এবার মিরপুরে ব্যাটিং বিপর্যয়, বিকেএসপিতে লিটন-রাব্বিদের হার
Published: 10th, March 2025 GMT
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ডিপিএলের ম্যাচে একদিনের ব্যবধানে উইকেটের দুই রূপ দেখা গেল। রোববার মিরপুরে প্রাইম ব্যাংক ডিপিএলের রেকর্ড ৪২২ রান করে বড় ব্যবধানে জিতেছিল। সোমবার হোম অব ক্রিকেটে ৬৯ রানে অলআউট হয়ে ১০ উইকেটে হেরেছে শাইনপুকুর।
বিকেএসপির ৪ নম্বর মাঠে ইয়াসির রাব্বি-নুরুল হাসানদের ধানমন্ডি ক্রিকেট ক্লাবকে ১৭৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিকেএসপির ৩ নম্বর মাঠে লিটন দাস-জুনিয়র তামিমদের গুলশান ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।
সোমবার মিরপুরে শাইনপুকুর শুরুতে ব্যাট করে রেজাউর রহমান রাজা ও তানভির ইসলামের বোলিংয়ে ২৫.
গাজী গ্রুপ শুরুতে ব্যাট করে ৭ উইকেটে ২৯৮ রান করে। ওপেনার সাদিকুর ৩০ রান করেন। তার সঙ্গী এনামুল হক বিজয় ৬৯ ও তিনে নামা শামসুর রহমান ৬০ রান করেন। পরে আমিনুল বিপ্লব ৪৪ ও তোফায়েল ৩৩ রানের ইনিংস খেলেন। ধানমন্ডি ৩৪.২ ওভারে ১২৩ রানে অলআউট হয়। রাব্বি ১৮ ও সোহান ৩৩ রান করেন।
মোহামেডানকে হারিয়ে চমক দেওয়া ও তরুণদের নিয়ে গড়া গুলশান ক্লাব এদিন অগ্রহী ব্যাংকের বিপক্ষে ২২২ রানে অলআউট হয়। অগ্রণী ব্যাংক এক ওভার থাকতে জয় তুলে নেয়। গুলশানের হয়ে ৬০ রান করেন লিটন দাস। অগ্রণী ব্যাংক ইমরানুজ্জামানের ৭৫ রানের পর অমিত হাসানের ৬৩ এবং মার্শাল আইয়ূবের ৪০ ও তাইবুর রহমানের ৩৫ রানে জয় পেয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ড প এল র ন কর ন ব যবধ ন উইক ট
এছাড়াও পড়ুন:
নিগারের জ্যোতিতে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ‘এ’ দলকে ১৬৭ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪৯.৪ ওভারে ২৭৬ রানে অলআউট হয় নিগার সুলতানার দল। তাড়া করতে নেমে ৩৯.১ ওভারে মাত্র ১০৯ রানেই অলআউট হন পাকিস্তানের মেয়েরা। বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচে টানা দ্বিতীয় জয় পেলেন মেয়েরা। গত রোববার স্কটল্যান্ডের মেয়েদের ৫ উইকেটে হারায় বাংলাদেশ
আরও পড়ুনজিম্বাবুয়ে সিরিজে নেই তাসকিন, নতুন মুখ তানজিম৩ ঘণ্টা আগেমারুফা–রাবেয়াদের বোলিংয়ের সামনে পাকিস্তানের কোনো ব্যাটসম্যান ৪০ রানও করতে পারেননি। সর্বোচ্চ ৩২ এসেছে দুয়া মাজিদের ব্যাট থেকে। আটে নেমে ২৬ রান করেন উম–ই–হানি। অন্যদের রানসংখ্যা যেন মুঠোফোনের নম্বর! প্রস্তুতি ম্যাচ বলেই সম্ভবত মোট ৯ জন বোলার ব্যবহার করেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার। মারুফা, ফাহিমা ও রাবেয়া ২টি করে উইকেট নেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা তেমন ভালো হয়নি। ইনিংসের নবম (৮.৩) ওভারের মধ্যে দলীয় ৪৪ রানে ফিরে যান ওপেনার ইশমা তানজিম (১৯) ও তিনে নামা শারমীন আক্তার (১০)। ফারজানা ও নিগার মিলে ৩০ ওভার পর্যন্ত টেনে নেন বাংলাদেশের ইনিংসকে। দলীয় ১৫৩ রানে রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিংরুমে ফেরেন ফারজানা। ৮৫ বলে ৫০ করেন এই ওপেনার।
রান পেয়েছেন অধিনায়ক নিগার