মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে ৮ বছরের এক শিশু। এই ঘটনায় বিস্মিত গোটা দেশ। জড়িতদের উপযুক্ত বিচার চেয়ে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ, প্রতিবাদ। অপরাধীদের শাস্তি চেয়ে সোমবার (১০ মার্চ) বিকেলে এফডিসি’তে মানববন্ধন করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা।

শিল্পী সমিতির উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে সকল ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন শিল্পীরা।

সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, ‘আমরা সবাই অবগত যে কী হয়েছে? কী ঘটেছে? এবং আমরা সবাই এই ব্যাপারে সোচ্চার যে আমরা কী করতে চাই, কী বলতে চাই। ওই চাওয়া-পাওয়ার মাঝখান থেকে আজ আবেগের বহিঃপ্রকাশ। আমরা কী চাই? আমরা চাই শিশু ধর্ষণসহ সকল ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক; যাতে অন্যরা এই ধরনের অপরাধ করার আগে একবার না, দশবার ভাবে। একইসঙ্গে, প্রমাণ সংগ্রহ ও তদন্ত প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে হবে, যাতে অপরাধীরা কোনোভাবেই রেহাই না পায়।’

শিশু ধর্ষণের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের কাছে আহ্বান জানাই, অনুরোধ জানাই শিশু ধর্ষণের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করুন।’

বিএফডিসি’তে অনুষ্ঠিত ধর্ষণবিরোধী প্রতিবাদ সমাবেশে মিশা সওদাগর ছাড়াও উপস্থিত ছিলেন রোজিনা, ডিএ তায়েব, শিপন মিত্র, রুমানা ইসলাম মুক্তি, সনি রহমান প্রমুখ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অপর ধ

এছাড়াও পড়ুন:

রাজশাহীতে ৩ মোটরসাইকেল চালক নিহত

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার (১০ মার্চ) রাজশাহীর বেলপুকুর, কাটাখালী ও মতিহার থানা এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে।  একজনের পরিচয় জানা যায়নি।

নিহত দুইজন হলেন- রাজশাহীর বেলপুকুর চেকপোস্ট এলাকার আবদুল খালেকের ছেলে মো. আলিফ (১৮) এবং নগরের মৌলভী বুধপাড়া মহল্লার মো. সাকলাইনের ছেলে মো. সাদিক (১৭)। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

আরো পড়ুন:

দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

রাজশাহীর বেলপুকুর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সোমবার সন্ধ্যার আগে আলিফ মোটরসাইকেল নিয়ে ইফতার কিনতে যাচ্ছিলেন। ধাদাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। তখন চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন।

কাটাখালী থানার ওসি আবদুল মতিন জানান, দুপুরে কাটাখালী-হরিয়ান সড়কে মাসকাটাদীঘি কলেজপাড়া এলাকায় অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে মোটরসাইকেল চালক সাদিকের চোয়াল ভেঙে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোন গাড়ির সঙ্গে দুর্ঘটনা তা নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের কোনো অভিযোগ নেই।

এদিকে মতিহার থানার ওসি আবদুল মালেক জানান, আজ সন্ধ্যার পর রাজশাহী-ঢাকা মহাসড়কের বিহাস এলাকায় ড্রাম ট্রাকের চাপায় নাম না জানা এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ফেরার পর বিস্তারিত বলা যাবে বলেও জানান তিনি।

ঢাকা/কেয়া/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