কালিয়াকৈরে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
Published: 10th, March 2025 GMT
ছবি: প্রথম আলো
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজশাহীতে ৩ মোটরসাইকেল চালক নিহত
রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
সোমবার (১০ মার্চ) রাজশাহীর বেলপুকুর, কাটাখালী ও মতিহার থানা এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। একজনের পরিচয় জানা যায়নি।
নিহত দুইজন হলেন- রাজশাহীর বেলপুকুর চেকপোস্ট এলাকার আবদুল খালেকের ছেলে মো. আলিফ (১৮) এবং নগরের মৌলভী বুধপাড়া মহল্লার মো. সাকলাইনের ছেলে মো. সাদিক (১৭)। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
আরো পড়ুন:
দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত
ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
রাজশাহীর বেলপুকুর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সোমবার সন্ধ্যার আগে আলিফ মোটরসাইকেল নিয়ে ইফতার কিনতে যাচ্ছিলেন। ধাদাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। তখন চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন।
কাটাখালী থানার ওসি আবদুল মতিন জানান, দুপুরে কাটাখালী-হরিয়ান সড়কে মাসকাটাদীঘি কলেজপাড়া এলাকায় অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে মোটরসাইকেল চালক সাদিকের চোয়াল ভেঙে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোন গাড়ির সঙ্গে দুর্ঘটনা তা নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের কোনো অভিযোগ নেই।
এদিকে মতিহার থানার ওসি আবদুল মালেক জানান, আজ সন্ধ্যার পর রাজশাহী-ঢাকা মহাসড়কের বিহাস এলাকায় ড্রাম ট্রাকের চাপায় নাম না জানা এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ফেরার পর বিস্তারিত বলা যাবে বলেও জানান তিনি।
ঢাকা/কেয়া/মাসুদ