আজ খতমে তারাবিহতে কোরআনের সুরা ইউসুফের ৫৩ নম্বর আয়াত থেকে সুরা ইবরাহিম পুরোটা তিলাওয়াত করা হবে। ১৩তম পারা পড়া হবে।
আজকের তিলাওয়াতে হজরত ইউসুফ (আ.)-এর জীবনের চমকপ্রদ ঘটনার শেষাংশ, একাত্ববাদ, স্তম্ভহীন আকাশে আল্লাহর নিদর্শন, কোরআনের মাহাত্ম্য, আল্লাহর জিকিরে অন্তরে প্রশান্তি লাভ, আল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা, জীবন-মরণ তাঁর হাতে, বিশ্বাসীদের বৈশিষ্ট্য, কিয়ামত, জাহান্নামের শাস্তি, নবী-রাসুলদের সঙ্গে অবিশ্বাসীদের আচরণ ও পরিণতি এবং হক-বাতিলের পরিচয় ইত্যাদি বিষয়ের কথা রয়েছে।
কারাবন্দী থেকে অর্থমন্ত্রী
সুরা ইউসুফে হজরত ইউসুফ (আ.
সে সময় মিসর ও এর আশপাশে দুর্ভিক্ষ চলছিল। অভাবে পড়ে তাঁর ভাইয়েরা বিশেষ দান পেতে মিসরে আসেন। ইউসুফ ভাইদের চিনতে পেরেও নিজের পরিচয় গোপন রাখেন। ভাইয়েরা অবশ্য কয়েকবার সাক্ষাতের পরও তাঁকে চিনতে পারেননি।
হজরত ইউসুফ (আ.) একবার শর্ত দিয়ে বললেন, ত্রাণ পেতে হলে তোমাদের ছোট ভাইকে আনতে হবে। ছোট ভাইয়ের নাম বেনিয়ামিন। বেনিয়ামিন ইউসুফ (আ.)-এর সহোদর ভাই। বাবা ইয়াকুব (আ.) এ কথা জেনে বেঁকে বসেন। কিন্তু অভাবের সংসার আর ছেলেদের অনুনয়ে শেষে দিলেন। পরে ভাইয়েরা বেনিয়ামিনকে সঙ্গে করে মিসর আসেন।
আরও পড়ুনতারাবির নামাজে কোন দিন কোন সুরা পড়া হবে২৮ ফেব্রুয়ারি ২০২৪ইউসুফ (আ.) ছোট ভাইকে দেখে আত্মতৃপ্ত হন। কৌশলে নিজের কাছে রেখে দেন। ভাইদের কাছে বাবা ইয়াকুবের জন্য নিজের পরনের জামা দিয়ে বলেন, ‘এটা আমার আব্বার চেহারার ওপর রেখো।’ পুত্রশোকে অন্ধ হওয়া ইয়াকুব (আ.) পুত্রের জামার বদৌলতে দৃষ্টি ফিরে পান। পরে সপরিবার মিসরে চলে এসে এখানেই বসতি স্থাপন করেন।
জুলেখার সঙ্গে ইউসুফ (আ.)-এর প্রেম বিষয়ে নানা কথাবার্তা সমাজে চালু রয়েছে। জুলেখার একপক্ষীয় প্রেম ছিল। ইউসুফ তাঁকে কখনো সেভাবে দেখেননি। তবে মুফাসসিররা বিচ্ছিন্ন সনদে উল্লেখ করেছেন, জুলেখার স্বামী কিতফিরের মৃত্যুর পর এবং তওবা করার পর ইউসুফ (আ.)-এর সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। দুটি ছেলে সন্তানও হয়েছিল তাঁদের (তাফসিরে ইবনে আবি হাতিম: ৮/৩৯০; তাফসিরে তবারি: ১৬/১৫১)। তবে এ বিষয়ে কোরআন-হাদিস থেকে স্পষ্ট কিছুই জানা যায় না।
আরও পড়ুননারীর মর্যাদা ও অধিকার এবং অলৌকিক তিন ঘটনা১২ মার্চ ২০২৪বজ্রের নামে সুরার নামকোরআনের ১৩ নম্বর সুরা রাদ। ৪৩টি আয়াতবিশিষ্ট সুরাটি মক্কায় অবতীর্ণ। রাদ অর্থ বজ্র। বজ্রও আল্লাহর তাসবিহ পাঠ করে, এ সুরায় বজ্রের আলোচনা থাকায় এর নাম রাখা হয়েছে সুরা রাদ। এ সুরার শুরুতে তিনটি মৌলিক আকিদা তথা তাওহিদ, রিসালাত ও আখিরাতের কথা এসেছে।
