কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বিজু গ্রেপ্তার
Published: 10th, March 2025 GMT
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শিবিরকর্মী শামীম হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোস্তাফিজুর রহমান বিজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ মার্চ) দুপুর ২টার দিকে কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোস্তাফিজুর রহমান বিজু শহরের আড়পাড়া এলাকার মৃত মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ছিলেন।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজু আড়পাড়া এলাকার বাড়িতে অবস্থান করছেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
আরো পড়ুন:
ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৯৯
টেকনাফে যৌথ অভিযানে অপহৃত উদ্ধার, আটক ৩
তিনি আরো জানান, মোস্তাফিজুর রহমান বিজু বিএনপির দলীয় কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও শিবিরকর্মী শামীম হোসেন হত্যাসহ তিনটি মামলার এজাহারভুক্ত আসামি। তিনি ৫ আগস্ট সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন।
ঢাকা/সোহাগ/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম স ত ফ জ র রহম ন ব জ
এছাড়াও পড়ুন:
এবার ঈদে নতুন নোট বিতরণ হচ্ছে না
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাজারে নতুন নোট বিতরণ করবে না ব্যাংকগুলো। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে ব্যাংকগুলোকে এ তথ্য জানিয়ে দেওয়া হয়েছে।
বিভিন্ন ব্যাংকে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখার জন্য পরামর্শ দেওয়া হলো। পাশাপাশি ব্যাংকের শাখায় যে নতুন নোট গচ্ছিত রয়েছে, তা বিনিময় না করে সংশ্লিষ্ট শাখায় সংরক্ষণ করার জন্য বলা হলো। চিঠিতে পুনঃপ্রচলনযোগ্য নোট দ্বারা সকল নগদ লেনদেন কার্যক্রম সম্পাদনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও নতুন নোট পাবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে।
এর আগে কেন্দ্রীয় ব্যাংক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন টাকা পাওয়া যাবে ১৯ মার্চ থেকে। এবার ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট দেওয়া হবে। নতুন নোট বিনিময় হওয়ার কথা ছিল বাংলাদেশ ব্যাংক ও কয়েকটি ব্যাংকের শাখার মাধ্যমে। ২৫ মার্চ পর্যন্ত জনসাধারণ ও গ্রাহকদের মধ্যে নতুন নোট বিনিময়ের পরিকল্পনা ছিল। এর মধ্যে নতুন নোট বিতরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ঢাকা/এনএফ/এনএইচ