নড়াইলে রমজানে ক্রেতা সাধারণের মনে স্বস্তি দিতে ও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে বিনা লাভের (কেনা দামে বিক্রি) দোকান চালু করা হয়েছে।

সোমবার (১০মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জেলা টাস্কফোর্স টিম ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব নড়াইল জেলা শাখার উদ্যোগে পরিচালিত বিনা লাভের দোকানটি উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এম এম আরাফত হোসেন, জেলা ক্যাবের সেক্রেটারি ও টাস্কফোর্স টিমের সদস্য কাজী হাফিজুর রহমান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, টাস্কফোর্স টিমের সদস্য শুভ মোল্যা, ক্যাব সদস্য স্বপ্না রানী রায় প্রমুখ। 

নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, এই মহতি উদ্যোগের কারণে রমজানে সাধারণ ক্রেতা-ভোক্তারা কিছুটা হলেও স্বস্তি পাবে।

আরো পড়ুন:

পদ্মায় গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ঢাবি কেন্দ্রীকতার প্রতিবাদ
২ ঘণ্টা রেললাইন অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

এ দোকানে ডিম, আলু, বেগুন, পেঁয়াজ ও রসুন বিক্রি করা হচ্ছে। প্রতি পিস ডিম ১০.

৩০ টাকা, প্রতি কেজি আলু ১৬ টাকা, প্রতি কেজি বেগুন ৫০ টাকা, পেঁয়াজ প্রতি কেজি ৩৫ টাকা, রসুন প্রতি কেজি নতুন ৭০ টাকা করে বিক্রি করা হচ্ছে।

ভওয়াখালী গ্রামের ক্রেতা আকিকুর রহমান জানান, বিনা লাভের দোকান থেকে ন্যায্যমূল্যে পণ্যে কিনতে পেরে তিনি খুশি। খোলা বাজারে বেগুন ৬০-৭০ টাকা, রসুন ৮০-৯০ টাকা, পেঁয়াজ ৪০-৪৫ টাকা, আলু ২০ টাকা, ডিম প্রতি পিস বিক্রি হচ্ছে ১১-১২ টাকা। অথচ এই দোকান থেকে তিনি বেগুন ৫০ টাকা, আলু ১৬ টাকা, ডিম প্রতি পিস সাড়ে ১০ টাকা, পেঁয়াজ ৩৫ টাকা, রসুন ৭০ টাকা কিনতে পেরেছেন।

দোকানটি পরিচালনায় রয়েছেন হাসিব, শুভ মোল্যা, নওয়াব মোল্যা, শাহারুল, ফাহমিদা ফাইজা এবং একজন ক্যাব সদস্য ও একজন সাংবাদিক প্রতিনিধি।

ঢাকা/শরিফুল/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সদস য

এছাড়াও পড়ুন:

রোজার দিনে কড়া রোদে দীর্ঘ অপেক্ষা

ঘড়িতে বেলা ১১টা। চট্টগ্রাম নগরের আগ্রাবাদ জাম্বুরি পার্কের পাশে এলোমেলোভাবে দাঁড়িয়ে আছেন ২৫০ জন মানুষ। সুলভ মূল্যের পণ্য নিয়ে ট্রাক আসতেই কিছুটা বিশৃঙ্খলা হলো। পরে নারী ও পুরুষ—দুই সারিতে দাঁড় করালেন বিক্রয়কর্মীরা। এরপর শুরু হয় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম। তবে কড়া রোদ হওয়ায় পণ্যের জন্য অপেক্ষায় হাঁপিয়ে উঠছিলেন ক্রেতারা।

আজ রোববার আগ্রাবাদ জাম্বুরি পার্কের পাশে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের চিত্র ছিল এমন। পবিত্র রমজান মাসে পণ্যের আশায় কড়া রোদে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ছিল ভোক্তাদের। রোদের কারণে কেউ ছাতা ধরেছেন, কেউ-বা সঙ্গে আনা বস্তা মাথায় ধরেছেন রোদ থেকে বাঁচতে। অধিকাংশ ভোক্তাকে দেখা গেছে, রোদ থেকে বাঁচতে ছায়ার খোঁজে লাইন থেকে কিছুটা দূরে সরে দাঁড়িয়েছেন।

তাঁদের একজন ষাটোর্ধ্ব আবুল কাশেম। ছয় সদস্যের পরিবার নিয়ে থাকেন চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায়। রোদের তীব্রতা থেকে বাঁচতে ফুটপাতে গাছের নিচে বসে ছিলেন। এর আগে ঘণ্টাখানেক দাঁড়িয়ে ছিলেন টিসিবির পণ্য কেনার সারিতে। তিনি বলেন, ছয় সদস্যের পরিবার নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছে ছেলেমেয়েরা। তাই রোদ উপেক্ষা করে টিসিবির পণ্য নিতে এসেছেন। তবে ট্রাক দাঁড়িয়েছে রোডের মধ্যে। তাই রোদ থেকে বাঁচতে এখানে বসেছেন।

