তেঁতুলিয়ায় আবারও টিউবওয়েলের পানিতে চেতনানাশক মেশানো পানি পান করিয়ে ১০ লাখ টাকা ও একটি ফোন চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চুরির শিকার পরিবারের দুই সদস্য অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আজ সোমবার ভোর রাতে তেঁতুলিয়া উপজেলার ২ নং তিরনইহাট ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে ছাগল ব্যবসায়ী শমসের আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্র জানিয়েছে, শমসের আলী ও তার পরিবারের সদস্যরা ইফতারের ঘণ্টা খানেক পর অস্বস্তিবোধ করলে ঘুমিয়ে পড়েন। পরে ভোরে সেহেরি খাওয়ার জন্য পাশের বাড়ি বধূ ডাকতে এসে দেখেন এক ঘরে তালা দেওয়া এবং অন্য ঘরে গামছা দিয়ে দরজা বাঁধা। দরজা খুলে দিলে তারা চুরির বিষয়টি টের পান।

ভুক্তভোগী শমসের আলীর স্ত্রী জানান, সেহেরিতে রান্না করার জন্য বৌমা ডাকলে আমরা চেতন হই। পরে দেখি বাহির পাশে দুটি দরজা আটকানো। বাহির থেকে খুলে দিলে চুরির সন্দেহ হয়। পরে খাটের ভেতরের বস্তায় রাখা ১০ লাখ টাকা এবং আমার ছেলের একটি স্মার্টফোন নিয়ে যায়।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির বলেন, টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে টাকা ও মোবাইল নিয়ে যায়। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ফ্রান্স কয়েক মাসের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে: মাখোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে তাঁর দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। স্থানীয় সময় গতকাল বুধবার ফ্রান্স ফাইভ টেলিভিশনের সাংবাদিকের সঙ্গে আলাপে এ কথা বলেন মাখোঁ।

এ সময় ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, চলমান ইসরায়েল–ফিলিস্তিন সংঘাত নিয়ে আগামী জুনে জাতিসংঘে একটি সম্মেলন হবে। সৌদি আরবের সঙ্গে ফ্রান্স এ সম্মেলনের কো–চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবে। এ সম্মেলনে ফ্রান্সের পক্ষ থেকে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে চান তিনি।

আরও পড়ুনইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা: অপরাধের শত বছর, অন্যায়ের ৮০, পাপের ৬৯ ১৭ ঘণ্টা আগে

মাখোঁ বলেন, ‘স্বীকৃতির বিষয়ে আমাদের অবশ্যই এগোতে হবে। কয়েক মাসের মধ্যে আমরা এটা করতে চাই।’

প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফিলিস্তিন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ভারসেন আঘাবেকিয়ান শাহিন সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ফ্রান্সের স্বীকৃতির বিষয়টি ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা ও দ্বি–রাষ্ট্রীয় সমাধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটা সঠিক পথে এগোনোর একটি পদক্ষেপ হবে।

আরও পড়ুনগাজা মানুষ ‘হত্যার ক্ষেত্র’, বললেন গুতেরেস, অবরুদ্ধ অবস্থা কাটাতে বিশ্বকে কাজ করার আহ্বান ৬ সংস্থার১৬ ঘণ্টা আগে

তবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বলেন, ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে যেকোন ‘একতরফা স্বীকৃতি’ হামাসের হয়ে ভূমিকা রাখবে।

জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৪৬টিই ফিলিস্তিনিকে সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে গত বছর ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে আর্মেনিয়া, স্লোভেনিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন, বাহামাস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, জ্যামাইকা ও বার্বাডোস।

সম্পর্কিত নিবন্ধ