সত্য-অসত্যের উদাহরণ
সুরা রাদের ১৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সত্য-মিথ্যার তুলনা বোঝাতে চমৎকার একটি উদাহরণ দিয়েছেন। মিথ্যা ও বাতিল জিনিসের উপমা হলো, ঢেউয়ের ওই বুদ্বুদের মতো, যা সাময়িকভাবে সবকিছু ঢেকে দেয়। কিন্তু অবশেষে বিলুপ্ত যায়। সত্যপন্থীদের উপমা হলো, সেই সোনা-রুপার মতো, যা ঢেউয়ের সঙ্গে ভেসে যায় না; বরং জমিনে থেকে যায়। আগুনের সুষম তাপে খাঁটি সোনায় পরিণত হয়।
আরও পড়ুনইসলাম যাদেরকে বিয়ে করতে নিষেধ করেছে১৩ মার্চ ২০২৪বুদ্ধিমানের ৮ গুণআল্লাহ তাআলা সুরা রাদের ২০ থেকে ২৪ নম্বর আয়াতে সত্যিকারের বুদ্ধিমান ও বিশ্বাসীদের ৮টি গুণের কথা বলেছেন। এ গুণের অধিকারীদের জান্নাতের সুসংবাদ দিয়েছেন। গুণগুলো হলো:
১. তারা প্রতিশ্রুতি রক্ষা করেন।
২. আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন।
৩. আল্লাহকে ভয় করেন।
৪. পরকালের হিসাব ভয় করেন।
৫. ধৈর্যধারণ করেন।
৬. নামাজ প্রতিষ্ঠা করেন।
৭. গোপনে ও প্রকাশ্যে ব্যয় করেন।
৮. উত্তম ব্যবহারের মাধ্যমে দুর্ব্যবহারের জবাব দেন।
আরও পড়ুনকোরআনের আয়াত ও দাম্পত্য সম্পর্কে সমঝোতা১৪ মার্চ ২০২৪দুর্ভাগাদের ৩ চিহ্নএ সুরার ২৫ নম্বর আয়াতে দুর্ভাগা ও আল্লাহর অভিসম্পাতের অন্তর্ভুক্ত তিন শ্রেণির লোকের কথা এসেছে। ১. তারা আল্লাহকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে। ২. আল্লাহ যে সম্পর্ক টিকিয়ে রাখার কথা বলেছেন, তা ছিন্ন করে। ৩. পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে।
সুরা ইবরাহিমে ইবরাহিম (আ.)-এর কথা
৫২ আয়াতবিশিষ্ট সুরা ইবরাহিম মক্কায় অবতীর্ণ। কোরআনের ১৪তম সুরা এটি। এ সুরা নাজিল হওয়ার কিছুদিন পরই রাসুলুল্লাহ (সা.) মদিনায় হিজরত করেন। এতে ইবরাহিম (আ.)-এর সম্পর্কে বিশদ আলোচনা থাকায় এর নাম রাখা হয়েছে সুরা ইবরাহিম।
আরও পড়ুনহালাল খাবার গ্রহণ ও অসিয়তের গুরুত্ব১৫ মার্চ ২০২৪পবিত্র বাক্য পবিত্র বৃক্ষের মতোসুরা ইবরাহিমের ২৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কালেমা তাইয়েবায় বিশ্বাসী মানুষ ও তার কাজের উদাহরণ একটি গাছের সঙ্গে দিয়েছেন, যার কাণ্ড মজবুত, সুউচ্চ এবং শিকড় মাটির গভীরে প্রোথিত। গাছটি এত শক্ত যে দমকা বাতাসে ভূমিসাৎ হয় না। এর ফল ময়লা ও আবর্জনা থেকে মুক্ত। এর শাখা উচ্চতায় আকাশপানে ধাবমান, ফল সব সময় খাওয়া যায়।
