আহমেদ শায়ান এফ রহমানের যুক্তরাজ্যে থাকা ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। শায়ান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে। একই আদালত সালমান এফ রহমানের ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের যুক্তরাজ্যে থাকা দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করারও আদেশ দিয়েছেন।

এ ছাড়া শায়ান এফ রহমান ও আহমেদ শাহরিয়ার রহমানের নামে যুক্তরাজ্যে থাকা একটি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো.

জাকির হোসেন আজ সোমবার এ আদেশ দেন।

একই আদালত সালমান এফ রহমান, তাঁর স্ত্রী সৈয়দ রুবাবা রহমান, ছেলে আহমেদ শায়ান এফ রহমান, ভাই আহমেদ সোহাইল ফসিহুর রহমান, ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন।

দুদকের পক্ষ থেকে আজ আদালতকে লিখিতভাবে জানানো হয়, সালমান এফ রহমান ও তাঁর পরিবারের সদস্যদের বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি সালমান এফ রহমান ও তাঁর পরিবারের সদস্য ও সহযোগীদের নামে থাকা ৩৭২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।

আরও পড়ুনসালমান এফ রহমান, তাঁর স্ত্রী, ছেলে আর ভাইয়ের ১৬ ব্যাংক হিসাবে যত টাকার লেনদেন২৪ ফেব্রুয়ারি ২০২৫

আদালতের আদেশে গত ১৩ জানুয়ারি সালমান এফ রহমান, তাঁর পরিবারের সদস্য ও সহযোগীদের নামে থাকা ২৫০ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ক্রোক করা এসব সম্পদের বেশির ভাগই রয়েছে ঢাকার দোহারে।

আরও পড়ুনসালমান পরিবারের ২৫০ কোটি টাকার সম্পদ ক্রোক২৩ জানুয়ারি ২০২৫আরও পড়ুনসালমান এফ রহমান ও তাঁর পরিবারের সদস্যদের ৩৭২ ব্যাংক হিসাব অবরুদ্ধ২৪ ফেব্রুয়ারি ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র পর ব র র সদস য ন এফ রহম ন র ন এফ রহম ন ও র রহম ন অবর দ ধ আহম দ শ

এছাড়াও পড়ুন:

দুই যুগ পর আ. লীগের দুর্গে বিএনপির সমাবেশ

আওয়ামী লীগের দুর্গ হিসেবে খ্যাত কুড়িগ্রামের চিলমারীতে দুই যুগ পর বিএনপির কর্মী সমাবেশ হয়েছে। সোমবার জেলা বিএনপির উদ্যোগে চিলমারী মহিলা ডিগ্রি কলেজ মাঠে এ আয়োজন করা হয়। 

সমাবেশ ঘিরে বিএনপি এবং এর সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে সমবেত হন তারা।

রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। উপস্থিত ছিলেন সদস্য সচিব আলহাজ সোহেল হোসেন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার জন্য কাজ করতে হবে। বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধভাবে ভোটারদের মন জয় করতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে যারা নির্যাতিত ও নিপীড়িত, তারাই যেন চিলমারী উপজেলা শাখার আহ্বায়ক কমিটিতে স্থান পান। সমাবেশে সেই আবেদন জানান অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সম্পর্কিত নিবন্ধ