লিটনের ফিফটি, তবু হার গুলশানের, লাঞ্চের আগেই জিতে গেল রূপগঞ্জ
Published: 10th, March 2025 GMT
গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১০ উইকেটে হারিয়ে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করেছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। দ্বিতীয় ম্যাচে সেই দলটি হেরে যায় ধানমন্ডির কাছে। আজ রূপগঞ্জ জয়ে ফিরল শাইনপুকুরকে ১০ উইকেটে হারিয়েই। এই জয়ে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষেও উঠল দলটি। আজ দিনের অন্য দুই ম্যাচে অগ্রণী ব্যাংক লিটন দাসের গুলশান ক্রিকেট ক্লাবকে ও গাজী গ্রুপ ধানমন্ডিকে হারিয়েছে।
লাঞ্চের আগেই রূপগঞ্জের জয়প্রথম ম্যাচের পুনরাবৃত্তিই ঘটাল লিজেন্ডস অব রূপগঞ্জ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে গাজী গ্রুপকে ৯৩ রানে অলআউট করেছিল তারা, এবার মিরপুরে প্রতিপক্ষকে থামিয়েছে আরও কম রানে। টসে হেরে ব্যাট করতে নেমে ৬৯ রানে অলআউট শাইনপুকুর ক্রিকেট ক্লাব। রান তাড়ায় নেমে ৯.
শাইনপুকুর অবশ্য প্রথম উইকেটটা হারায় নবম ওভারে। ২৬ বলে ১৮ রান করে ওপেনার মঈনুল ইসলাম ক্যাচ তুলে দেন। এরপরই রীতিমতো ধস নামে শাইনপুকুরের ইনিংসে। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান আসে আরেক ওপেনার নিয়ন জামানের ব্যাট থেকে।
৩ উইকেট নিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের বাঁহাতি স্পিনার তানভীর ইসলামউৎস: Prothomalo
কীওয়ার্ড: শ ইনপ ক র র পগঞ জ উইক ট
এছাড়াও পড়ুন:
নিগারের জ্যোতিতে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ‘এ’ দলকে ১৬৭ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪৯.৪ ওভারে ২৭৬ রানে অলআউট হয় নিগার সুলতানার দল। তাড়া করতে নেমে ৩৯.১ ওভারে মাত্র ১০৯ রানেই অলআউট হন পাকিস্তানের মেয়েরা। বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচে টানা দ্বিতীয় জয় পেলেন মেয়েরা। গত রোববার স্কটল্যান্ডের মেয়েদের ৫ উইকেটে হারায় বাংলাদেশ
আরও পড়ুনজিম্বাবুয়ে সিরিজে নেই তাসকিন, নতুন মুখ তানজিম৩ ঘণ্টা আগেমারুফা–রাবেয়াদের বোলিংয়ের সামনে পাকিস্তানের কোনো ব্যাটসম্যান ৪০ রানও করতে পারেননি। সর্বোচ্চ ৩২ এসেছে দুয়া মাজিদের ব্যাট থেকে। আটে নেমে ২৬ রান করেন উম–ই–হানি। অন্যদের রানসংখ্যা যেন মুঠোফোনের নম্বর! প্রস্তুতি ম্যাচ বলেই সম্ভবত মোট ৯ জন বোলার ব্যবহার করেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার। মারুফা, ফাহিমা ও রাবেয়া ২টি করে উইকেট নেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা তেমন ভালো হয়নি। ইনিংসের নবম (৮.৩) ওভারের মধ্যে দলীয় ৪৪ রানে ফিরে যান ওপেনার ইশমা তানজিম (১৯) ও তিনে নামা শারমীন আক্তার (১০)। ফারজানা ও নিগার মিলে ৩০ ওভার পর্যন্ত টেনে নেন বাংলাদেশের ইনিংসকে। দলীয় ১৫৩ রানে রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিংরুমে ফেরেন ফারজানা। ৮৫ বলে ৫০ করেন এই ওপেনার।
রান পেয়েছেন অধিনায়ক নিগার