তাফসিরবিশারদেরা বলেন, এটি খেজুরগাছ। এ বৃক্ষের উপমায় মুমিনের উদাহরণ দেওয়ার কারণ হলো, কালিমায়ে তাইয়েবার মধ্যে ইমান হচ্ছে মজবুত ও অনড় শিকড় বিশিষ্ট, দুনিয়ার বিপদ একে টলাতে পারে না।
সব যুগেই খাঁটি মুসলমানরা ইমানের মোকাবিলায় জীবন-সম্পদ ও কোনো কিছুর পরোয়া করেনি। মুমিনরা দুনিয়ার নোংরামি থেকে সব সময় দূরে থাকেন। মুমিনের সৎকর্ম আকাশের দিকে উত্থিত হয়। তাদের আমল সব ঋতুতে অব্যাহত রয়েছে। তাদের কথাবার্তা, ওঠাবসা সমগ্র বিশ্বের জন্য ফলদায়ক। (তাফসিরে মারেফুল কোরআন, পৃষ্ঠা: ৭১৬-৭১৭)
ইবরাহিম (আ.)-এর প্রার্থনায় মানুষ
এ সুরার ৩৫ থেকে ৪১ নম্বর আয়াতে আল্লাহর কাছে ইবরাহিম (আ.)-এর বিশেষ দোয়ার কথা আছে। যে দোয়া ইবরাহিম (আ.) করেছেন দেশ, নিজের সন্তানসন্ততি, পরবর্তী বংশধরদের জন্য সুকল্যাণ, তাদের মধ্যে বিশ্বাসী মুসলমান ও নামাজি সন্তানের জন্য। সন্তানদের জন্য চেয়েছেন উত্তম রিজিক, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। নিজ ও সন্তান যেন ইবাদতকারী হয়, সে কথার প্রার্থনা করেছেন। ক্ষমা চেয়েছেন নিজের জন্য, পিতার জন্য ও সব মুমিন-মুসলমানের জন্য। এ সুরার শেষ দিকে কিয়ামত দিবসের ভয়াবহতা এবং জাহান্নামের ভয়ংকর শাস্তির বর্ণনা রয়েছে।
আরও পড়ুনপ্রাচীন ৬ জাতি ধ্বংসের কাহিনি১৬ মার্চ ২০২৪উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক রআন র র আয় ত কর ছ ন র জন য আল ল হ ইউস ফ
এছাড়াও পড়ুন:
যে কারণে দোয়া ইউনুস পড়া হয়
হজরত ইউনুস (আ.) ছিলেন একজন নবী। সুরা ইউনুস নামে পবিত্র কোরআনে স্বতন্ত্র একটি সুরা আছে। এই সুরায় তওহিদের প্রমাণ ও অংশীবাদের প্রতিবাদ রয়েছে। সুরাটিতে অবিশ্বাসীদের সম্বোধন করে তওহিদ, ওহি, নবুয়ত ও পরকালের সত্যতা ঘোষণা করা হয়েছে।
সুরা ইউনুস ছাড়াও কোরআনে আরও ছয়টি সুরায় হজরত ইউনুস (আ.) সম্পর্কে আলোচনা করা হয়েছে। দুজন নবী মায়ের নামে পরিচিত হয়েছেন। একজন হজরত ঈসা ইবনে মরিয়ম (আ.), অন্যজন হজরত ইউনুস ইবনে মাত্তা (আ.)। মাত্তা হজরত ইউনুস (আ.)-এর মায়ের নাম। মায়ের নামেই তাঁকে ইউনুস ইবনে মাত্তা বলা হয়। কোরআনে তাঁকে তিনটি নামে উল্লেখ করা হয়েছে—ইউনুস, জুননুন ও সাহিবুল হুত। জুননুন ও সাহিবুল হুতের অর্থ মাছওয়ালা। মাছ–সংশ্লিষ্ট ঘটনার দিকে ইঙ্গিত করে তাঁকে এ নামে ডাকা হয়েছে।
হজরত ইউনুস (আ.)-কে বর্তমান ইরাকের মসুল নগরীর কাছাকাছি নিনাওয়া জনপদে নবী হিসেবে পাঠানো হয়েছিল। সুরা সাফফাতের ১৪৭ আয়াতে এ নিয়ে আলোচনা আছে। তিনি মসুলবাসীকে আল্লাহর পথে ডাকলেন। আখিরাতের বিষয়ে সতর্ক করলেন। কিন্তু তাঁর সম্প্রদায়ের লোকেরা তাঁর কথা শোনেনি। নবী ইউনুস (আ.) তাদের ইমান নিয়ে হতাশ হয়ে পড়লেন।
