়ে বেশি আয় করা নারী ক্রীড়াবিদদের তালিকা তৈরি করেছে স্পোর্টিকো। হিসাবে নেওয়া হয়েছে খেলোয়াড়দের বেতন, প্রাইজমানি, সব ধরনের বোনাস (সাইনিং, প্লে–অফ, অলিম্পিক ও অন্যান্য), এনডোর্সমেন্ট (বিজ্ঞাপন, বাণিজ্য দূত ও অন্যান্য)।

আরও পড়ুনদুই দশক পর এশিয়ান কাবাডিতে পদক১৭ ঘণ্টা আগেকোকো গফ

যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা ২০২৪ সালে আয় করেছেন ৩ কোটি ৪ লাখ মার্কিন ডলার। এর মধ্যে বেতন ও প্রাইজমানি থেকে ৯৪ লাখ, বাকি ২ কোটি এনডোর্সমেন্ট থেকে। ২০ বছর বয়সী গফের এই এনডোর্সমেন্টের বেশির ভাগ এসেছে বোস্টনভিত্তিক ব্র্যান্ড রেডিডের সঙ্গে চুক্তির মাধ্যমে। ১৪ বছর বয়সে নিউ ব্যালান্সের সঙ্গেও চুক্তি করেছিলেন গফ। এবার নিউ ব্যালান্স তাঁর নামে সিগনেচার সু বাজারে ছেড়েছে। ইউপিএস, হেড, বারিল্লা, বেকার টিলি, বোস ও রোলেক্সের সঙ্গেও স্পনসর চুক্তি আছে গফের।

ফ্রিস্টাইল স্কিয়ার এইলিন গু

সম্পর্কিত নিবন্ধ

  • শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিল সমতা লেদার
  • সমতা লেদার ও ইউসিবি পারপেচুয়াল বন্ডের ক্যাটাগরি উন্নিত
  • কিশোরদের আজান শেখালেন তিনি
  • আরো ২ মামলায় ইনু গ্রেপ্তার  
  • পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • আন্তর্জাতিক এই স্বীকৃতি পেতে পারেন আপনিও
  • বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামি ফারুক গ্রেপ্তার
  • বড় ভাইদের কারণে সিলিকন ভ্যালিতে নারীর প্রতি বৈষম্য বাড়ছে না তো
  • সবচেয়ে বেশি আয় করা ১০ নারী ক্রীড়াবিদ কারা