রেলওয়ের নতুন সূচি অনুযায়ী আজ সোমবার (১০ মার্চ) থেকে সিলেট-ঢাকা-সিলেট রুটে আন্তঃনগর কালনী এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রাবিরতি শুরু করেছে।

সকাল সাড়ে ১১টায় ট্রেনটি ঢাকা যাওয়ার পথে, সন্ধ্যা পৌনে ৬টায় সিলেট যাওয়ার সময় ট্রেনের চালক, পরিচালক ও ব্রাহ্মণবাড়িয়ায় নামা যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ট্রেনটি যাত্রাবিরতি দিলেও ব্রাহ্মণবাড়িয়ার জন্য কোনো টিকিট বরাদ্দ রাখা হয়নি।

ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রাবিরতি করতো না। নতুন সূচি অনুযায়ী এখন থেকে যাত্রাবিরতি করবে।

আরো পড়ুন:

ট্রেনের ইঞ্জিনে আগুন 
এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল সচল

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নিহত নারীর পরিচয় মিলেছে 

সিলেট যাওয়ার পথে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রাবিরতিকালে জেলা নাগরিক ফোরামের নেতারা ফুল নিয়ে বিকেল ৪টা থেকে অপেক্ষা করতে থাকেন। ট্রেনটি এলে তারা দুই দলে ভাগ হয়ে চালক ও পরিচালককে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় ট্রেন থেকে নামা সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচিসহ অন্যান্য যাত্রীদেরও বরণ করে নেওয়া হয়। 

উপস্থিত লোকজন করতালির মাধ্যমে ট্রেনটিকে স্বাগত জানান ও বিদায় দেন। যাত্রীরা এই যাত্রাবিরতিতে তাদের উচ্ছাসের কথা প্রকাশ করেন। এ সময় নাগরিক ফোরামের সভাপতি পিযূষ কান্তি আচার্য্য, সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, কমরেড নজরুল ইসলাম, খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, তরীর আহ্বায়ক শামীম আহমেদ, আবৃত্তি শিল্পী ও সাংবাদিক মো.

হাবিবুর রহমান পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/রুবেল/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব র হ মণব ড় য় য়

এছাড়াও পড়ুন:

‘গোল চুরি’ করে ক্ষমা চাইলেন রাফিনিয়া 

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানে জিতেছে বার্সেলোনা। বড় জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে ফেলেছে কাতালানরা। দলের একহালিতে স্ট্রাইকার রবার্ট লেভানডভিস্কি জোড়া গোল করেছেন। রাফিনিয়া ও লামিনে ইয়ামাল করেছেন একটি করে গোল। 

দলের হয়ে রাফিনিয়া ম্যাচের ২৫ মিনিটে প্রথম গোলটি করেন। তবে গোলটি হতে পারত কাতালান ডিফেন্ডার পাও কুবার্সির। তিনি বার্সার নেওয়া ফ্রি কিক থেকে গোলের মুখে বল পেয়ে পা বাড়িয়ে শট নেন। তা গোল হয়ে যাচ্ছিল। শেষ মুহূর্তে পা বাড়িয়ে বল জালে ঢুকিয়ে দেন রাফিনিয়া। 

সতীর্থ কুবার্সির ওই গোল ‘চুরি’ করায় ক্ষমা প্রার্থনা করেছেন চলতি মৌসুমে বার্সার হয়ে দুর্দান্ত ছন্দে থাকা ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। গোল হবে কিনা দ্বিধা ছিল বলেও জানিয়েছেন তিনি, ‘গোলটা নিয়ে আমি দ্বিধায় ছিলাম। অফ সাইড হয়ে যাওয়ার ভয়ে ছিলাম। শেষ পর্যন্ত তা হয়নি। আমি কুবার্সির কাছে ক্ষমা চেয়েছি। সে বলেছে- আমি কিছু মনে করিনি। এটাকে গোলে সহায়তাই মনে করেছি।’ 

চলতি মৌসুমে রাফিনিয়া চ্যাম্পিয়ন্স লিগে ১২ গোল করেছেন। যা মৌসুমে এখন পর্যন্ত সর্বাধিক। গোল ও গোলে সহায়তা মিলিয়ে সংখ্যাটা ১৯। এক মৌসুমে ইউরোপের লড়াইয়ে মেসির সমান গোল ও গোলে অবদান রেখেছেন তিনি। সতীর্থদের সঙ্গে ভালো বোঝাপড়ার কারণে এমনটা সম্ভব হচ্ছে বলে জানান এই বাঁ-পায়ের ফুটবলার, ‘শীর্ষ পর্যায়ের ফুটবলারদের সঙ্গে খেলা উপভোগ করি। আমরা দলের একে অপরকে খুব ভালো বুঝি। আশা করছি, এভাবে এগিয়ে যেতে পারবো।’ 

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত হলে ইন্টার মিলান নয়তো বায়ার্ন মিউনিখের মুখোমুখি হতে হবে বার্সার। পূর্বে বায়ার্নে ভীতে দেখা গেছে কাতালানদের। যদিও ফ্লিক এখন শেষ চার নিয়ে ভাবতে রাজি নন, ‘আমরা এখনো জিতিনি। আপনি ফুটবলে কী ঘটবে তা বলতে পারবেন না। পাগলাটে সব ঘটনা ঘটে এখানে। আমরা যেভাবে আজ খেলেছি, এভাবে পরের ম্যাচেও খেলতে হবে।’ বার্সা ও ডর্টমুন্ড দ্বিতীয় লেগে ১৬ এপ্রিল রাতে মুখোমুখি হবে।  

সম্পর্কিত নিবন্ধ