ঢাবিকে ‘জুলাই বিপ্লবের রক্তাক্ত দলিল’ গ্রন্থ উপহার
Published: 10th, March 2025 GMT
ছাত্র-জনতার আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সম্পাদিত ‘জুলাই বিপ্লবের রক্তাক্ত দলিল’ নামক গ্রন্থ ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) উপহার দেওয়া হয়েছে।
গ্রন্থটিতে দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, ছবি, বিশ্লেষণ, মন্তব্য, সম্পাদকীয়, উপ-সম্পাদকীয় এবং বিভিন্ন সংস্থার রিপোর্ট রয়েছে।
সোমবার (১০ মার্চ) উপাচার্য কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.
আরো পড়ুন:
ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন গঠনের আহ্বান বিশিষ্টজনদের
ধর্ষণের বিরুদ্ধে ক্যাম্পাসে ক্যাম্পাসে প্রতিবাদী কণ্ঠ
এ সময় উপস্থিত ছিলেন, ঢাবির সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ও গ্রন্থের ভূমিকা রচয়িতা অধ্যাপক তাহমিনা আখতার, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ, ভারপ্রাপ্ত প্রেস ম্যানেজার ও গ্রন্থের সম্পাদক এসএম বিপাশ আনোয়ার এবং গ্রন্থের প্রকাশক নার্গিস সুলতানা।
‘জুলাই বিপ্লবের রক্তাক্ত দলিল’ গ্রন্থ মূলত একটি পেপার ডকুমেন্টারি। বিশিষ্ট সাংবাদিক ও মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল গ্রন্থটি সম্পাদনায় সার্বিক তত্ত্বাবধান করেন। গ্রন্থের গবেষণা সম্পাদক আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।
পাঁচ খণ্ডের এ গ্রন্থের ১১টি অধ্যায়ে ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত ১৩ শতাধিক ঘটনা, সংবাদ ও গুরুত্বপূর্ণ তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রামাণ্য গ্রন্থ হিসেবে সংকলনটি এই অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে বলে আশা করা যাচ্ছে। প্রকাশনা সংস্থা টিএ্যান্ডটি পাবলিশার্স এ্যান্ড প্রিন্টিং গ্রন্থটি প্রকাশ করেছে।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গ্রন্থটি সম্পাদনার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
ঢাকা/সৌরভ/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি পুনর্গঠন
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার মজলিসে শূরার বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) মহানগর মজলিস কার্যালয়ে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
বার্ষিক অধিবেশনে মাওলানা আহমদ আলী জেলা সভাপতি ও মিজানুর রহমান সাধারণ সম্পাদক এবং হাফেজ কবির হোসাইন মহানগর সভাপতি ও ইলিয়াস আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ।
সংগঠনের জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন- সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম।
শূরা সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫ - ২৬ সেশনের জন্য জেলা সভাপতি হিসেবে হাফেজ মাওলানা আহমদ আলী ও সাধারণ সম্পাদক হিসেবে মিজানুর রহমান এবং মহানগর সভাপতি হিসেবে হাফেজ কবির হোসাইন ও সাধারণ সম্পাদক হিসেবে ইলিয়াস আহমদ নির্বাচিত হন।
শূরা সদস্যদের সাথে পরামর্শ করে ২৩ সদস্য মহানগর কমিটি এবং ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এসময় নেতৃবৃন্দের মাঝে আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় উপদেষ্টা মুক্তিযোদ্ধা বজলুল হক, ঢাকা পূর্ব জোনের সহকারী পরিচালক অধ্যাপক শাহ আলম, ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি প্রভাষক মাইদুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, প্রমুখ।