বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার রিয়াদের
Published: 10th, March 2025 GMT
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবি’কে তিনি অনুরোধ করেছেন, কোন ফরম্যাটে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রাখার জন্য। বিসিবি সূত্রে বিষয়টি জানা গেছে।
এর আগে বিসিবি ২২ জনের নাম প্রস্তাব করে কেন্দ্রীয় চুক্তির খসড়া তালিকা প্রণয়ন করেছিল বলে জানা যায়। বিসিবির সর্বশেষ সভায় ওই কেন্দ্রীয় চুক্তি পাশ হওয়ার কথা ছিল। সেখানে নাম ছিল ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহর। কিন্তু তিনি নাম প্রত্যাহার করে নেওয়ায় তাকে ছাড়াই এখন কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করবে বিসিবি।
যার অর্থ বিসিবির সঙ্গে মাহমুদউল্লাহ কেন্দ্রীয় চুক্তির শর্ত গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। মার্চ থেকে কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটার থাকবেন না তিনি।
কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদউল্লাহর মতো নাম ছিল মুশফিকুর রহিমেরও। তিনি টেস্ট ও ওয়ানডে খেলবেন এটা ধরেই নাম প্রস্তাব করা হয়েছিল। তবে মুশফিক আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসর নেওয়ায় শুধুমাত্র টেস্ট ক্রিকেটার হিসেবে কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন তিনি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
অধ্যক্ষকে লাঞ্ছিতের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধর, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
ছবি: সংগৃহীত