Risingbd:
2025-04-16@03:03:59 GMT

বউয়ের বিয়ে!

Published: 10th, March 2025 GMT

বউয়ের বিয়ে!

নাট্যনির্মাতা রুবেল হাসান নির্মাণ করেছেন একক নাটক ‘বউয়ের বিয়ে’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তটিনী।

সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির গল্প লিখেছেন কামরুন্নাহার দীপা। চিত্রনাট্য তৈরি করেছেন মেজবাহ উদ্দীন সুমন।

‘বউয়ের বিয়ে’ নামকরণ প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসান বলেন, “ঈদের নাটক হিসেবে আমরা মজার একটি প্লট বেছে নিয়েছি। যাকে বলে খাঁটি রোমান্টিক-কমেডি ফ্যামিলি ড্রামা। যেখানে উঠে আসবে পাশাপাশি বসবাস করা হেনা ও নাজিমদের দুই বাড়ির গল্প। যে দুজন একে অপরের প্রেমে পড়েন। গোপনে বিয়েও করেন। মূলত, এরপরই শুরু হয় পারিবারিক মজার জটিলতা। নাটকটি দেখলে দর্শকদের পয়সা উসুল হবে, এটুকু কথা দিচ্ছি।”

আরো পড়ুন:

রুনা খানের বাবা মারা গেছেন

ফের বিয়ে করলেন আনিসুর রহমান মিলন

হেনা চরিত্রে তটিনী আর নাজিম চরিত্রে ইয়াশ রোহান অভিনয় করেছেন। কামরুল ইসলাম শুভর সিনেমাটোগ্রাফিতে সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। এখন সম্পাদনার কাজ চলছে।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এই ঈদে সিএমভি’র ব্যানারে প্রকাশ পাচ্ছে অন্তত ২০টি বিশেষ নাটক। যা চাঁদরাত থেকে ক্রমশ মুক্তি পাবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক কর ছ ন

এছাড়াও পড়ুন:

এক ম্যাচ নিষিদ্ধ এমবাপ্পে, আজ খেলতে পারবেন কি

নিষিদ্ধ যে হবেন সেটাই নিশ্চিতই ছিল, কিন্তু কত ম্যাচ নিষিদ্ধ হবেন দেখার ছিল সেটা। বলা যায়, অল্পের ওপর দিয়েই পার পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। লা লিগায় আলাভেসের বিপক্ষে দলটির এক খেলোয়াড়কে মারাত্মক ফাউল করে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

গত রোববার লিগে মুখোমুখি হয়েছিল রিয়াল ও আলাভেস। সেদিন ম্যাচের শুরু থেকেই ফাউলের শিকার হচ্ছিলেন এমবাপ্পে। বারবার আঘাত পেয়েই হয়তো খেপে গিয়েছিলেন এই ফরাসি তারকা।

প্রতিক্রিয়ায় ম্যাচের ৩৮ মিনিটে আলাভেসের আন্তোনিও ব্লাঙ্কোকে মারাত্মকভাবে ফাউল করে বসেন এমবাপ্পে। শুরুতে হলুদ কার্ড দেখালেও পরে ভিএআরে যাচাই করে লাল কার্ড দেখিয়ে তাঁকে মাঠ ছাড়ার নির্দেশ দেন রেফারি।

আরও পড়ুনএমবাপ্পে ক্ষমা চেয়েছেন, ভুল বুঝতে পেরেছেন১৪ এপ্রিল ২০২৫

ম্যাচ শেষে এমবাপ্পের এমন ফাউল নিয়ে সমালোচনাও হয়েছে অনেক। কেউ কেউ এমবাপ্পের ওপর বড় নিষেধাজ্ঞার খড়গও দেখছিলেন। এই ঘটনায় ম্যাচের পর নিজের আচরণের জন্য এমবাপ্পে ক্ষমাও চান।

আর্সেনাল ম্যাচের আগে অনুশীলনে এমবাপ্পে

সম্পর্কিত নিবন্ধ