রাজশাহীর মোহনপুর উপজেলায় জমিতে সেচ দিতে গিয়ে আলতাফ শাহ (৫২) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন। তাঁর জমিতে মগজসদৃশ একখণ্ড মাংস এবং কিছুটা দূরে রাস্তায় ফোঁটা ফোঁটা রক্তের দাগ দেখা যাচ্ছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আলতাফকে খুন করে লাশ গুম করে দেওয়া হয়েছে বলে পরিবারের সদস্যরা ধারণা করছেন। তাঁরা মাঠে আহাজারি করছেন।

আলতাফ শাহের বাড়ি মোহনপুর উপজেলার ধুরইল মণ্ডলপাড়া গ্রামে। পার্শ্ববর্তী সরকার পুকুর মাঠে তিনি নিজের জমি চাষ করেন। গতকাল রোববার রাত ৯টার দিকে তিনি জমিতে সেচ দিতে যান। আলতাফের জমির পাশেই তাঁর চাচাতো ভাই শরিফুল ইসলামেরও জমি। ওই রাতে তিনিও জমিতে সেচ দিতে গিয়েছিলেন। শরিফুলের বাড়িটি তালাবদ্ধ দেখা যাচ্ছে। বাড়িতে কেউ নেই।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘রাতে দুই চাচাতো ভাই একসঙ্গেই জমিতে সেচ দিতে এসেছিলেন। তারপর দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক ব্যক্তি এসে দুজনকে থামিয়েও দেন। তারপর দুই চাচাতো ভাইকে রেখে তিনি চলে গেছেন। পরে কী হয়েছে বলা যাচ্ছে না।’

ওসি জানান, রাতে আলতাফ শাহ বাড়ি না ফিরলে সকালে পরিবারের লোকজন জমিতে আসেন। তাঁরা জমির একটি জায়গায় মগজের মতো একটি মাংস দেখতে পান। এ ছাড়া পাশে পুকুরের পাড় দিয়ে যাওয়া একটি রাস্তায় ফোঁটা ফোঁটা রক্তের দাগ খুঁজে পান তাঁরা। এলাকায় বিষয়টি জানাজানি হলে অনেক মানুষ মাঠে ভিড় করতে থাকেন। খবর পেয়ে পুলিশও যায়।

ওসি আতাউর রহমান বলেন, ‘জমিতে পাওয়া মাংসখণ্ডটা আমার কাছেও মগজের মতোই লাগছে। কিন্তু পরীক্ষা ছাড়া নিশ্চিত করে বলা যাবে না। আমরা এটা পরীক্ষার জন্য পাঠাব।’

তিনি বলেন, ‘আলতাফের পরিণতি কী হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। আমরা তাঁকে খুঁজছি। তাঁর চাচাতো ভাই শরিফুলকেও খোঁজা হচ্ছে। দেখা যাক কী হয়।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম হনপ র আলত ফ

এছাড়াও পড়ুন:

দুই যুগ পর আ. লীগের দুর্গে বিএনপির সমাবেশ

আওয়ামী লীগের দুর্গ হিসেবে খ্যাত কুড়িগ্রামের চিলমারীতে দুই যুগ পর বিএনপির কর্মী সমাবেশ হয়েছে। সোমবার জেলা বিএনপির উদ্যোগে চিলমারী মহিলা ডিগ্রি কলেজ মাঠে এ আয়োজন করা হয়। 

সমাবেশ ঘিরে বিএনপি এবং এর সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে সমবেত হন তারা।

রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। উপস্থিত ছিলেন সদস্য সচিব আলহাজ সোহেল হোসেন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার জন্য কাজ করতে হবে। বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধভাবে ভোটারদের মন জয় করতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে যারা নির্যাতিত ও নিপীড়িত, তারাই যেন চিলমারী উপজেলা শাখার আহ্বায়ক কমিটিতে স্থান পান। সমাবেশে সেই আবেদন জানান অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সম্পর্কিত নিবন্ধ