আরও পড়ুন‘রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া’ কেন পড়ব২৪ মার্চ ২০২৪তিন দিনের মধ্যে আল্লাহর আজাব তাদের ওপর নিপতিত হচ্ছে ঘোষণা দিয়ে তিনি নিজ এলাকা ছেড়ে গেলেন। কিন্তু এলাকা ছাড়ার ব্যাপারে তিনি আল্লাহর নির্দেশের অপেক্ষা করেননি। আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে তাঁর নিজে নিজে বের হয়ে যাওয়াটা আল্লাহর পছন্দ হয়নি। এ ধরনের বিচ্যুতিতে আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের শিক্ষা দিয়ে থাকেন।
হজরত ইউনুস (আ.) এলাকা ছাড়ার পর লোকজন ভয় পেয়ে গেল যে এবার নিশ্চিত আল্লাহর আজাব চলে আসবে। তারা লোকালয় ছেড়ে বনবাদাড়ের দিকে চলে গেল। গবাদিপশু ও শিশুদেরও সঙ্গে নিল। সেখানে সবাই আল্লাহর কাছে আশ্রয় ও ক্ষমা প্রার্থনা করল। তাদের তওবার কারণে আল্লাহ তাদের ওপর থেকে আজাব সরিয়ে নেন।
এলাকা ছাড়ার পর হজরত ইউনুস (আ.) ভাবলেন, তার সম্প্রদায় হয়তো আল্লাহর আজাবে ধ্বংস হয়ে গেছে। তিনি কল্পনাও করেননি যে তারা তওবা করে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসবে। তিনি যখন জানতে পারলেন, তারা সবাই ইমান নিয়ে এসেছে, একদিকে তিনি অবাক হলেন, অন্যদিকে ভীত হয়ে পড়লেন। তিনি তাদের বলেছিলেন, তিন দিনের মধ্যে আল্লাহর আজাব আসবে, কিন্তু সেই আজাব সরে গেছে। তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে হত্যা করতে পারে। সে সময়ে মিথ্যা বলার শাস্তি ছিল হত্যা। এ আশঙ্কায় তিনি দেশে না ফিরে দূর দেশে যাওয়ার জন্য মানুষবোঝাই একটি নৌকায় চড়ে বসলেন। নৌকা মাঝনদীতে পৌঁছামাত্র প্রচণ্ড ঝড় শুরু হলো। প্রবল ঢেউয়ে নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলো। অবস্থা বেগতিক দেখে মাঝি বললেন, মালিকের অবাধ্য হয়ে এই নৌকায় কেউ উঠেছে। এমন কেউ থেকে থাকলে তাকে নদীতে ফেলে দিতে হবে। না হলে অন্য যাত্রীরা এই বিপদ থেকে রক্ষা পাবে না।
যাত্রীদের মধ্যে লটারি করা হলো। তিনবার লটারি করা হলে প্রতিবারই হজরত ইউনুস (আ.)-এর নাম এল। হজরত ইউনুস (আ.) তখন নদীতে ঝাঁপিয়ে পড়লেন। একটি বিশালদেহী মাছ এসে তাঁকে গিলে ফেলল। মাছটির প্রতি আল্লাহর নির্দেশ ছিল, হজরত ইউনুস (আ.)-এর যেন কোনো ক্ষতি না হয়।
