আরেকজন বিশেষ সহকারী নিয়োগ, দায়িত্ব অর্থ মন্ত্রণালয়ে
Published: 10th, March 2025 GMT
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আরও একজন বিশেষ সহকারী নিয়োগ দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ সোমবার ড. আনিসুজ্জামান চৌধুরীকে বিশেষ সহকারী করা হয়েছে। তাঁকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি অর্থ উপদেষ্টাকে সহায়তা করবেন।
আজ সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালে আনিসুজ্জামান চৌধুরী প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এ সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গত প্রায় সাত মাসে কয়েক দফায় উপদেষ্টা পরিষদে রদবদল ও নতুন নিয়োগ হয়েছে। প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারে এখন উপদেষ্টা ২৩ জন। তাঁদের মধ্যে অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) গত বুধবার উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এত দিন শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ এখন কেবল পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।
অন্তর্বর্তী সরকারে এখন উপদেষ্টার পদমর্যাদায় একজন বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক), একজন বিশেষ দূত (আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত) এবং একজন হাই রিপ্রেজেন্টেটিভ (রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত) রয়েছেন। এ ছাড়া প্রতিমন্ত্রীর মর্যাদায় পাঁচজন বিশেষ সহকারী ছিলেন। সর্বশেষ গত বুধবার শেখ মইনউদ্দিনকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং ফয়েজ আহমদ তৈয়্যবকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে বিশেষ সহকারী করা হয়েছে। অবশ্য এই পাঁচজনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক এম আমিনুল ইসলাম আজ পদত্যাগ করেছেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব শ ষ সহক র র পদমর য দ সরক র
এছাড়াও পড়ুন:
মহানবীর (সা.) সময়ে স্বাবলম্বী নারীদের পেশা
ইসলামের সোনালি যুগ থেকেই নারীরা আর্থসামাজিক উন্নয়নের অংশীদার হয়েছেন। বিচিত্র পেশায় অংশ নিয়ে সমাজে অবদান রেখেছেন। রাসুল (সা.)-এর যুগ থেকে হাজার বছরের মুসলিম শাসনের ইতিহাসে নারীরা জ্ঞানচর্চা, সমাজসেবা ও অর্থনীতিতে সুযোগ-সুবিধা ও নিরাপত্তা লাভ করেছেন। মহানবী (সা.)-এর যুগে অনেক স্বাবলম্বী নারী ছিল এবং তারা বিচিত্র পেশা গ্রহণ করেছেন।
ব্যবসা-বাণিজ্য
বহু নারী সে সময়ে ব্যবসা-বাণিজ্য করতেন। নারী সাহাবি কায়লা (রা.) থেকে বর্ণিত, ‘নবীজির (সা.) কোনো এক ওমরাহ আদায়কালে মারওয়া পাহাড়ের পাদদেশে আমি তাঁর কাছে উপস্থিত হয়ে বললাম, আল্লাহর রাসুল(সা.), আমি একজন নারী। আমি বেচাকেনা করি। কিছু কিনতে চাইলে আমার কাঙ্ক্ষিত মূল্যের চেয়ে দাম কম বলি। এরপর দাম বাড়াতে বাড়াতে কাঙ্ক্ষিত মূল্যে গিয়ে পৌঁছাই। আবার কিছু বিক্রি করতে চাইলে কাঙ্ক্ষিত মূল্যের চেয়ে দাম চাই বেশি। পরে দাম কমাতে কমাতে কাঙ্ক্ষিত মূল্যে নেমে আসি।’ রাসুল (সা.) বলেন, কায়লা, এমন কোরো না। তুমি কিছু কিনতে চাইলে তোমার কাঙ্ক্ষিত মূল্যই বলো, হয় তোমাকে দেওয়া হবে, নয় দেওয়া হবে না।’ (ইবনে মাজাহ, হাদিস: ২,২০৪)
আরও পড়ুনউম্মে সালামা (রা.): ইসলামের প্রথম যুগের মহীয়সী নারী০৭ এপ্রিল ২০২৫চিকিৎসা
অনেক নারীরা চিকিৎসক হিসেবে দক্ষতা অর্জন করেন। কেউ কেউ শল্যবিদ্যায় পারদর্শী ছিলেন। তাঁদের একজন ছিলেন রুফাইদা আসলামিয়া (রা.)। তাকে ইসলামের প্রথম সেবিকাও বলা হয়। মসজিদে নববির সামনে তিনি একটি তাঁবু স্থাপন করেছিলেন। সেখানে যুদ্ধে আহতদের চিকিৎসার জন্য নিয়ে আসা হতো। আয়েশা (রা.) নিজেও চিকিৎসাবিজ্ঞানে দক্ষতা অর্জন করেন। উরওয়া (রহ.) বলেন, ‘চিকিৎসাবিদ্যায় আয়েশা (রা.) চেয়ে দক্ষ আর দেখিনি। তাঁকে জিজ্ঞেস করলাম, ‘খালা, আপনি এই জ্ঞান কোথা থেকে অর্জন করলেন?’ তিনি বলেন, ‘আমি মানুষকে রোগীর চিকিৎসা করতে দেখেছি এবং তা মনে রেখেছি।’ (সিয়ারু আলামিন নুবালা: ২/১৮২)
কৃষিকাজ
নারীদের অনেকে কৃষিকাজে সহযোগিতা করতেন। আসমা বিনতে আবু বকর (রা.) থেকে দীর্ঘ এক হাদিসে এসেছে, ‘যখন জোবায়ের আমাকে বিয়ে করেন, তখন তাঁর কোনো ধন-সম্পদ ছিল না। এমনকি কোনো স্থাবর জমিজমা, দাস-দাসীও ছিল না; শুধু কুয়া থেকে পানি উত্তোলনকারী একটি উট ও একটি ঘোড়া ছিল। আমি তাঁর উট ও ঘোড়া চরাতাম, পানি পান করাতাম এবং পানি উত্তোলনকারী মশক ছিঁড়ে গেলে সেলাই করতাম, আটা পিষতাম, কিন্তু ভালো রুটি তৈরি করতে পারতাম না। রাসুল (সা.) জোবায়েরকে একখণ্ড জমি দিলেন। আমি সেখান থেকে মাথায় করে খেজুরের আঁটির বোঝা বহন করে আনতাম। ওই জমির দূরত্ব ছিল প্রায় দুই মাইল।’ (বুখারি, হাদিস: ৫,২২৪)
হস্তশিল্প
তখন নারীরা হস্তশিল্পের কাজ করেও অর্থ উপার্জন করতেন। রাসুল (সা.) একবার বললেন, ‘তোমাদের মধ্যে সর্বপ্রথম সে আমার সাক্ষাৎ পাবে, যার হাত সর্বাধিক লম্বা।’ সুতরাং তারা নিজ নিজ হাত মেপে দেখতে লাগলেন কার হাত বেশি লম্বা। আয়েশা (রা.) বলেন, ‘অবশেষে আমাদের মধ্যে জয়নবের হাতই সবচেয়ে লম্বা স্থির হলো। কেননা, তিনি হাতের কাজ করতেন এবং দান-খয়রাত করতেন।’ (মুসলিম, হাদিস: ৬,০৯৪)
আবদুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী রায়িতা (রা.) ছিলেন হস্তশিল্পে দক্ষ। তিনি বিভিন্ন পণ্য তৈরি করে তা বিক্রি করতেন এবং উপার্জিত অর্থ দান করে দিতেন। (মুসনাদে আহমাদ, হাদিস: ১৬,০৩০)
আরও পড়ুনযেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ এল১২ ফেব্রুয়ারি ২০২৫