আবার ইনজুরিতে নেইমার, দেখলেন দলের হার
Published: 10th, March 2025 GMT
করিস্থিয়ানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ২-১ গোলে হেরেছে সান্তোস। ওই ম্যাচে খেলতে পারেননি নেইমার। বেঞ্চে বসে দেখতে হয়েছে দলের হার।
ম্যাচ শেষে খেলতে না পারার কারণ জানিয়েছেন নেইমার নিজেই। অস্বস্থি অনুভব করছিলেন তিনি। টেস্ট করে দেখা গেছে নতুন করে ইনজুরিতে পড়েছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
নেইমার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘আজকের ম্যাচে মাঠে থাকতে চেয়েছিলাম, দলকে যেকোন ভাবে সহায়তা করতে চেয়েছিলাম। কিন্তু গত বৃহস্পতিবার আমি কিছুটা অস্বস্তিবোধ করতে থাকি, অনুশীলন করতে পারিনি। আজ একটি টেস্ট করে ব্যথার কারণ পাওয়া গেছে। দূভাগ্যবশত, এটা ফুটবলের অংশ। আমরা শক্ত হয়েই ফিরব এবং লক্ষ্যের দিকে এগিয়ে যাবো।’
নেইমার বার্সেলোনা থেকে পিএসজি যাওয়ার পর থেকে নিয়মিত ইনজুরি পড়তে শুরু করেন। পিএসজি থেকে আল হিলালে যোগ দিলেও ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি। যে কারণে চুক্তি বাতিল করে সান্তোসে ফিরেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
সান্তোসে পূর্ণ ফিটনেস ও ফর্ম ফিরে পাওয়ার লড়াইয়ে আছেন নেইমার। সেখানে ভালো করতেও শুরু করেছেন। যে কারণে মার্চের দুই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তাকে ব্রাজিলের দলে ডাকা হয়েছে। এর মধ্যেই আবার নতুন ইনজুরির বার্তা দিয়েছেন নেইমার।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইনজ র
এছাড়াও পড়ুন:
বাগেরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
বাগেরহাটে বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে সিয়াম গাজী (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বলভদ্রপুর বালিয়াডাঙ্গা নামক স্থানে এই দুর্ঘটনায় ইজিবাইকের চালকসহ আরও তিনজন আহত হয়।
নিহত সিয়াম গাজী মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামের মজিবর গাজীর ছেলে। আহতরা হলেন- নিহতের বাবা মজিবর গাজী (৫০), তাদের প্রতিবেশী রশিদ খান (৭৫) ও ইজিবাইক চালক বাপ্পি (৩০)।
স্থানীয়দের বরাত দিয়ে মহেষপুরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. তোমেজ উদ্দীন বলেন, সিয়াম ও তার বাবা তাদের একজন প্রতিবেশিকে নিয়ে ইজিবাইকে করে পিরোজপুর সদরে তাদের নিকট আত্মীয়ের মরদেহ দেখতে যাচ্ছিলেন। বলভদ্রপুর বালিয়াডাঙ্গা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক অর্থাৎ পিরোজপুর থেকে বাগেরহাটের দিকে আশা একটি যাত্রীবাহী বাসের ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালকসহ চারজন গুরুতর আহত হয়। এর মধ্যে সিয়াম গাজী নামের একজনকে হাসপাতালে নেওয়ার পরে মারা যান। অন্যরা বাগেরহাট ২৫০ শয্যা জেলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার কারণ সম্পর্কে এই পুলিশ কর্মকর্তা বলেন, রাস্তার পাশে একটি ট্রাক রাখা ছিল। যার ফলে ইজিবাইক এবং যাত্রীবাহী বাস কেউ কাউকে দেখতে পায়নি। যানবাহন দুটি ট্রাকটিকে পাশ কাটিয়ে সড়ক অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়।