নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় দুই পক্ষের সংঘর্ষের জেরে গ্রামবাসীর ধাওয়ায় ধনু নদে নিখোঁজ তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে নদের রসুলপুর এলাকা থেকে স্থানীয় থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহগুলো উদ্ধার করেন।

মরদেহ উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন আটপাড়া উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের শহিদ মিয়া (৪৫), মদন উপজেলার বাগজান গ্রামের রুকন মিয়া (৪২) ও কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি গ্রামের হৃদয় মিয়া (৩২)। এ ঘটনায় নিখোঁজ মদনের গোবিন্দপুর গ্রামের ইয়াসিন মিয়ার (২১) সন্ধান এখনো পাওয়া যায়নি।

এলাকার কয়েকজন বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে বিভিন্ন স্থান থেকে মাছশিকারিরা সংঘবদ্ধ হয়ে খালিয়াজুরি উপজেলার বিভিন্ন জলমহালে পলো দিয়ে মাছ শিকার করছিলেন। শনিবার সকালে জেলার বিভিন্ন উপজেলার সহস্রাধিক মাছশিকারি পলো ও লাঠিসোঁটা নিয়ে একটি জলমহালের মাছ শিকার করতে যান। মাছশিকারিরা ধনু নদের রসুলপুর ঘাটে ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ রেখে নদ পার হতে ফেরি নৌকায় যেতে চাইলে রসুলপুর গ্রামের লোকজন তাঁদের বাধা দেন। এর জেরে মাছশিকারিরা প্রথমে রসুলপুর বাজারে এবং পরে গ্রামের বাড়িঘরে হামলা করেন। তখন গ্রামবাসী সংগঠিত হয়ে তাঁদের প্রতিহত করতে এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষে দুই পক্ষের শতাধিক লোক আহত হন। এ ছাড়া বেশ কিছু দোকানপাট, ঘর, যানবাহন ভাঙচুরসহ আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ধাওয়ায় বেশ কয়েকজন মাছশিকারি প্রাণ বাঁচাতে ধনু নদে ঝাঁপ দেন। তাঁদের মধ্যে চারজন নিখোঁজ হন। আজ সোমবার বেলা তিনটার দিকে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো একজন নিখোঁজ আছেন বলে জানা গেছে।

নেত্রকোনার খালিয়াজুরি ধনু নদ থেকে উদ্ধার হওয়া নিখোঁজ মাছশিকারি মদন উপজেলার রোকন মিয়া ও আটপাড়া উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের শহীদ মিয়া.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল র র স ঘর ষ মরদ হ

এছাড়াও পড়ুন:

জলমহালে লুটপাট ঠেকাতে যৌথ বাহিনীর অভিযান

সুনামগঞ্জের দিরাই-শাল্লার জলমহাল লুট ঠেকাতে যৌথ বাহিনী অভিযান শুরু করেছে। শনিবার সকালে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের দত্তগ্রাম ও আনোয়ারপুরের মধ্যবর্তী স্থানে অবস্থিত ফাইন্দা বিল জলমহালে অবৈধভাবে মাছ ধরার প্রচেষ্টাকালে অভিযান চালায় যৌথ বাহিনী। 

পুলিশ জানায়, ওই বিলটিতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছয়-সাত হাজার মানুষ মাছ ধরার উদ্দেশ্যে পলো, বেড় জাল, কোচা, বড় হাতর, উড়াল জাল ও ঝাপ জালসহ জলমহালের পাড়ে জড়ো হওয়ার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) যৌথ বাহিনী ও দিরাই থানার ওসির নেতৃত্বে পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তারা। প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত জনতাকে বুঝিয়ে শান্তিপূর্ণভাবে ফেরত পাঠান। এই জলমহালটির মোট আয়তন ১৯২ একর এবং সেখানে থেকে প্রতি বছর ৩৫-৪০ লাখ টাকার মাছ আহরণ করা হয়।

এই দুই উপজেলায় গেল ১০ দিনে লুটপাট হয়েছে ১১ বিল। হালুয়া খাটুয়া, দিরাই চাতল, শাল্লার সত্তুয়া নদী জলমহালসহ বিলগুলো লুট করেছেন কয়েক হাজার মানুষ। আওয়ামী লীগ সমর্থকদের ইজারাকৃত বিল দাবি করে বেআইনি লুটপাট চালায় এলাকাবাসী। ১১ বিল থেকে কমপক্ষে ১০ কোটি টাকার মাছ লুট হয়েছে বলে দাবি ইজারাদার পক্ষের।
 

সম্পর্কিত নিবন্ধ

  • নেত্রকোণার ধনু নদ থেকে ৩ জনের মরদেহ উদ্ধার
  • জলমহালে লুটপাট ঠেকাতে যৌথ বাহিনীর অভিযান