ওরিয়ন গ্রুপের চেয়ারম্যানের ৩১ ব্যাংক হিসাব অবরুদ্ধ, ৪৩ একর জমি জব্দ
Published: 10th, March 2025 GMT
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং একটি ফ্ল্যাটসহ ৪৩ একর জমি জব্দের আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের উপ-পরিচালক রাশেদুল ইসলাম এ দুটি আবেদন করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ওবায়দুল করিমের ৩১টি ব্যাংক হিসাবে ২০ কোটি ২৬ লাখ ৮০ হাজার ৬৫৮ টাকা এবং ৬ হাজার ৫৭৫ মার্কিন ডলার আছে। এছাড়া, ২০টি দলিলমূলে ২ কোটি ৯০ লাখ ৯১ হাজার টাকা দামের ৪৩ একর ২৫ দশমিক ৪৫ শতাংশ জমি এবং ৯৫ লাখ ৯০ হাজার টাকার এক টি ফ্ল্যাট ক্রোক করা হয়েছে।
দুদকের আবেদনে বলা হয়েছে, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম তার মালিকানাধীন সম্পত্তি বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করছেন। যদি তিনি তা করতে পারেন, তাহলে বিচারে দোষী সাব্যস্ত হলে যেসব সম্পত্তি সরকারের অনুকূলে নেওয়ার কথা, তা সম্ভব হবে না। এজন্য সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে আদালতের রায়ের পর সরকারের অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্ত নিশ্চিত করতে এই সম্পত্তিগুলো ক্রোক (স্থাবর সম্পত্তি) ও ফ্রিজ (অস্থাবর সম্পত্তি) করা জরুরি।
ঢাকা/মামুন/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন মাহমুদউল্লাহ, বাকিরা কে পাবেন কত টাকা
২০২৫ সালে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে নাম থাকলেও নিজের নাম বাদ দিতে বিসিবির কাছে অনুরোধ জানিয়েছেন মাহমুদউল্লাহ। তাঁর অনুরোধের প্রেক্ষিতে ২০২৫ সালের মার্চ থেকে তাঁকে আর চুক্তিতে রাখছে না বিসিবি।
শুরুতে ‘এ’ ক্যাটাগরিতে রাখা হলেও ওয়ানডে থেকে অবসর নেওয়ায় মার্চ মাস থেকে ‘বি’ ক্যাটাগরিতে চলে যাবেন মুশফিকুর রহিম।
মোট চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের। এবার আর সংস্করণ ভেদে চুক্তি হচ্ছে না। ‘এ+’, ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ এই চারটি ক্যাটাগরিতে রাখা ক্রিকেটারদের ভিন্ন ভিন্ন বেতন পাবেন।
এর মধ্যে ‘এ+’ ক্যাটাগরিতে রাখা হয়েছে পেসার তাসকিন আহমেদকে। সর্বোচ্চ ১০ লাখ টাকা মাসিক বেতন পাবেন তিনি। ‘এ’ ক্যাটাগরিতে আছেন চার ক্রিকেটার—নাজমুল হোসেন, লিটন দাস, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। তারা সবাই পাবেন ৮ লাখ টাকা করে।
বিস্তারিত আসছে...