আরও পড়ুনযে কারণে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া হয়২৫ মার্চ ২০২৪মাছের পেটে গিয়ে হজরত ইউনুস (আ.) একটি দোয়া পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইলেন। ক্ষমা প্রার্থনা করলেন। সেটিই দোয়া ইউনুস নামে পরিচিত। তিনি বললেন, ‘লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন।’ (সুরা আম্বিয়া, আয়াত: ৮৭ ) অর্থাৎ ‘হে আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি পবিত্র মহান, আমি তো সীমালঙ্ঘনকারী।’
এই দোয়ার ফলে মাছের পেট থেকে আল্লাহ তাঁকে মুক্তি দেন। কোরআনে আছে, ‘সে যদি আল্লাহর মহিমা আবৃত্তি না করত, তাহলে পুনরুত্থান দিবস পর্যন্ত তাকে মাছের পেটে থাকতে হতো।’ (সুরা সাফফাত, আয়াত: ১৪৩-১৪৪)
কিছুদিন পর মাছটি হজরত ইউনুস (আ.)-কে নদীতীরে উগড়ে ফেলে দিল। আল্লাহ সেখানে তাঁর শারীরিক প্রশান্তির জন্য একটি লতাবিশিষ্ট গাছ উদ্গত করে দেন। কোরআনে আল্লাহ বলেন, ‘তারপর ইউনুসকে আমি তৃণহীন প্রান্তরে ফেলে দিলাম, তখন সে অসুস্থ ছিল। পরে তাকে ছায়া দেওয়ার জন্য আমি একটি লাউগাছ গজালাম।’ (সুরা সাফফাত, আয়াত: ১৪৫-১৪৬)
আরও পড়ুনপাপ থেকে প্রত্যাবর্তন করার নাম তওবা২৬ মার্চ ২০২৪‘লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন।’ (সুরা আম্বিয়া, আয়াত: ৮৭ )
দোয়া ইউনুসের অর্থ
অর্থাৎ ‘হে আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি পবিত্র মহান, আমি তো সীমালঙ্ঘনকারী।’
দোয়া ইউনুস এর ফজিলত
মাছের পেটে গিয়ে হজরত ইউনুস (আ.) একটি দোয়া পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইলেন। ক্ষমা প্রার্থনা করলেন। সেটিই দোয়া ইউনুস নামে পরিচিত। তিনি বললেন, ‘লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন।’ (সুরা আম্বিয়া, আয়াত: ৮৭ ) অর্থাৎ ‘হে আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি পবিত্র মহান, আমি তো সীমালঙ্ঘনকারী।’
এই দোয়ার ফলে মাছের পেট থেকে আল্লাহ তাঁকে মুক্তি দেন। কোরআনে আছে, ‘সে যদি আল্লাহর মহিমা আবৃত্তি না করত, তাহলে পুনরুত্থান দিবস পর্যন্ত তাকে মাছের পেটে থাকতে হতো।’ (সুরা সাফফাত, আয়াত: ১৪৩-১৪৪)
যেকোনো বিপদে পড়লে আল্লাহর সাহায্য ও আশ্রয় কামনা করতে হয়।
হজরত সাদ (রা.)-এর বরাতে একটি হাদিস পাওয়া যায়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, জুননুন ইউনুস (আ.) মাছের পেটে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন। কোনো মুসলমান যখনই এই দোয়া পড়ে, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করে থাকেন। (তিরমিজি, হাদিস: ৩৫০৫)
আরও পড়ুনহাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল কখন পড়বেন২৬ মার্চ ২০২৪