এদিন দুপুর ১২টা পর্যন্ত টিসিবির পণ্য নিতে ২৫০–২৬০ জন ভোক্তা সারিতে দাঁড়িয়ে ছিলেন। ক্রেতাদের ভাষ্য, রোজায় পণ্যগুলো রোদের মধ্যে দেওয়া হচ্ছে। যেহেতু রমজানে ভোক্তাদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে কষ্ট হয়, তাই একটু ছায়ায় পণ্য বিক্রি করলে সুবিধা হয়। তবে টিসিবির কর্মকর্তারা বলছেন, পরিবেশকদের বলা আছে যাতে তাঁরা রোজায় অন্তত ছায়াযুক্ত এলাকায় ট্রাক দাঁড় করিয়ে পণ্য বিক্রি করে।

নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় গত বছরের ২৪ অক্টোবর থেকে চট্টগ্রাম নগরের ২০টি স্থানে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গত ৩১ ডিসেম্বরের পর এ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। রমজান মাস উপলক্ষে ১০ ফেব্রুয়ারি থেকে আবার এ কার্যক্রম শুরু করেছে সংস্থাটি।

শুরুতে প্রতি ট্রাকে ২০০ জন করে নগরে প্রতিদিন চার হাজার ভোক্তার কাছে পণ্য বিক্রি করত টিসিবি। তবে প্রতিদিন প্রতি ট্রাক থেকেই অন্তত ৫০ থেকে ১৫০ জন ক্রেতা ফেরত যেতেন। এ ছাড়া ট্রাক থেকে পণ্য নিতে বিশৃঙ্খলা ও হট্টগোল হতো। বিষয়টি মাথায় রেখে গত বুধবার থেকে প্রতিটি ট্রাকের বরাদ্দ ২০০ থেকে বাড়িয়ে ৪০০ জন করা হয়েছে। পাশাপাশি ৫০০ গ্রামের পরিবর্তে খেজুরের পরিমাণ জনপ্রতি এক কেজি করা হয়েছে।

বর্তমানে চট্টগ্রাম নগরে প্রতিদিন ২০টি ওয়ার্ডের আট হাজার গ্রাহকের কাছে ট্রাকে করে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করা হচ্ছে। একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি, দুই কেজি ছোলা ও এক কেজি খেজুর কিনতে পারবেন। সব মিলিয়ে এর মূল্য ৬৬৫ টাকা। পণ্য কিনতে আপাতত পরিবার কার্ডের প্রয়োজন হচ্ছে না।

তবে এ মাসে টিসিবির কার্যক্রমে এখনো চাল দেওয়া হচ্ছে না। খাদ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবি ৩০ টাকা দরে এসব চাল বিক্রি করে। অনুমোদন না নেওয়ার কারণে চাল বিক্রি হচ্ছে না। তবে আগামী মাসে ট্রাকে চাল বিক্রি হবে বলে জানিয়েছেন টিসিবির কর্মকর্তা। টিসিবি ছাড়া নগরে প্রতিদিন ২৫ টন ও প্রতি উপজেলায় ৩ টন করে ওএমএস দোকানের মাধ্যমে চাল বিক্রি করে খাদ্য অধিদপ্তর।

টিসিবি চট্টগ্রামের যুগ্ম পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, আগামী মাস থেকে চাল দেওয়া হবে। রোজার কথা মাথায় রেখে ট্রাকে বরাদ্দ বাড়ানো হয়েছে। রোজাদারেরা যাতে ঠিকভাবে পণ্য নিতে পারেন সেটির নির্দেশনা দেওয়া আছে পরিবেশকদের। ছাতাযুক্ত এলাকায় ট্রাক থামানোর জন্য বলা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • কানাডার হবু প্রধানমন্ত্রী কে এই মার্ক কার্নি, ট্রাম্পকে কি সামলাতে পারবেন তিনি
  • মহাসড়কের পাশে হাত-পা বাঁধা মরদেহটি পুরুষ নাকি নারীর, জানেনা পুলিশ
  • অভিষেকের অপেক্ষায় ডেবিড
  • দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত
  • যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারী ফিলিস্তিনি শিক্ষার্থীকে গ্রেপ্তার
  • একজন গেরিলা নেতার ‘জুয়াখেলা’
  • মায়ের মৃত্যুর তিন দিন পর কিশোরীকে ধর্ষণ, বাবা গ্রেপ্তার
  • ধর্ষণের বিরুদ্ধে অভিনয় শিল্পীর প্রতিবাদ
  • রোজার দিনে কড়া রোদে দীর্ঘ অপেক্ষা